অনলাইন ডেস্ক
প্রকাশ্যে সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন দেওয়ায় ইরানের দুই খ্যাতনামা অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
অভিনেত্রী হেনগামেহ গাজিয়ানি ও কাতাইয়ুন রিয়াহিকে ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মামলায় আসামি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুই অভিনেত্রী এর আগে হিজাব ছাড়া জনসমক্ষে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানান।
হেনগামেহ গাজিয়ানি এবং কাতাইয়ুন রিয়াহি দুজনেই একাধিক পুরস্কার বিজয়ী অভিনেত্রী। রোববার (২০ নভেম্বর) ইরানি কর্তৃপক্ষের নির্দেশে তাঁদের আটক করা হয়েছে। দেশটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে অভিনেত্রীরাও রয়েছেন, যারা বিক্ষোভকারীদের প্রতি সমর্থন দিচ্ছেন।
গ্রেপ্তারের আগে, অভিনেত্রী গাজিয়ানি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘যাই ঘটুক না কেন, জেনে রাখুন বরাবরের মতো আমি ইরানের জনগণের পাশে থাকব। হয়তো এটাই আমার শেষ পোস্ট।’
এর আগে রোববার, কাতার বিশ্বকাপে ইরানের জাতীয় ফুটবল দলের অধিনায়ক এহসান হাজসাফি বলেছিলেন, ‘আমাদের মেনে নিতে হবে যে দেশের পরিস্থিতি ঠিক নয় এবং আমাদের জনগণ ভালো নেই।’
ইরানের বক্সিং ফেডারেশনের প্রধান হোসেইন সোরি ঘোষণা দিয়েছেন যে তিনি তাঁর দেশে বিক্ষোভে সহিংস দমনপীড়নের কারণে স্পেনের একটি টুর্নামেন্ট থেকে আর দেশে ফিরবেন না।
গত সেপ্টেম্বরে পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত প্রায় ৪০০ বিক্ষোভকারী নিহত হয়েছে। আর গ্রেপ্তার হয়েছে প্রায় ১৭ হাজার জন। এ ছাড়া বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে অন্তত পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
প্রকাশ্যে সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন দেওয়ায় ইরানের দুই খ্যাতনামা অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
অভিনেত্রী হেনগামেহ গাজিয়ানি ও কাতাইয়ুন রিয়াহিকে ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মামলায় আসামি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুই অভিনেত্রী এর আগে হিজাব ছাড়া জনসমক্ষে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানান।
হেনগামেহ গাজিয়ানি এবং কাতাইয়ুন রিয়াহি দুজনেই একাধিক পুরস্কার বিজয়ী অভিনেত্রী। রোববার (২০ নভেম্বর) ইরানি কর্তৃপক্ষের নির্দেশে তাঁদের আটক করা হয়েছে। দেশটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে অভিনেত্রীরাও রয়েছেন, যারা বিক্ষোভকারীদের প্রতি সমর্থন দিচ্ছেন।
গ্রেপ্তারের আগে, অভিনেত্রী গাজিয়ানি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘যাই ঘটুক না কেন, জেনে রাখুন বরাবরের মতো আমি ইরানের জনগণের পাশে থাকব। হয়তো এটাই আমার শেষ পোস্ট।’
এর আগে রোববার, কাতার বিশ্বকাপে ইরানের জাতীয় ফুটবল দলের অধিনায়ক এহসান হাজসাফি বলেছিলেন, ‘আমাদের মেনে নিতে হবে যে দেশের পরিস্থিতি ঠিক নয় এবং আমাদের জনগণ ভালো নেই।’
ইরানের বক্সিং ফেডারেশনের প্রধান হোসেইন সোরি ঘোষণা দিয়েছেন যে তিনি তাঁর দেশে বিক্ষোভে সহিংস দমনপীড়নের কারণে স্পেনের একটি টুর্নামেন্ট থেকে আর দেশে ফিরবেন না।
গত সেপ্টেম্বরে পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত প্রায় ৪০০ বিক্ষোভকারী নিহত হয়েছে। আর গ্রেপ্তার হয়েছে প্রায় ১৭ হাজার জন। এ ছাড়া বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে অন্তত পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
জোর করে নিরামিষ খাওয়াতেন প্রেমিক, সইতে না পেরে পাইলটের ‘আত্মহত্যা’—এয়ার ইন্ডিয়ার নারী পাইলট সৃষ্টি তুলি আত্মহত্যা করেছেন। প্রেমিক আদিত্য পণ্ডিতের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।"
৯ ঘণ্টা আগেআদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন অভিযোগ নিয়ে আলোচনাকে কেন্দ্র করে ভারতের সংসদের নিম্নকক্ষ টানা দ্বিতীয় দিনের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দেশটির সংসদে আদানির ঘুষ-কাণ্ড নিয়ে বাগ্বিতণ্ডার সৃষ্টি হলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত সপ্তাহে মার্কিন কর্তৃপক্ষ গৌতম আদানি, তাঁর ভাতিজা ও আদানি গ্রিনের
১০ ঘণ্টা আগেসম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক গড়ার এক পর্যায়ে তিক্ততা তৈরি হলে পুরুষ সঙ্গীর বিরুদ্ধে নারীদের ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের’ মামলা করার চলমান প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এক আপিল নিষ্পত্তি করে রায় দেওয়ার সময় এই পর্যবেক্ষণ তুলে ধরেন সর্বোচ্চ আদালত। আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম
১১ ঘণ্টা আগেপ্রায় তিন দশক কারাগারে ছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা মাইকেল সুলিভান। জেলে থাকা অবস্থায় তাঁর মা এবং চার ভাইবোন মারা গেছেন। জীবন থেকে চলে গেছেন প্রেমিকাও। আর কারাগারের ভেতর তিনি একাধিকবার মারাত্মক আক্রমণেরও শিকার হয়েছেন।
১১ ঘণ্টা আগে