এবার ইসরায়েলের ওপর বেলজিয়ামের নিষেধাজ্ঞা 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৯: ৪৩
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ২০: ১০

যুক্তরাষ্ট্রের পর এবার পশ্চিম তীরে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। কারণ, দিন দিন পশ্চিম তীরে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলা ও সহিংসতা বাড়ছে, তাই এ ধরনের পদক্ষেপ নিল দেশ দুটি। 

গতকাল বুধবার এক প্রতিবেদনে এ খবর জানায় টাইমস অব ইসরায়েল। 

যুক্তরাষ্ট্রে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার এক দিন পরই এ ঘোষণা দেয় বেলজিয়াম। এ ছাড়া পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলাকারী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বেলজিয়াম থেকে নিষিদ্ধ করা হবে বলে ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দে ক্রো। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বেলজিয়ামের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সঙ্গে সম্মতি জানিয়ে বলেন, ‘বেসামরিকদের বিরুদ্ধে সহিংসতার পরিণতি এটাই হবে।’

হামাসের অতর্কিত হামলার পর ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। তবে গাজায় হামলার বিষয়ে বেসামরিককে রক্ষা, জিম্মিদের মুক্তি এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি। 

আলেক্সান্ডার দে ক্রো নিশ্চিত করেছেন যে বেলজিয়াম নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করবে এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষে তা অনুসরণ করবে। 

এর আগে নতুন ভিসা নীতির বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হিংসাত্মক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। যারা সহিংসতার সঙ্গে জড়িত, তাদের ও পরিবারের ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানান মিলার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত