অনলাইন ডেস্ক
বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন, শ্রীলঙ্কা, উগান্ডা, কেনিয়া ও ইথিওপিয়া থেকে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে ফি কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সংশোধিত ফি বাংলাদেশের জন্য ১৩ হাজার থেকে ১১ হাজার ৭৫০ রিয়েল করা হয়েছে। টাকার মান অনুযায়ী এই হিসাবটি দাঁড়ায় ৩ লাখ ৮০ হাজার ৩৮০ থেকে ফি কমিয়ে ৩ লাখ ৪৩ হাজার ৮০৫ করা হয়েছে। অর্থাৎ এখন থেকে বাংলাদেশি গৃহকর্মীরা ভিসা নিয়ে ৩ লাখ ৪৩ হাজার টাকায় সৌদি আরব যেতে পারবে।
অন্যান্য দেশের মধ্যে ফিলিপাইনের জন্য ফি কমিয়ে ১৫ হাজার ৯০০ থেকে ১৪ হাজার ৭০০ রিয়েল, শ্রীলঙ্কার জন্য ১৫ হাজার থেকে ১৩ হাজার ৮০০, কেনিয়ার জন্য ১০ হাজার ৮৭০ থেকে ৯ হাজার, উগান্ডার জন্য সাড়ে ৯ হাজার থেকে ৮ হাজার ৩০০ এবং ইথিওপিয়ার জন্য ৬ হাজার ৯০০ থেকে ৫ হাজার ৯০০ সৌদি রিয়েল করা হয়েছে।
এ বিষয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিয়োগ শিল্পে পরিবর্তনশীল খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায্যমূল্য নিশ্চিত করে নিয়োগের খরচ পর্যালোচনা ও নিয়ন্ত্রণ করার জন্য মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরেকটি বিষয় হলো মন্ত্রণালয় অতীতে লাইসেন্স পাওয়া নিয়োগকারী সংস্থাগুলোকে নির্দিষ্ট দেশ থেকে গৃহকর্মী নিয়োগের খরচের ঊর্ধ্বসীমা স্থাপনের নির্দেশ দিয়েছে।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মতে, নতুন সিদ্ধান্তটি সব ধরনের পরিষেবার বিকাশ, শ্রমবাজারের পরিবেশ উন্নয়ন এবং এর আবেদন বাড়াতে মন্ত্রণালয়ের বৃহত্তর লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এটি অর্থনৈতিক পরিবর্তনের প্রতিক্রিয়া হিসাবে পর্যায়ক্রমে খরচ, পরিষেবা এবং পদ্ধতিগুলো পর্যালোচনা করার প্রতি মন্ত্রণালয়ের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই নতুন মূল্যসীমা মেনে চলার গুরুত্বের ওপরও জোর দিয়েছে ও বলেছে, মুসানেড প্ল্যাটফর্মের মাধ্যমে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে।
বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন, শ্রীলঙ্কা, উগান্ডা, কেনিয়া ও ইথিওপিয়া থেকে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে ফি কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সংশোধিত ফি বাংলাদেশের জন্য ১৩ হাজার থেকে ১১ হাজার ৭৫০ রিয়েল করা হয়েছে। টাকার মান অনুযায়ী এই হিসাবটি দাঁড়ায় ৩ লাখ ৮০ হাজার ৩৮০ থেকে ফি কমিয়ে ৩ লাখ ৪৩ হাজার ৮০৫ করা হয়েছে। অর্থাৎ এখন থেকে বাংলাদেশি গৃহকর্মীরা ভিসা নিয়ে ৩ লাখ ৪৩ হাজার টাকায় সৌদি আরব যেতে পারবে।
অন্যান্য দেশের মধ্যে ফিলিপাইনের জন্য ফি কমিয়ে ১৫ হাজার ৯০০ থেকে ১৪ হাজার ৭০০ রিয়েল, শ্রীলঙ্কার জন্য ১৫ হাজার থেকে ১৩ হাজার ৮০০, কেনিয়ার জন্য ১০ হাজার ৮৭০ থেকে ৯ হাজার, উগান্ডার জন্য সাড়ে ৯ হাজার থেকে ৮ হাজার ৩০০ এবং ইথিওপিয়ার জন্য ৬ হাজার ৯০০ থেকে ৫ হাজার ৯০০ সৌদি রিয়েল করা হয়েছে।
এ বিষয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিয়োগ শিল্পে পরিবর্তনশীল খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায্যমূল্য নিশ্চিত করে নিয়োগের খরচ পর্যালোচনা ও নিয়ন্ত্রণ করার জন্য মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরেকটি বিষয় হলো মন্ত্রণালয় অতীতে লাইসেন্স পাওয়া নিয়োগকারী সংস্থাগুলোকে নির্দিষ্ট দেশ থেকে গৃহকর্মী নিয়োগের খরচের ঊর্ধ্বসীমা স্থাপনের নির্দেশ দিয়েছে।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মতে, নতুন সিদ্ধান্তটি সব ধরনের পরিষেবার বিকাশ, শ্রমবাজারের পরিবেশ উন্নয়ন এবং এর আবেদন বাড়াতে মন্ত্রণালয়ের বৃহত্তর লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এটি অর্থনৈতিক পরিবর্তনের প্রতিক্রিয়া হিসাবে পর্যায়ক্রমে খরচ, পরিষেবা এবং পদ্ধতিগুলো পর্যালোচনা করার প্রতি মন্ত্রণালয়ের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই নতুন মূল্যসীমা মেনে চলার গুরুত্বের ওপরও জোর দিয়েছে ও বলেছে, মুসানেড প্ল্যাটফর্মের মাধ্যমে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে।
শিল্পকর্ম লুটের নেটওয়ার্ক ধরতে এ তদন্ত চলমান। এসব নেটওয়ার্কের মধ্যে রয়েছে, ন্যান্সি ওয়েনার এবং সুবাস কাপুরের মতো দাগি পাচারকারীরা। সুবাস কাপুর একজন প্রত্নসম্পদ ব্যবসায়ী, তাঁর নিউইয়র্ক গ্যালারির মাধ্যমে কোটি কোটি ডলার মূল্যের শিল্পকর্ম লুটের নেটওয়ার্ক পরিচালিত হয়। দোষী সাব্যস্ত হওয়ায় তিনি ১০ বছরের কা
৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এই মেয়াদে তিনি হোয়াইট হাউসে তাঁর প্রেস সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে। গণমাধ্যম ব্যক্তিত্ব লেভিট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী। মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের প্রতিবেদ
৭ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হবেই। আর এই বিষয়টি নিশ্চিত করতে তাঁর প্রশাসন কঠোর পরিশ্রম করবে। গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগোতে থিংক ট্যাংক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প।
৩৫ মিনিট আগেগতকাল শুক্রবার সন্ধ্যায় মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা তৎক্ষণাৎ জানালা ভেঙে রোগীদের বের করার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।
২ ঘণ্টা আগে