অনলাইন ডেস্ক
গায়ের জোরে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ১৯৪৮ সালে প্রায় ২০ মাস ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে আগ্রাসন চালিয়েছিল ইসরায়েল ও দেশটির দোসররা। এর প্রতিবেশী দেশগুলো এবং আরব বিশ্বের সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল, কিন্তু কোনোটিই গত বছরের ৭ অক্টোবর থেকে চলা আগ্রাসনের মতো দীর্ঘায়িত হয়নি।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, গত ৭ অক্টোবর শুরু হওয়া গাজায় ইসরায়েলি হামলার পর পেরিয়ে গেছে ১১৯ দিন। ১৯৪৮ সালের পর ইসরায়েলের সঙ্গে আর কোনো যুদ্ধই এতটা দীর্ঘায়িত হয়নি।
ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর সবচেয়ে দীর্ঘদিন যুদ্ধ হয় প্রথম লেবানন যুদ্ধের সময়। ১৯৮২ সালে সংঘটিত সেই যুদ্ধ চলেছিল টানা ১১৬ দিন। মূলত হামাস-ইসরায়েল যুদ্ধ সেই যুদ্ধের সময়কাল পার করেই সবচেয়ে দীর্ঘমেয়াদি যুদ্ধ হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।
এরপর, ২০০৬ সালে সংঘটিত দ্বিতীয় লেবানন যুদ্ধ চলছিল টানা ৩৪ দিন। তার আগে ১৯৭৩ সালে ইয়াম কিপ্পুরের যুদ্ধ ছিল ১৯ দিনের। তারও আগে আরব বিশ্বের সঙ্গে ছয় দিনের যুদ্ধে জড়িয়ে পড়েছিল ইসরায়েল।
এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ২৭ হাজার ১৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সময়ে আহত হয়েছে আরও অন্তত ৬৬ হাজার ২৮৭ জন। তার আগে ইসরায়েলে হামাসের হামলায় দেশটিতে ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি বেসামরিক ও সামরিক লোক নিহত হয়েছিল।
গায়ের জোরে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ১৯৪৮ সালে প্রায় ২০ মাস ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে আগ্রাসন চালিয়েছিল ইসরায়েল ও দেশটির দোসররা। এর প্রতিবেশী দেশগুলো এবং আরব বিশ্বের সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল, কিন্তু কোনোটিই গত বছরের ৭ অক্টোবর থেকে চলা আগ্রাসনের মতো দীর্ঘায়িত হয়নি।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, গত ৭ অক্টোবর শুরু হওয়া গাজায় ইসরায়েলি হামলার পর পেরিয়ে গেছে ১১৯ দিন। ১৯৪৮ সালের পর ইসরায়েলের সঙ্গে আর কোনো যুদ্ধই এতটা দীর্ঘায়িত হয়নি।
ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর সবচেয়ে দীর্ঘদিন যুদ্ধ হয় প্রথম লেবানন যুদ্ধের সময়। ১৯৮২ সালে সংঘটিত সেই যুদ্ধ চলেছিল টানা ১১৬ দিন। মূলত হামাস-ইসরায়েল যুদ্ধ সেই যুদ্ধের সময়কাল পার করেই সবচেয়ে দীর্ঘমেয়াদি যুদ্ধ হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।
এরপর, ২০০৬ সালে সংঘটিত দ্বিতীয় লেবানন যুদ্ধ চলছিল টানা ৩৪ দিন। তার আগে ১৯৭৩ সালে ইয়াম কিপ্পুরের যুদ্ধ ছিল ১৯ দিনের। তারও আগে আরব বিশ্বের সঙ্গে ছয় দিনের যুদ্ধে জড়িয়ে পড়েছিল ইসরায়েল।
এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ২৭ হাজার ১৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সময়ে আহত হয়েছে আরও অন্তত ৬৬ হাজার ২৮৭ জন। তার আগে ইসরায়েলে হামাসের হামলায় দেশটিতে ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি বেসামরিক ও সামরিক লোক নিহত হয়েছিল।
৬০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছে। এমন হলে ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিলিশিয়া এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ হবে। এর ফলে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে এবং ওই অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারাও অবস্থান করতে পারবে না।
৯ ঘণ্টা আগেবিশ্বে বর্তমানে ৩ হাজার ৩২৩ জন বিলিয়নিয়ার রয়েছেন। এদের মধ্যে ১৩ শতাংশ বা ৪৩১ জন হলেন নারী বিলিয়নিয়ার। সোমবার ‘আলট্রাটা বিলিয়নিয়ার পরিসংখ্যানের’ তথ্য দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি বলেছে, ধীরে ধীরে নারীরা বৈশ্বিক সম্পদের বড় অংশীদার হয়ে উঠছেন।
৯ ঘণ্টা আগেভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ে অমুসলিম শিক্ষার্থীদের বিরুদ্ধে ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা অভিযোগ করেছেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলো পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করছে।
১০ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। তাদের হত্যা শেষে নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই ঘটনা ঘটে।
১১ ঘণ্টা আগে