অনলাইন ডেস্ক
কনটেন্ট নির্মাতা ডনতাই এবং কাওরি লিওনার্ড হলেন এমন দম্পতি যাদের ধর্ম আলাদা। সম্প্রতি তাঁরা লন্ডন থেকে দুবাইয়ে স্থানান্তরিত হয়েছেন। স্বামী ডনতাইয়ের কাছে এবারের রমজান মাস একটি বিশেষ উপলক্ষ। কারণ তিনি প্রথমবারের মতো কোনো মুসলিম প্রধান দেশে এই মাসটি পাড়ি দিচ্ছেন। বিশেষ এই মাসে একসঙ্গে উপোস থাকার মধ্য দিয়ে স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশে দৃষ্টান্ত স্থাপন করেছেন খ্রিষ্ট ধর্মের অনুসারী কাওরি লিওনার্ডও।
এ বিষয়ে মঙ্গলবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ নাগরিক ডনতাই ১৩ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি লন্ডনে বেড়ে উঠেছেন এবং পরিবারের একমাত্র মুসলিম সদস্য হওয়ায় নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। বিশেষ করে রমজান মাসে ইচ্ছা থাকলেও তিনি রোজা রাখতে পারতেন না। বাড়িতে অহরহই শূকরের মাংস রান্না করে ভূরিভোজ করা হতো, মুসলিম ধর্মে যা নিষিদ্ধ।
তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম সম্পর্কে আরও বেশি করে জানতে শুরু করেছিলেন ডনতাই। এতে মুসলিম ধর্মের প্রতি তাঁর বিশ্বাস আরও শক্তিশালী হয়ে ওঠে।
সম্প্রতি টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডনতাই ও কাওরি দম্পতি জানান, তাঁদের ইউটিউব চ্যানেলে ৩ লাখ ৮০ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তাই কনটেন্ট নির্মাণ করেই সারা দিন তাঁদের ব্যস্ত সময় কাটে। এরপরও ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনকেও তাঁরা অগ্রাধিকার দেন। বিশেষ করে চলমান রমজান মাসে ডনতাইয়ের সঙ্গে রোজা রাখতে শুরু করেছেন কাওরিও।
রোজা রাখার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে কাওরি জানান, স্বামীর পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এটি তাঁর জন্য অনেক বড় একটি সুযোগ। তিনি বলেন, ‘আমার স্বামী যা ভালোবাসেন এবং অনুশীলন করেন তার অংশ হতে পারাটা আনন্দের। তার জন্য রমজান গুরুত্বপূর্ণ। তাই আমি তার এই অভিজ্ঞতাকে আরও ভালো করতে চাই। তার সঙ্গে রোজা রাখতে চাই। এটি আমাদের আরও বেশি কাছাকাছি নিয়ে আসবে।’
ডনতাই তাঁর স্ত্রীর সমর্থনের প্রশংসা করে বলেন, ‘আমি খুব খুশি যে, সে আমার সঙ্গে উপোস থাকছে। আমি তাকে নিয়ে খুব গর্বিত।’
জন্মগতভাবে কাওরি অর্ধেক ইতালীয় এবং অর্ধেক ভেনেজুয়েলার। প্রথম দিকে সারা দিন উপোস থাকা তাঁর জন্য অনেক কঠিন একটি বিষয় ছিল। লন্ডনেও স্বামীর সঙ্গে তিনি একবার এটি করার চেষ্টা করেছিলেন। কিন্তু দুবাইয়ে আসার পর শহরটির প্রাণবন্ত পরিবেশ এবং স্বতঃস্ফূর্ততা বিষয়টিকে অনেক সহজ করে দিয়েছে।
কাওরি বলেন, ‘দিনটি দ্রুত চলে যায়। রোজা ভাঙার মুহূর্তটিকে পুরস্কারের মতো মনে হয়।’
কনটেন্ট নির্মাতা ডনতাই এবং কাওরি লিওনার্ড হলেন এমন দম্পতি যাদের ধর্ম আলাদা। সম্প্রতি তাঁরা লন্ডন থেকে দুবাইয়ে স্থানান্তরিত হয়েছেন। স্বামী ডনতাইয়ের কাছে এবারের রমজান মাস একটি বিশেষ উপলক্ষ। কারণ তিনি প্রথমবারের মতো কোনো মুসলিম প্রধান দেশে এই মাসটি পাড়ি দিচ্ছেন। বিশেষ এই মাসে একসঙ্গে উপোস থাকার মধ্য দিয়ে স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশে দৃষ্টান্ত স্থাপন করেছেন খ্রিষ্ট ধর্মের অনুসারী কাওরি লিওনার্ডও।
এ বিষয়ে মঙ্গলবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ নাগরিক ডনতাই ১৩ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি লন্ডনে বেড়ে উঠেছেন এবং পরিবারের একমাত্র মুসলিম সদস্য হওয়ায় নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। বিশেষ করে রমজান মাসে ইচ্ছা থাকলেও তিনি রোজা রাখতে পারতেন না। বাড়িতে অহরহই শূকরের মাংস রান্না করে ভূরিভোজ করা হতো, মুসলিম ধর্মে যা নিষিদ্ধ।
তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম সম্পর্কে আরও বেশি করে জানতে শুরু করেছিলেন ডনতাই। এতে মুসলিম ধর্মের প্রতি তাঁর বিশ্বাস আরও শক্তিশালী হয়ে ওঠে।
সম্প্রতি টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডনতাই ও কাওরি দম্পতি জানান, তাঁদের ইউটিউব চ্যানেলে ৩ লাখ ৮০ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তাই কনটেন্ট নির্মাণ করেই সারা দিন তাঁদের ব্যস্ত সময় কাটে। এরপরও ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনকেও তাঁরা অগ্রাধিকার দেন। বিশেষ করে চলমান রমজান মাসে ডনতাইয়ের সঙ্গে রোজা রাখতে শুরু করেছেন কাওরিও।
রোজা রাখার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে কাওরি জানান, স্বামীর পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এটি তাঁর জন্য অনেক বড় একটি সুযোগ। তিনি বলেন, ‘আমার স্বামী যা ভালোবাসেন এবং অনুশীলন করেন তার অংশ হতে পারাটা আনন্দের। তার জন্য রমজান গুরুত্বপূর্ণ। তাই আমি তার এই অভিজ্ঞতাকে আরও ভালো করতে চাই। তার সঙ্গে রোজা রাখতে চাই। এটি আমাদের আরও বেশি কাছাকাছি নিয়ে আসবে।’
ডনতাই তাঁর স্ত্রীর সমর্থনের প্রশংসা করে বলেন, ‘আমি খুব খুশি যে, সে আমার সঙ্গে উপোস থাকছে। আমি তাকে নিয়ে খুব গর্বিত।’
জন্মগতভাবে কাওরি অর্ধেক ইতালীয় এবং অর্ধেক ভেনেজুয়েলার। প্রথম দিকে সারা দিন উপোস থাকা তাঁর জন্য অনেক কঠিন একটি বিষয় ছিল। লন্ডনেও স্বামীর সঙ্গে তিনি একবার এটি করার চেষ্টা করেছিলেন। কিন্তু দুবাইয়ে আসার পর শহরটির প্রাণবন্ত পরিবেশ এবং স্বতঃস্ফূর্ততা বিষয়টিকে অনেক সহজ করে দিয়েছে।
কাওরি বলেন, ‘দিনটি দ্রুত চলে যায়। রোজা ভাঙার মুহূর্তটিকে পুরস্কারের মতো মনে হয়।’
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
৩ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৪ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
৪ ঘণ্টা আগে