অনলাইন ডেস্ক
হিন্দ খোদারি একজন ফ্রিল্যান্স সাংবাদিক। গত ৭ অক্টোবরের পর থেকে চলমান সংঘাতের মধ্যে একটি ক্যামেরা এবং মোবাইল ফোন দিয়ে নিজের অভিজ্ঞতাগুলো ছবি এবং ভিডিও আকারে ধারণ করছেন তিনি।
আরব আমিরাত ভিত্তিক দ্য ন্যাশনালকে তিনি বলেন, ‘অসংখ্য মানুষ জানতে চান—গাজার ভেতরে কী ঘটছে।’ আরও বলেন, ‘নিরীহ মানুষগুলোর ওপর এ ধরনের যুদ্ধাপরাধ আমাদের কাম্য না।’
হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর মাত্র দুই মাস আগে নিজের জন্মস্থান গাজায় ফিরে এসেছিলেন হিন্দ খোদারি। এর আগে করোনা মহামারির মধ্যে প্রায় চার বছর তুরস্কে ছিলেন ফিলিস্তিনি এই নারী।
খোদারির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাম্প্রতিক পোস্টগুলোতে দেখা যাচ্ছে, স্থানীয় হাসপাতালগুলোর মর্মান্তিক চিত্র। বোমায় আহত এবং উপচে পড়া নারী, পুরুষ ও শিশুদের আর্ত চিৎকার ছাড়া এখন আর কিছুই শোনা যায় না এসব হাসপাতালে। পড়ে আছে সারি সারি মরদেহ।
আরও দেখা যাচ্ছে, ধ্বংসাবশেষে পরিণত হওয়া ঘর-বাড়ি, খাদ্য আর পানীয় স্বল্পতার মধ্যে জীবন টিকিয়ে রাখতে মানুষের সংগ্রাম।
খোদারি বলেন, ‘এখন আমি আমার নিজের পাড়াকেই চিনতে পারি না।’
থাকার মতো নিজের সবগুলো আশ্রয় ধ্বংস হয়ে যাওয়ায় আপাতত গাজার আল-শিফা হাসপাতালের আশপাশেই অবস্থান করছেন খোদারি। এক বন্ধুর গাড়ির ভেতরেই ঘুমাতে হয় তাঁকে। তিনি বলেন, ‘মনে হচ্ছে, আমরা সবাই মারা যাবো। এখন পর্যন্ত ১৮ জন সাংবাদিক মারা গেছেন। সংখ্যাটা ক্রমেই বাড়ছে। এটা বিপর্যয়কর।’
খোদারি আরও বলেন, ‘এই গল্পের কোনো শেষ নেই। আমার চাচাতো ভাই আমার একদল বন্ধুসহ বিমান হামলায় মারা গেছে। বিমান হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয়েছে আমার মায়ের পরিবারকে। ধ্বংস হয়ে গেছে আমার স্বামীর বাড়িও।’
তিনি বলেন, ‘আমাদের ভূমিতেই আমরা সবাই শরণার্থী হয়ে গেছি।’
হিন্দ খোদারি একজন ফ্রিল্যান্স সাংবাদিক। গত ৭ অক্টোবরের পর থেকে চলমান সংঘাতের মধ্যে একটি ক্যামেরা এবং মোবাইল ফোন দিয়ে নিজের অভিজ্ঞতাগুলো ছবি এবং ভিডিও আকারে ধারণ করছেন তিনি।
আরব আমিরাত ভিত্তিক দ্য ন্যাশনালকে তিনি বলেন, ‘অসংখ্য মানুষ জানতে চান—গাজার ভেতরে কী ঘটছে।’ আরও বলেন, ‘নিরীহ মানুষগুলোর ওপর এ ধরনের যুদ্ধাপরাধ আমাদের কাম্য না।’
হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর মাত্র দুই মাস আগে নিজের জন্মস্থান গাজায় ফিরে এসেছিলেন হিন্দ খোদারি। এর আগে করোনা মহামারির মধ্যে প্রায় চার বছর তুরস্কে ছিলেন ফিলিস্তিনি এই নারী।
খোদারির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাম্প্রতিক পোস্টগুলোতে দেখা যাচ্ছে, স্থানীয় হাসপাতালগুলোর মর্মান্তিক চিত্র। বোমায় আহত এবং উপচে পড়া নারী, পুরুষ ও শিশুদের আর্ত চিৎকার ছাড়া এখন আর কিছুই শোনা যায় না এসব হাসপাতালে। পড়ে আছে সারি সারি মরদেহ।
আরও দেখা যাচ্ছে, ধ্বংসাবশেষে পরিণত হওয়া ঘর-বাড়ি, খাদ্য আর পানীয় স্বল্পতার মধ্যে জীবন টিকিয়ে রাখতে মানুষের সংগ্রাম।
খোদারি বলেন, ‘এখন আমি আমার নিজের পাড়াকেই চিনতে পারি না।’
থাকার মতো নিজের সবগুলো আশ্রয় ধ্বংস হয়ে যাওয়ায় আপাতত গাজার আল-শিফা হাসপাতালের আশপাশেই অবস্থান করছেন খোদারি। এক বন্ধুর গাড়ির ভেতরেই ঘুমাতে হয় তাঁকে। তিনি বলেন, ‘মনে হচ্ছে, আমরা সবাই মারা যাবো। এখন পর্যন্ত ১৮ জন সাংবাদিক মারা গেছেন। সংখ্যাটা ক্রমেই বাড়ছে। এটা বিপর্যয়কর।’
খোদারি আরও বলেন, ‘এই গল্পের কোনো শেষ নেই। আমার চাচাতো ভাই আমার একদল বন্ধুসহ বিমান হামলায় মারা গেছে। বিমান হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয়েছে আমার মায়ের পরিবারকে। ধ্বংস হয়ে গেছে আমার স্বামীর বাড়িও।’
তিনি বলেন, ‘আমাদের ভূমিতেই আমরা সবাই শরণার্থী হয়ে গেছি।’
ভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১ ঘণ্টা আগেমানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
১ ঘণ্টা আগেআয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
৩ ঘণ্টা আগেনিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগে