ইসরায়েলের বোমায় লেবানিজ এমপির ছেলে নিহত

অনলাইন ডেস্ক
Thumbnail image

দক্ষিণ লেবাননের বেইত ইয়াহুন গ্রামে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫ জনের মধ্যে একজন শীর্ষস্থানীয় হিজবুল্লাহ রাজনীতিবিদ এবং সংসদ সদস্য মোহাম্মদ রাদের ছেলে। আজ বৃহস্পতিবার আমিরাত-ভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।

সাংসদ মোহাম্মদ রাদ বলেছেন, ‘আব্বাসের মৃত্যু আমাদের সম্মানিত করেছে, যেমন সম্মান সে প্রতিটি শহীদের পরিবারকে করত।’

রাদ আরও বলেন, ‘যদি আমি রাগান্বিত হই তবে এটাই একমাত্র কারণ যে—সে আমার আগে শহীদ হয়েছে। সে আমার চেয়েও ভালো এবং দ্রুত ছিল।’

পুত্রহারা বাবাকে সান্ত্বনা দিতে এসে শোকার্ত মানুষেরা সাংসদ রাদের দিকে গোলাপ ছুড়ে মারেন এবং ছেলের শহীদী মৃত্যুর জন্য তাঁকে অভিনন্দন জানান।

মোহাম্মদ রাদ ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অনুমোদিত লেবাননের সংসদীয় শাখার প্রধান। তিনি ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এবং এর নির্বাহী কমিটির সদস্য।

এই ঘটনার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের যুদ্ধবিমান লেবাননে অবস্থিত একটি হিজবুল্লাহ স্থাপনায় আঘাত করেছে। কারণ ওই স্থাপনা থেকে ইসরায়েলি সৈন্যদের দিকে গুলি ও রকেট ছোড়া হয়েছিল।

লেবানন-ভিত্তিক গেরিলা সংগঠন হিজবুল্লাহ গত ৮ অক্টোবর থেকে ইসরায়েলে হামলার পাশাপাশি গাজায় অবস্থান করা হামাসকে সমর্থন করে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত