অনলাইন ডেস্ক
হজযাত্রী ও দর্শনার্থীদের আকৃষ্ট করার লক্ষ্যে ইসলামের দুই পবিত্রতম স্থান মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সৌদি আরবের সংবাদমাধ্যমে আল-ওয়াতানের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
আল-ওয়াতানের প্রতিবেদনে বলা হয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয় মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববিতে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ও সুসংগঠিতভাবে বিয়ে পরিচালনার অনুমতি দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উভয় জায়গার পবিত্রতা বিবেচনায় নিয়ে শ্রদ্ধার সঙ্গে এ ধরনের আয়োজনের জন্য উদ্ভাবনী ধারণা নিয়ে আসতে সংস্থাগুলোর জন্য ‘সুযোগ’ আছে।
ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.) মসজিদে বিয়ে করেছিলেন উল্লেখ করে সৌদি বিবাহবিষয়ক কর্মকর্তা মুসায়েদ আল-জাবরি বলেন, ‘ইসলামে মসজিদে বিয়ে পড়ানোর অনুমতি আছে।’ তিনি আরও বলেন, মদিনার স্থানীয়দের মধ্যে আগে থেকেই মসজিদে নববিতে বিয়ে পড়ানোর চল আছে।
আল-জাবরি আরও বলেন, ‘এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। স্থানীয়দের কেউ কেউ হবু দম্পতির বেশির ভাগ আত্মীয়কে আমন্ত্রণ জানান। অনেক সময় হবু কনের পরিবার এত আমন্ত্রিতদের স্থান সংকুলানের জন্য মসজিদে নববি বা কাবায় (ইসলামে তৈরি প্রথম মসজিদ) বিয়ের আয়োজন করেন।’ তাঁর দাবি, অনেকের বিশ্বাস, মসজিদে বিয়ে করলে সৌভাগ্য আসে।
জাবরি বলেন, বিয়েতে অংশগ্রহণকারীদের যেসব নিয়ম মেনে চলতে হবে, তার মধ্যে রয়েছে—প্রার্থনায় বিঘ্ন ঘটায় এমন উচ্চ শব্দ পরিহার করা, জায়গাটির পবিত্রতাকে গুরুত্ব দেওয়া এবং অতিরিক্ত কফি, মিষ্টি বা খাবার আনা এড়ানো।
সৌদি আরবের অভ্যন্তরে এবং বাইরে থেকে লাখ লাখ মুসলমান প্রতিবছর ওমরাহ পালন করতে মক্কায় মসজিদে হারাম ও মদিনায় মসজিদে নববিতে যান এবং অন্য ইসলামি দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
হজযাত্রী ও দর্শনার্থীদের আকৃষ্ট করার লক্ষ্যে ইসলামের দুই পবিত্রতম স্থান মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সৌদি আরবের সংবাদমাধ্যমে আল-ওয়াতানের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
আল-ওয়াতানের প্রতিবেদনে বলা হয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয় মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববিতে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ও সুসংগঠিতভাবে বিয়ে পরিচালনার অনুমতি দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উভয় জায়গার পবিত্রতা বিবেচনায় নিয়ে শ্রদ্ধার সঙ্গে এ ধরনের আয়োজনের জন্য উদ্ভাবনী ধারণা নিয়ে আসতে সংস্থাগুলোর জন্য ‘সুযোগ’ আছে।
ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.) মসজিদে বিয়ে করেছিলেন উল্লেখ করে সৌদি বিবাহবিষয়ক কর্মকর্তা মুসায়েদ আল-জাবরি বলেন, ‘ইসলামে মসজিদে বিয়ে পড়ানোর অনুমতি আছে।’ তিনি আরও বলেন, মদিনার স্থানীয়দের মধ্যে আগে থেকেই মসজিদে নববিতে বিয়ে পড়ানোর চল আছে।
আল-জাবরি আরও বলেন, ‘এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। স্থানীয়দের কেউ কেউ হবু দম্পতির বেশির ভাগ আত্মীয়কে আমন্ত্রণ জানান। অনেক সময় হবু কনের পরিবার এত আমন্ত্রিতদের স্থান সংকুলানের জন্য মসজিদে নববি বা কাবায় (ইসলামে তৈরি প্রথম মসজিদ) বিয়ের আয়োজন করেন।’ তাঁর দাবি, অনেকের বিশ্বাস, মসজিদে বিয়ে করলে সৌভাগ্য আসে।
জাবরি বলেন, বিয়েতে অংশগ্রহণকারীদের যেসব নিয়ম মেনে চলতে হবে, তার মধ্যে রয়েছে—প্রার্থনায় বিঘ্ন ঘটায় এমন উচ্চ শব্দ পরিহার করা, জায়গাটির পবিত্রতাকে গুরুত্ব দেওয়া এবং অতিরিক্ত কফি, মিষ্টি বা খাবার আনা এড়ানো।
সৌদি আরবের অভ্যন্তরে এবং বাইরে থেকে লাখ লাখ মুসলমান প্রতিবছর ওমরাহ পালন করতে মক্কায় মসজিদে হারাম ও মদিনায় মসজিদে নববিতে যান এবং অন্য ইসলামি দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন টিম এক ডজনেরও বেশি উচ্চপদস্থ কূটনীতিককে পদ থেকে সরে দাঁড়াতে বলেছেন। বিষয়টি সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৬ ঘণ্টা আগেভুল বা মিথ্যা তথ্য দেওয়ায় ডোনাল্ড ট্রাম্পের বেশ কুখ্যাতি আছে। যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর অভিষেক ভাষণেও ভুল তথ্য দিলেন তিনি!
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় সোমবার (২০ জানুয়ারি) রাত ১১টায় ক্যাপিটল হিলে শপথ নেন তিনি। এরপর শুরু হয় তাঁর অভিষেক ভাষণ।
৭ ঘণ্টা আগেশপথ গ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার অভিষিক্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই শপথের আগে নিজের মেয়াদের শেষ কয়েক ঘণ্টায় একটি নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।
৭ ঘণ্টা আগে