অনলাইন ডেস্ক
পাকিস্তানে বন্যার কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮০০ কোটি ডলারে। এর আগের হিসাব অনুসারে দেশটিতে বন্যায় ক্ষতির পরিমাণ হিসাব করা হয়েছিল ১ হাজার ২৫০ কোটি মার্কিন ডলার। তবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই বন্যায় পাকিস্তান অন্তত ৩০০০ কোটি ডলার সমপরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে মন্তব্য করেছিলেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুসারে, এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাবের সম্মুখীন হয়েছে পাকিস্তানের কৃষি খাত। প্রাথমিকভাবে মূল্যায়ন করা হয়েছিল, এই ভয়াবহ বন্যায় দেশটির ৪২ লাখ একর জমির কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সর্বশেষ প্রতিবেদন অনুসারে তা প্রায় দ্বিগুণ বেড়ে সাড়ে ৮২ লাখ একরে দাঁড়িয়েছে। ফসলের এই ভয়াবহ ক্ষতিই দেশটির অর্থনৈতিক ক্ষতিকে আরও বাড়িয়ে দিয়েছে।
ক্ষতিগ্রস্ত হওয়া কৃষিজ পণ্যের মধ্যে রয়েছে—তুলা, ধান এবং অন্যান্য আরও একাধিক প্রজাতির ফসল এবং যদি বন্যার পানি সঠিকভাবে নিষ্কাশিত না হয় তবে পরবর্তী সময়ে পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শস্য গম বপনের ক্ষেত্রেও গুরুতর সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। দ্য নিউজ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্রমবর্ধমান অর্থনৈতিক ক্ষতি এবং জিডিপি প্রবৃদ্ধির হ্রাসের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের মাথাপিছু আয়ও অনেকটাই কমে যেতে পারে। যেখানে সরকার চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৫ শতাংশ হতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছিল।
এ ছাড়া পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, স্টেট ব্যাংক অব পাকিস্তান, এফবিআর, পিআইডিই এবং অন্যান্যদের প্রতিনিধিত্বসহ একটি উচ্চপদস্থ কমিটির মূল্যায়নে বলা হয়েছিল, দারিদ্র্য ও বেকারত্বের হার ২১ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৩৬ শতাংশ পর্যন্ত হতে পারে। পাকিস্তান সরকারের অনুমান অনুযায়ী, বন্যার পর দেশের ১১৮টি জেলার প্রায় ৩৭ শতাংশ জনসংখ্যা দারিদ্র্যের কবলে পড়তে পারে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত শুক্রবার বন্যা পরিস্থিতি পর্যালোচনা এবং ক্ষতিগ্রস্ত দেশটির জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে পাকিস্তানে দুই দিনের সফর করেন। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট এই বিপর্যয়ের জাতীয় ও বৈশ্বিক প্রতিক্রিয়ার বিষয়ে মতামত বিনিময় করতে জাতিসংঘের প্রধান পাকিস্তান সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। গুতেরেস পাকিস্তানের সবচেয়ে বেশি বন্যাকবলিত এলাকাগুলো দেখতে যাবেন এবং বাস্তুচ্যুত পরিবার ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ করে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সরকারের উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টার সমর্থনে জাতিসংঘের মানবিক প্রতিক্রিয়া কাজের তদারকি করবেন।
পাকিস্তানে বন্যার কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮০০ কোটি ডলারে। এর আগের হিসাব অনুসারে দেশটিতে বন্যায় ক্ষতির পরিমাণ হিসাব করা হয়েছিল ১ হাজার ২৫০ কোটি মার্কিন ডলার। তবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই বন্যায় পাকিস্তান অন্তত ৩০০০ কোটি ডলার সমপরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে মন্তব্য করেছিলেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুসারে, এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাবের সম্মুখীন হয়েছে পাকিস্তানের কৃষি খাত। প্রাথমিকভাবে মূল্যায়ন করা হয়েছিল, এই ভয়াবহ বন্যায় দেশটির ৪২ লাখ একর জমির কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সর্বশেষ প্রতিবেদন অনুসারে তা প্রায় দ্বিগুণ বেড়ে সাড়ে ৮২ লাখ একরে দাঁড়িয়েছে। ফসলের এই ভয়াবহ ক্ষতিই দেশটির অর্থনৈতিক ক্ষতিকে আরও বাড়িয়ে দিয়েছে।
ক্ষতিগ্রস্ত হওয়া কৃষিজ পণ্যের মধ্যে রয়েছে—তুলা, ধান এবং অন্যান্য আরও একাধিক প্রজাতির ফসল এবং যদি বন্যার পানি সঠিকভাবে নিষ্কাশিত না হয় তবে পরবর্তী সময়ে পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শস্য গম বপনের ক্ষেত্রেও গুরুতর সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। দ্য নিউজ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্রমবর্ধমান অর্থনৈতিক ক্ষতি এবং জিডিপি প্রবৃদ্ধির হ্রাসের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের মাথাপিছু আয়ও অনেকটাই কমে যেতে পারে। যেখানে সরকার চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৫ শতাংশ হতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছিল।
এ ছাড়া পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, স্টেট ব্যাংক অব পাকিস্তান, এফবিআর, পিআইডিই এবং অন্যান্যদের প্রতিনিধিত্বসহ একটি উচ্চপদস্থ কমিটির মূল্যায়নে বলা হয়েছিল, দারিদ্র্য ও বেকারত্বের হার ২১ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৩৬ শতাংশ পর্যন্ত হতে পারে। পাকিস্তান সরকারের অনুমান অনুযায়ী, বন্যার পর দেশের ১১৮টি জেলার প্রায় ৩৭ শতাংশ জনসংখ্যা দারিদ্র্যের কবলে পড়তে পারে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত শুক্রবার বন্যা পরিস্থিতি পর্যালোচনা এবং ক্ষতিগ্রস্ত দেশটির জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে পাকিস্তানে দুই দিনের সফর করেন। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট এই বিপর্যয়ের জাতীয় ও বৈশ্বিক প্রতিক্রিয়ার বিষয়ে মতামত বিনিময় করতে জাতিসংঘের প্রধান পাকিস্তান সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। গুতেরেস পাকিস্তানের সবচেয়ে বেশি বন্যাকবলিত এলাকাগুলো দেখতে যাবেন এবং বাস্তুচ্যুত পরিবার ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ করে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সরকারের উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টার সমর্থনে জাতিসংঘের মানবিক প্রতিক্রিয়া কাজের তদারকি করবেন।
পূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
১৪ মিনিট আগেসংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
১৮ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য এক নির্বাহী আদেশ নিয়ে দেশটির ট্রান্সজেন্ডার তথা এলজিবিটিকিউআইএ+ সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন একটি আদেশ জারির পরিকল্পনা করছেন, যার ফলে মার্কিন সেনাবাহিনী থেক
১৯ মিনিট আগেউত্তর প্রদেশের সাম্ভালে একটি মসজিদের সমীক্ষা নিয়ে সহিংসতায় চারজন নিহত হওয়ার পর ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। বন্ধ করা হয়েছে স্কুলের পাঠদান কার্যক্রম। গতকাল রোববার সকালে মুঘল যুগের শাহী জামা মসজিদে আদালতের নির্দেশে সমীক্ষা চালানো হলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মসজিদটি...
২৯ মিনিট আগে