অনলাইন ডেস্ক
ইরানে এক দিনে ২৯ জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। গত বুধবার তাঁদের ফাঁসি কার্যকর করা হয়। দেশটির অধিকারকর্মীরা জানিয়েছে, এর মধ্যে একটি কারাগারেই ২৬ জনকে ফাঁসিতে ঝোলানো হয়। এমন সময়ে এই ঘটনা ঘটল, যখন ২০২২ সালে বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গত মঙ্গলবার ফাঁসিতে ঝোলানো হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, তেহরানের বাইরে খারাজের গেজেলহেসার কারাগারে ২৬ জনকে ও কারাজ শহর কারাগারে ৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে ২ জন আফগানিস্তানের নাগরিক রয়েছে। তাঁরা খুন, মাদক ও ধর্ষণের সঙ্গে জড়িত ছিলেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক আরও দুই সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি ও সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানও জানিয়েছে, কারাজে কমপক্ষে ২৪ জনকে ফাঁসি দেওয়া হয়েছে।
২০২২ সালের সেপ্টেম্বরে হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে দেশটির নীতি পুলিশ মাসা আমিনি নামে এক তরুণী আটক করেছিল। পরে পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়। মাসার পরিবারের দাবি, মাসাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এর পর থেকে ইরানে ভিন্নমত কঠোর হাতে দমন করছে সরকার। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, যেকোনো দেশের তুলনায় ফাঁসির সাজা ইরানে বেশি হয়।
আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম বলেন, ইরান সরকার আগামী কয়েক মাসে যে হত্যাকাণ্ড চালাবে তা থামিয়ে দিতে আন্তর্জাতিক মহলের উদ্যোগ দরকার। কয়েক বছর ধরে দেশটিতে ফাঁসিতে হত্যাকাণ্ড বেড়েছে বলেও জানিয়েছেন তিনি।
২০২২ সালে যখন ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয় তখন দেশটির রেভল্যুশনারি গার্ডের এক সদস্য নিহত হয়েছিলেন। এই হত্যার বিচারে একজনকে ফাঁসি দেওয়া হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, তাঁকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়।
এদিকে ইরানে এভাবে ফাঁসি কার্যকর নিয়ে বিভিন্ন সময় আন্তর্জাতিক মহল সোচ্চার হয়েছে। সর্বশেষ গত বুধবার এর কড়া সমালোচনা করেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী।
ইরানে এক দিনে ২৯ জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। গত বুধবার তাঁদের ফাঁসি কার্যকর করা হয়। দেশটির অধিকারকর্মীরা জানিয়েছে, এর মধ্যে একটি কারাগারেই ২৬ জনকে ফাঁসিতে ঝোলানো হয়। এমন সময়ে এই ঘটনা ঘটল, যখন ২০২২ সালে বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গত মঙ্গলবার ফাঁসিতে ঝোলানো হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, তেহরানের বাইরে খারাজের গেজেলহেসার কারাগারে ২৬ জনকে ও কারাজ শহর কারাগারে ৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে ২ জন আফগানিস্তানের নাগরিক রয়েছে। তাঁরা খুন, মাদক ও ধর্ষণের সঙ্গে জড়িত ছিলেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক আরও দুই সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি ও সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানও জানিয়েছে, কারাজে কমপক্ষে ২৪ জনকে ফাঁসি দেওয়া হয়েছে।
২০২২ সালের সেপ্টেম্বরে হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে দেশটির নীতি পুলিশ মাসা আমিনি নামে এক তরুণী আটক করেছিল। পরে পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়। মাসার পরিবারের দাবি, মাসাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এর পর থেকে ইরানে ভিন্নমত কঠোর হাতে দমন করছে সরকার। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, যেকোনো দেশের তুলনায় ফাঁসির সাজা ইরানে বেশি হয়।
আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম বলেন, ইরান সরকার আগামী কয়েক মাসে যে হত্যাকাণ্ড চালাবে তা থামিয়ে দিতে আন্তর্জাতিক মহলের উদ্যোগ দরকার। কয়েক বছর ধরে দেশটিতে ফাঁসিতে হত্যাকাণ্ড বেড়েছে বলেও জানিয়েছেন তিনি।
২০২২ সালে যখন ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয় তখন দেশটির রেভল্যুশনারি গার্ডের এক সদস্য নিহত হয়েছিলেন। এই হত্যার বিচারে একজনকে ফাঁসি দেওয়া হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, তাঁকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়।
এদিকে ইরানে এভাবে ফাঁসি কার্যকর নিয়ে বিভিন্ন সময় আন্তর্জাতিক মহল সোচ্চার হয়েছে। সর্বশেষ গত বুধবার এর কড়া সমালোচনা করেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী।
কংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
১ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১৪ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১৪ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
১৪ ঘণ্টা আগে