অনলাইন ডেস্ক
ঢাকা: ফাইজার-বায়োএনটেকের প্রায় মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টিকার ডোজ পেতে ইসরায়েলের সঙ্গে চুক্তি করেছিল ফিলিস্তিন। সেই চুক্তিটি বাতিল করার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল শুক্রবার ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনকে ফাইজার-বায়োএনটেকের প্রায় মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টিকার ডোজ দেবে ইসরায়েল। এএফপি জানিয়েছে, গতকাল শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে।
ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বিবৃতিতে বলেন, ‘ফিলিস্তিনের কর্তৃপক্ষের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল। সেই অনুযায়ী দেশটিকে ১০ লাখ ফাইজার-বায়োএনটেকের টিকার ডোজ দেওয়া হবে। তবে খুব দ্রুত ব্যবহার করতে হবে ডোজগুলো, কারণ আর কিছুদিন পরেই এগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে পড়বে।’
এ নিয়ে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা সাংবাদিকদের বলেন, ‘তাঁরা আমাদেরকে বলেছিল যে জুলাই অথবা আগস্টে টিকাগুলোর মেয়াদোত্তীর্ণ হবে। কিন্তু সেগুলো মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। টিকাগুলো ব্যবহার করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। তাই আমরা সেগুলো নিচ্ছি না। ’
ইসরায়েল সরকারের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
ইসরায়েলের ৫০ লাখ ১০ হাজার মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার ৫৫ শতাংশ, করোনা টিকার দুই ডোজই নিয়েছেন। বাকিদের প্রথম ডোজ নেওয়া হয়ে গিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের দুই অংশ-গাজা ভূখণ্ড ও পশ্চিম তীরে করোনা টিকার দুই ডোজ নিয়েছেন ২ লাখ ৬০ হাজার মানুষ।
ঢাকা: ফাইজার-বায়োএনটেকের প্রায় মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টিকার ডোজ পেতে ইসরায়েলের সঙ্গে চুক্তি করেছিল ফিলিস্তিন। সেই চুক্তিটি বাতিল করার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল শুক্রবার ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনকে ফাইজার-বায়োএনটেকের প্রায় মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টিকার ডোজ দেবে ইসরায়েল। এএফপি জানিয়েছে, গতকাল শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে।
ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বিবৃতিতে বলেন, ‘ফিলিস্তিনের কর্তৃপক্ষের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল। সেই অনুযায়ী দেশটিকে ১০ লাখ ফাইজার-বায়োএনটেকের টিকার ডোজ দেওয়া হবে। তবে খুব দ্রুত ব্যবহার করতে হবে ডোজগুলো, কারণ আর কিছুদিন পরেই এগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে পড়বে।’
এ নিয়ে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা সাংবাদিকদের বলেন, ‘তাঁরা আমাদেরকে বলেছিল যে জুলাই অথবা আগস্টে টিকাগুলোর মেয়াদোত্তীর্ণ হবে। কিন্তু সেগুলো মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। টিকাগুলো ব্যবহার করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। তাই আমরা সেগুলো নিচ্ছি না। ’
ইসরায়েল সরকারের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
ইসরায়েলের ৫০ লাখ ১০ হাজার মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার ৫৫ শতাংশ, করোনা টিকার দুই ডোজই নিয়েছেন। বাকিদের প্রথম ডোজ নেওয়া হয়ে গিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের দুই অংশ-গাজা ভূখণ্ড ও পশ্চিম তীরে করোনা টিকার দুই ডোজ নিয়েছেন ২ লাখ ৬০ হাজার মানুষ।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি বাংলাদেশ, ইউক্রেন এবং কমনওয়েলথ প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলোতে এসেছে।
১১ মিনিট আগেলাতাকিয়ার জাবলে শহরের কাছে নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র একদল মানুষ। দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। শহরটি ক্ষমতাচ্যুত আসাদ সরকারের মদদপুষ্ট আলভি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের ‘ডেরা’ হিসেবে পরিচিত। প্রশাসনের অভিযোগের তির তাদের দিকেই। বলা হচ্ছে, এ হামলার জন্য দায়ী আলভি গোষ্ঠীই।
১ ঘণ্টা আগেভারতের শেয়ারবাজারে কয়েক মাসের টানা পতনে লাখো মধ্যবিত্ত বিনিয়োগকারী বিপাকে পড়েছেন। বিদেশি বিনিয়োগ প্রত্যাহার, অতিমূল্যায়িত শেয়ার ও দুর্বল মুনাফার কারণে বাজার থেকে প্রায় ৯০০ বিলিয়ন ডলার উধাও হয়েছে। নতুন বিনিয়োগকারীদের অনেকেই ফিনফ্লুয়েন্সারদের প্রভাবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করেছেন এবং বড় ক্ষতির সম্মুখীন...
১ ঘণ্টা আগেইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অবস্থান নিয়ে উত্তেজনা বাড়ছে। সর্বশেষ আজ বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে এক হয়েছেন ইউরোপের নেতারা। জেলেনস্কিকে তাঁরা বলেছেন—ইউরোপ রাশিয়ার চেয়ে শক্তিশালী। ইউক্রেনকে রক্ষা করতে তাঁরা প্রস্তুত।
১০ ঘণ্টা আগে