সৌদির কাছে ৬৫ কোটি টাকার মিসাইল বিক্রি করবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২১, ১৫: ১৮
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৬: ০৪

ড্রোন হামলা ঠেকাতে সৌদির কাছে ৬৫ কোটি টাকার এয়ার টু এয়ার মিসাইল বিক্রি করবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার এমনটি জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এই অনুমোদনের ফলে সৌদি ২৮০টি এআইএম-১২০ সির উন্নত প্রযুক্তির মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম কিনতে পারবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, সৌদি আরব এরই মধ্যে চালকবিহীন বিমান আটকাতে ক্ষেপণাস্ত্র ব্যবহারে সক্ষম হয়েছে। ইয়েমেন থেকে আসা এসব বিমান সৌদি ও মার্কিন বাহিনীকে হুমকির মুখে ফেলেছিল।

সৌদি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এই গোষ্ঠীকে সমর্থন করে ইরান।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেন, ইরানই ইয়েমেনি হুতিদের অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র সরবরাহ করে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত