Ajker Patrika

কাতারে শিশুদের জন্য সিনেমা হলের দরজা খুলছে আগামীকাল

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৫: ৪৬
কাতারে শিশুদের জন্য সিনেমা হলের দরজা খুলছে আগামীকাল

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরোপিত বিধিনিষেধ তৃতীয় ধাপে শিথিল করতে যাচ্ছে কাতার। আগামীকাল শুক্রবার থেকে দেশটির সরকার আরও কিছু বিধিনিষেধ তুলে নেবে। এই পর্যায়ে সিনেমা হলগুলোর দরজা শিশুদের জন্যও খুলে যাবে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার খবরে বলা হয়, গতকাল বুধবার কাতারের আমিরি দেওয়ানে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আগামীকাল শুক্রবার থেকে আরও কিছু বিধিনিষেধ তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আবদুল আজিজ আল–থানি। 

বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামীকাল থেকে সিনেমা হলগুলোয় যেতে পারবে শিশুরা। একই সঙ্গে শপিং মল, রেস্তোরাঁ ও বিয়ের অনুষ্ঠানে আগের চেয়ে বেশিসংখ্যক মানুষ একসঙ্গে যেতে পারবে।

তবে বিধিনিষেধ শিথিল করা হলেও এখনো মেনে চলতে হবে স্বাস্থ্যসতর্কতার নীতিগুলো। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, একা বা গাড়িতে করে পরিবার নিয়ে ঘোরার সময় বাদে ঘরের বাইরে থাকলেই মাস্ক পরিহিত অবস্থায় থাকতে হবে। এ ছাড়া ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই করোনাকালে বিশেষ সতর্কতা হিসেবে নাগরিকদের গতিবিধি বোঝার জন্য তৈরি করা এহতেরাজ অ্যাপ চালু রাখতে হবে সবাইকে। কোনো আবদ্ধ স্থানে টিকা গ্রহণ করেছেন এমন ১৫ ব্যক্তি বা টিকা গ্রহণ করেননি এমন পাঁচজনের বেশি একসঙ্গে থাকতে পারবেন না। আর উন্মুক্ত স্থানে টিকা নেওয়া ৩০ ব্যক্তি বা টিকা না নেওয়া ১০ ব্যক্তির বেশি একসঙ্গে জমায়েত হতে পারবে না। মসজিদ খোলা থাকবে, তবে সেখানে ৭ বছরের বেশি বয়সীরাই শুধু যেতে পারবে। তবে মসজিদের টয়লেট ও ওজুর স্থান বন্ধ থাকবে। বদ্ধ স্থানে বিয়ের অনুষ্ঠান হলে, সেখানে সর্বোচ্চ ৮০ জন লোক অংশ নিতে পারবেন। তবে এই ৮০ জনের মধ্যে অন্তত ৭৫ শতাংশকে টিকা গ্রহণকারী হতে হবে। 

কাতার সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে, বাসে যাত্রী ধারণক্ষমতার ৩০ শতাংশ এবং মেট্রোসহ অন্য গণপরিবহনে ৫০ শতাংশ পর্যন্ত যাত্রী পরিবহন করা যাবে। স্কুল পরিবহনগুলোতেও ৫০ শতাংশ পর্যন্ত যাত্রী পরিবহন করা যাবে। এ ছাড়া নৌপরিবহনের সঙ্গে যুক্ত সব কর্মীকে অবশ্যই টিকা নিতে হবে। এ ছাড়া সরকারি–বেসরকারি বিভিন্ন স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান কীভাবে খোলা রাখা হবে এবং এসব প্রতিষ্ঠানে বা উদ্যান ও উন্মুক্ত স্থানে কারা কতজন করে যেতে পারবে, তার সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে দেশটির মন্ত্রিসভা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত