অনলাইন ডেস্ক
সৌদি আরবের মরুভূমিতে হঠাৎ জেগে উঠেছে মাছ আকৃতির বিশাল এক পাথুরে কাঠামো। অন্য সময় হলে হয়তো কাঠামোটিকে দৃষ্টিবিভ্রম বা মরীচিকা বলে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু ফটোগ্রাফার খালেদ আল-ইনাজির ক্যামেরায় দৃশ্যটি বন্দী হওয়ার পর সেটিকে আর কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের আল-উলা অঞ্চলের প্রত্নতাত্ত্বিক সাইট খুঁজে বের করার লক্ষ্যে আল-ইনাজি ড্রোন ব্যবহার করে মরুর বুকে ছবি তুলছিলেন। এমনটি করতে গিয়েই তাঁর ড্রোনের ক্যামেরায় অস্বাভাবিক গঠনের ছবি ধারণ করেন। এই অঞ্চলকে জর্ডানের প্রাচীন পেত্রা শহরের প্রতিদ্বন্দ্বী চিহ্নিত করে থাকেন প্রত্নতাত্ত্বিকেরা।
আল-ইনাজি সিএনএনকে বলেছেন, ‘আমি যখন এলাকাটির দৃশ্য রেকর্ড করছিলাম, তখন আমার সামনে পাহাড়ের মতো একটি দৃশ্য দেখা গেল। এর গঠন মরুর বুকে একটি মাছের ইঙ্গিত দেয়।’ তিনি আরও বলেছেন, ‘সম্ভবত আমি প্রথম ব্যক্তি নই যে এমন গঠনের পাথুরে আকৃতির মুখোমুখি হয়েছি। তবে আমি বিশ্বাস করি, আমিই প্রথম এম কৌতূহলোদ্দীপক আকৃতি দেখতে পেয়েছি। কারণ, একজন ফটোগ্রাফারের চোখ সাধারণ মানুষ যা দেখে না তা দেখতে পায়।’
ফটোগ্রাফার আল-ইনাজি কাঠামোটির নাম দিয়েছেন ‘মরুর পাথুরে মাছ’। চলতি বছরের জুনে আল-ইনাজির রেকর্ড করা ড্রোন ফুটেজ থেকে দেখা গেছে—পাথরের কাঠামোটি সোনার বালুর মধ্য দিয়ে সাঁতার কাটছে এমন একটি মাছের মতো। যার পিঠে পাখনাও রয়েছে, যা দেখে মনে হতে পারে—এটি একটি হাঙর হতে পারে, যা তার শিকারকে যেকোনো সময় তাড়া করতে পারে।
সৌদি আরবের মরুভূমিতে হঠাৎ জেগে উঠেছে মাছ আকৃতির বিশাল এক পাথুরে কাঠামো। অন্য সময় হলে হয়তো কাঠামোটিকে দৃষ্টিবিভ্রম বা মরীচিকা বলে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু ফটোগ্রাফার খালেদ আল-ইনাজির ক্যামেরায় দৃশ্যটি বন্দী হওয়ার পর সেটিকে আর কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের আল-উলা অঞ্চলের প্রত্নতাত্ত্বিক সাইট খুঁজে বের করার লক্ষ্যে আল-ইনাজি ড্রোন ব্যবহার করে মরুর বুকে ছবি তুলছিলেন। এমনটি করতে গিয়েই তাঁর ড্রোনের ক্যামেরায় অস্বাভাবিক গঠনের ছবি ধারণ করেন। এই অঞ্চলকে জর্ডানের প্রাচীন পেত্রা শহরের প্রতিদ্বন্দ্বী চিহ্নিত করে থাকেন প্রত্নতাত্ত্বিকেরা।
আল-ইনাজি সিএনএনকে বলেছেন, ‘আমি যখন এলাকাটির দৃশ্য রেকর্ড করছিলাম, তখন আমার সামনে পাহাড়ের মতো একটি দৃশ্য দেখা গেল। এর গঠন মরুর বুকে একটি মাছের ইঙ্গিত দেয়।’ তিনি আরও বলেছেন, ‘সম্ভবত আমি প্রথম ব্যক্তি নই যে এমন গঠনের পাথুরে আকৃতির মুখোমুখি হয়েছি। তবে আমি বিশ্বাস করি, আমিই প্রথম এম কৌতূহলোদ্দীপক আকৃতি দেখতে পেয়েছি। কারণ, একজন ফটোগ্রাফারের চোখ সাধারণ মানুষ যা দেখে না তা দেখতে পায়।’
ফটোগ্রাফার আল-ইনাজি কাঠামোটির নাম দিয়েছেন ‘মরুর পাথুরে মাছ’। চলতি বছরের জুনে আল-ইনাজির রেকর্ড করা ড্রোন ফুটেজ থেকে দেখা গেছে—পাথরের কাঠামোটি সোনার বালুর মধ্য দিয়ে সাঁতার কাটছে এমন একটি মাছের মতো। যার পিঠে পাখনাও রয়েছে, যা দেখে মনে হতে পারে—এটি একটি হাঙর হতে পারে, যা তার শিকারকে যেকোনো সময় তাড়া করতে পারে।
নিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
৫ মিনিট আগেলাওসের পর্যটন শহর ভাং ভিয়েং-এ সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় আরও একজন অস্ট্রেলীয় তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষাক্ত অ্যালকোহল সেবনে সেখানে ছয় বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
৩৬ মিনিট আগেদখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা রায়ান বর্গওয়ার্ট। সম্প্রতি এই কায়াকার নিজের ডুবে যাওয়ার নাটক সাজিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রায়ান বর্তমানে পূর্ব ইউরোপের কোথাও জীবিত আছেন।
২ ঘণ্টা আগে