ইসরায়েলে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত রোববার দেশটির রিজ শহরে নিজ দল ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে এমন হুঁশিয়ারি দেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বৈঠকে দেশের প্রতিরক্ষাশিল্পের অগ্রগতির উল্লেখ করে এরদোয়ান বলেন, ‘ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েল যে ভয়াবহ বর্বরতা চালিয়ে যাচ্ছে, তা ঠেকাতে হলে আমাদের অবশ্যই অত্যন্ত শক্তিশালী হতে হবে। আমরা যেভাবে আজারবাইজানের কারাবাখে ঢুকেছি, লিবিয়ায় প্রবেশ করেছি, ইসরায়েলের ক্ষেত্রেও আমরা একই কাজ করতে পারি। এটি না করার কোনো কারণ নেই।’
এ সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘তবে এসব পদক্ষেপ নেওয়ার মতো শক্তিমত্তা আমাদের অবশ্যই অর্জন করতে হবে। আমরা যদি শক্তিশালী হই, তাহলে ইসরায়েল এখন ফিলিস্তিনে যা করছে, তা আর অব্যাহত রাখার সুযোগ তারা পাবে না।’
সম্প্রতি মার্কিন কংগ্রেসে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তুরস্কের পার্লামেন্টে আমন্ত্রণ জানানোর দাবি ওঠে। রোববার একে পার্টির বৈঠকে এ নিয়ে কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, তাঁর সরকার মাহমুদ আব্বাসকে আমন্ত্রণ জানিয়েছিল; কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি তা গ্রহণ করেননি।
এরদোয়ানের বক্তব্যের সমালোচনা করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘এরদোয়ান ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পদাঙ্ক অনুসরণ করছেন। তাঁকে মনে রাখতে হবে, সেখানে কী ঘটেছিল এবং কীভাবে তা শেষ হয়েছিল।’
ইসরায়েল কাটজের এমন মন্তব্যের কয়েক ঘণ্টার মাথায় গতকাল সোমবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এডলফ হিটলারের সঙ্গে তুলনা করা হয়।
ইসরায়েলে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত রোববার দেশটির রিজ শহরে নিজ দল ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে এমন হুঁশিয়ারি দেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বৈঠকে দেশের প্রতিরক্ষাশিল্পের অগ্রগতির উল্লেখ করে এরদোয়ান বলেন, ‘ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েল যে ভয়াবহ বর্বরতা চালিয়ে যাচ্ছে, তা ঠেকাতে হলে আমাদের অবশ্যই অত্যন্ত শক্তিশালী হতে হবে। আমরা যেভাবে আজারবাইজানের কারাবাখে ঢুকেছি, লিবিয়ায় প্রবেশ করেছি, ইসরায়েলের ক্ষেত্রেও আমরা একই কাজ করতে পারি। এটি না করার কোনো কারণ নেই।’
এ সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘তবে এসব পদক্ষেপ নেওয়ার মতো শক্তিমত্তা আমাদের অবশ্যই অর্জন করতে হবে। আমরা যদি শক্তিশালী হই, তাহলে ইসরায়েল এখন ফিলিস্তিনে যা করছে, তা আর অব্যাহত রাখার সুযোগ তারা পাবে না।’
সম্প্রতি মার্কিন কংগ্রেসে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তুরস্কের পার্লামেন্টে আমন্ত্রণ জানানোর দাবি ওঠে। রোববার একে পার্টির বৈঠকে এ নিয়ে কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, তাঁর সরকার মাহমুদ আব্বাসকে আমন্ত্রণ জানিয়েছিল; কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি তা গ্রহণ করেননি।
এরদোয়ানের বক্তব্যের সমালোচনা করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘এরদোয়ান ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পদাঙ্ক অনুসরণ করছেন। তাঁকে মনে রাখতে হবে, সেখানে কী ঘটেছিল এবং কীভাবে তা শেষ হয়েছিল।’
ইসরায়েল কাটজের এমন মন্তব্যের কয়েক ঘণ্টার মাথায় গতকাল সোমবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এডলফ হিটলারের সঙ্গে তুলনা করা হয়।
যুদ্ধবিরতি নিয়ে তোড়জোড়ের মধ্যে আবারও ইউক্রেনে বড় ধরনের হামলা চালাল রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রিভি রিহতে চালানো হয়েছে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। এ হামলায় ৯ শিশুসহ ১৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত ৭২ জন। আহতদের মধ্যেও রয়েছে এক নবজাতক।
৪ ঘণ্টা আগেইসরায়েলি বাহিনীর হামলা ও ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী-অ্যাক্টিভিস্টদের ওপর ট্রাম্প প্রশাসনের দমন-পীড়নের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। শনিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে অংশ নেয় তিন শতাধিক সংগঠন। এতে প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট, দ্য পিপলস ফোরাম, জিউস ফর পিস এবং...
৪ ঘণ্টা আগেরুওয়াইদা সেই মেয়ে, যে খুবই কঠিন পরিস্থিতিতেও পড়াশোনা শেষ করেছে। গাজা তখন অত্যন্ত কঠোর অবরোধের মধ্যে। ওই পরিস্থিতিতেই পড়া শেষ করে চারবার চাকরি হারানো অসহায় বাবাকে সাহায্য করতে মরিয়া এক মেয়ে। পরিবারের বড় মেয়ে রুওয়াইদা। পরিবারকে ভালো রাখতে উপার্জন করার চেষ্টা করেছিল। এই লড়াই যেন মানুষ ভুলে না যায়।
৭ ঘণ্টা আগেগাজায় ইসরায়েলি সামরিক বাহিনীতে কর্মরত ১০ ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের অন্যতম শীর্ষ মানবাধিকার আইনজীবীরা লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাছে তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেবেন বলে জানিয়েছেন।
৮ ঘণ্টা আগে