ইরানের প্রতিরোধের মুখে ‘৪ ঘণ্টায়’ শেষ ইসরায়েলি হামলা

অনলাইন ডেস্ক
Thumbnail image
আজ শনিবার ভোরে তেহরানের ছবি। ছবি: এএফপি

ইরানের প্রতিরোধের মুখে দ্রুতই হামলা শেষ করেছে ইসরায়েল। ইরান জানিয়েছে, তারা সফলভাবে ইসরায়েলি আক্রমণ ঠেকিয়ে দিয়েছে। পাশাপাশি জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের তেমন একটা ক্ষতি হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইরানে ইসরায়েলি হামলার ব্যাপ্তি ছিল ৪ ঘণ্টার মতো।

ইরানের এয়ার ডিফেন্স বেস বা আকাশ প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তারা সফলভাবে ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দিয়েছে। স্থানীয় সময় আজ শনিবার ভোরে ইসরায়েল প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এই হামলা চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ইসরায়েলে ‘ইরানের কয়েক মাসের ক্রমাগত হামলার প্রতিক্রিয়া’ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

চলতি বছরের এপ্রিলে সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হন। জবাবে তেহরান ইসরায়েলে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়। এরপর, ইসরায়েলও জবাবে ইরানে হামলা চালায়। তবে ইরান দাবি করেছিল, তারা সেই হামলা ঠেকিয়ে দিয়েছিল।

সর্বশেষ, গত ১ অক্টোবর ইরান ইসরায়েলে আবারও হামলা চালায়। এবার দেশটি ১৮০ টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। সেই হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকেই ইসরায়েল ইরানে হামলা চালানোর কথা বলে আসছিল। অবশেষে ইসরায়েল সেই হামলা চালাল আজ শনিবার।

ইরানের আকাশ প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের অবৈধ ও ভুয়া সরকার উত্তেজনা বাড়াতে তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের বেশ কিছু সামরিক স্থাপনার ওপর আক্রমণ চালিয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই আগ্রাসনের মুখোমুখি হয়ে সফলভাবে বাধা দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, কিছু এলাকায় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। প্রকৃত পরিমাণ জানতে তদন্ত চলমান।

বিবৃতিতে ইরানি জনগণকে ঐক্য বজায় রাখার এবং শত্রুপক্ষের মিডিয়া থেকে ছড়ানো গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তেহরানের আকাশসীমায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের যুদ্ধবিমান থেকে ছোড়া ‘লক্ষ্যবস্তুগুলোকে’ সফলভাবে গুলি করে ভূপাতিত করেছে। অনলাইনে শেয়ার করা ফুটেজে তেহরান শহরের আকাশে কিছু প্রতিরোধের দৃশ্য দেখা গেছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, আজ শনিবার ভোরে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলি ‘ইরানের বিভিন্ন এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট এবং লক্ষ্যভিত্তিক আক্রমণ চালিয়ে নিরাপদে ফিরে এসেছে।’ ইরানের স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটের দিকে তেহরানে প্রথম বিস্ফোরণের খবর প্রকাশের প্রায় চার ঘণ্টা পর অভিযান সমাপ্ত হওয়ার ঘোষণা দেয় আইডিএফ।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ জানিয়েছে—ইসরায়েলি বিমানবাহিনী গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনায় আঘাত করেছে। এসব স্থাপনায় তৈরি ক্ষেপণাস্ত্র দিয়েই ইরান ইসরায়েলে হামলা চালিয়েছিল। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নাগরিকদের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যাটারি এবং অতিরিক্ত ইরানি আকাশ প্রতিরক্ষা সক্ষমতায়ও আঘাত হেনেছে।

বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে জেরুসালেম পোস্ট জানিয়েছে, ‘এই বৃহৎ আক্রমণে শতাধিক যুদ্ধবিমান অংশ নিয়েছিল, যার মধ্যে ‘ইফ-৩৫ অ্যাডাইর’ স্টেলথ ফাইটার উল্লেখযোগ্য। এই আক্রমণের জন্য ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে প্রায় ২০০০ কিলোমিটার পাড়ি দিতে হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত