অনলাইন ডেস্ক
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিন-তারিখ নিশ্চিত করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উপসাগরীয় অঞ্চলের পাঁচ দেশ। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত বাহরাইন ও সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবারই মুসলিম বিশ্বের দেশগুলো শাওয়াল মাসের চাঁদ তথা ঈদুল ফিতরের চাঁদ তালাশ করেছে। কিন্তু মুসলিম বিশ্বের কোথাও শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় এবারের রমজান মাস পূর্ণ হতে যাচ্ছে ৩০ দিনে। আর সেই বিবেচনায় আগামী ১০ এপ্রিল তথা বুধবার মুসলিম বিশ্বের বেশির ভাগ অংশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে গতকাল সোমবার ঈদুল ফিতর তথা শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) হবে রমজান মাসের শেষ দিন। এ কারণে, আগামী ১০ এপ্রিল বুধবার এই দেশগুলোতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিমদের সংযমের মাস হিসেবে চিহ্নিত রমজানের সমাপ্তি ঘটে। এ হিসাবে আজ চাঁদ দেখা না যাওয়ায় এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। বুধবার শুরু হবে শাওয়াল মাস। আর শাওয়ালের প্রথম দিনই ঈদুল ফিতর উদ্যাপন করে মুসলিম সম্প্রদায়।
সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও ঈদ উদ্যাপিত হয়। তবে গত বছর সৌদি আরবের সঙ্গে কাতার, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ একই দিনে ঈদুল ফিতর উদ্যাপন করলেও এক দিন পর ঈদ উদ্যাপন করেছিল ওমান।
সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এবার রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের এক দিন পরে। বাংলাদেশে ঈদ কবে হবে, সেই সিদ্ধান্ত নিতে আগামীকাল মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। মঙ্গলবার চাঁদ দেখা গেলে বুধবার দেশে ঈদ উদ্যাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে বৃহস্পতিবার। অর্থাৎ বাংলাদেশেও রমজান মাস ৩০ পূর্ণ করবে।
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিন-তারিখ নিশ্চিত করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উপসাগরীয় অঞ্চলের পাঁচ দেশ। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত বাহরাইন ও সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবারই মুসলিম বিশ্বের দেশগুলো শাওয়াল মাসের চাঁদ তথা ঈদুল ফিতরের চাঁদ তালাশ করেছে। কিন্তু মুসলিম বিশ্বের কোথাও শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় এবারের রমজান মাস পূর্ণ হতে যাচ্ছে ৩০ দিনে। আর সেই বিবেচনায় আগামী ১০ এপ্রিল তথা বুধবার মুসলিম বিশ্বের বেশির ভাগ অংশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে গতকাল সোমবার ঈদুল ফিতর তথা শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) হবে রমজান মাসের শেষ দিন। এ কারণে, আগামী ১০ এপ্রিল বুধবার এই দেশগুলোতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিমদের সংযমের মাস হিসেবে চিহ্নিত রমজানের সমাপ্তি ঘটে। এ হিসাবে আজ চাঁদ দেখা না যাওয়ায় এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। বুধবার শুরু হবে শাওয়াল মাস। আর শাওয়ালের প্রথম দিনই ঈদুল ফিতর উদ্যাপন করে মুসলিম সম্প্রদায়।
সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও ঈদ উদ্যাপিত হয়। তবে গত বছর সৌদি আরবের সঙ্গে কাতার, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ একই দিনে ঈদুল ফিতর উদ্যাপন করলেও এক দিন পর ঈদ উদ্যাপন করেছিল ওমান।
সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এবার রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের এক দিন পরে। বাংলাদেশে ঈদ কবে হবে, সেই সিদ্ধান্ত নিতে আগামীকাল মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। মঙ্গলবার চাঁদ দেখা গেলে বুধবার দেশে ঈদ উদ্যাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে বৃহস্পতিবার। অর্থাৎ বাংলাদেশেও রমজান মাস ৩০ পূর্ণ করবে।
সময়টা গত বছরের অক্টোবরের কোনো এক বিকেল। গাজার বাইত লাহিয়ার একটি ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মুহূর্তেই সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একটি পরিবার। সেই হামলায় একটি পরিবারের পুরোটাই শেষ হয়ে যায়। বাবা, মা ও ভাইবোন সবাই মারা পড়ে। ধ্বংসস্তূপের মধ্যে কেবল একা বেঁচে ছিল...
১২ মিনিট আগেবিশ্বজুড়ে যত বিলিয়নিয়ার আছেন, তাদের সম্পদের পরিমাণ গত এক বছরে অর্থাৎ ২০২৪ সালে প্রায় ২ ট্রিলিয়ন ডলার বা ২ লাখ কোটি ডলার বেড়েছে। যা আগের বছর অর্থাৎ, ২০২৩ সালের তুলনায় ৩ গুণ বেশি। এই হিসাবে প্রতিদিন বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে গড়ে ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার করে। অধিকার সংস্থা অক্সফামের প্রতিবেদন
১ ঘণ্টা আগেদক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান গতকাল রোববার মিয়ানমারের জান্তা সরকারকে বলেছে, নির্বাচন অনুষ্ঠানের চেয়ে আগে দেশে শান্তি ফিরিয়ে আনা জরুরি। মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসিয়ান বলেছে, চলমান গৃহযুদ্ধের মধ্যে নির্বাচন আয়োজন করার পরিকল্পনা তাদের জন্য অগ্রাধিকার হওয়া উচিত নয়।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে যাত্রা শুরু করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরে শপথ নেবেন তিনি। অভিষেকের আগে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের সঙ্গে কাটিয়েছেন ঘনিষ্ঠ সময়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রধান সম্পাদক এমা টাকারকে দেওয়া এক সাক্ষাৎকার
২ ঘণ্টা আগে