Ajker Patrika

এবার হামাসের সামরিক শাখার প্রধান দায়েফকে হত্যার দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৬: ১২
এবার হামাসের সামরিক শাখার প্রধান দায়েফকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর এবার গোষ্ঠীটির সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দায়েফকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আজ বৃহস্পতিবার এ দাবি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, গত ১৩ জুলাই ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজার খান ইউনিস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ দায়েফ নিহত হন। ওই বিমান হামলায় হামাসের আরেক কমান্ডার রাফা সালামেহের নিহত হওয়ার খবর দিয়েছিল ইসরায়েল। তখন বলা হয়েছিল, মোহাম্মদ দায়েফ নিহত হয়েছেন কি না তা যাচাই করা সম্ভব হয়নি। 

এর আগে, গতকাল বুধবার ইরানের রাজধানী তেহরানে এক হামলায় ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের শিকার হন। তার ঠিক এক দিন পর সংগঠনটির সামরিক শাখার প্রধান মোহাম্মদ দায়েফের নিহত হওয়ার দাবি করল ইসরায়েল। দেশটি অবশ্য হানিয়ার মৃত্যুতে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেনি।

আল-ক্বাসাম ব্রিগেড প্রধান মোহাম্মদ দায়েফের শৈশব-কৈশোরের ব্যাপারে খুব একটা তথ্য পাওয়া যায় না। এমনকি তাঁর পরিবার ও বাবা-মায়ের তথ্যও পাওয়া যায় না। ইসরায়েলি গোয়েন্দারা মনে করে, মোহাম্মদ দায়েফের আসল নাম মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরি। তাঁর পরিবারের অনেক সদস্যই ১৯৫০-এর দশকে ইসরায়েলবিরোধী ফেদাইন যোদ্ধা ছিলেন, যাঁরা বিভিন্ন অবৈধ ইসরায়েলি সেনাচৌকিতে আক্রমণ চালিয়েছিলেন। 

মোহাম্মদ দায়েফের হামাস-সংশ্লিষ্টতার শুরু হয় তাঁর বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিকে। তিনি যখন ইসলামিক ইউনিভার্সিটি অব গাজায় পড়ালেখা করছিলেন, তখন তিনি মুসলিম ব্রাদারহুডের আদর্শে অনুপ্রাণিত হন। পরে তিনি সক্রিয়ভাবে হামাসে যোগ দেন। 

এরপর, ১৯৯০–এর দশকের শুরুর দিকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের প্রধান ইয়াসির আরাফাত অসলো অ্যাকর্ডে স্বাক্ষর করলে মোহাম্মদ দায়েফসহ অন্যান্য হামাস নেতা ক্ষুব্ধ হন। কারণ, এই চুক্তির কারণেই অনেক ফিলিস্তিনি ভূখণ্ড ইসরায়েলের দখলে চলে যায়। 

সেই ঘটনার পরপরই হামাসের শীর্ষ সমরকৌশলবিদদের দুজন ইয়াহিয়া আয়াশ ও আদনান আল-ঘৌল আল-ক্বাসাম ব্রিগেড গঠন করেন। তাঁদের পরামর্শে মোহাম্মদ দায়েফ আল-ক্বাসাম ব্রিগেডে যোগ দেন। তার পর থেকে তিনি ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন হামলা পরিচালনা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত