‘ইমরানকে মানসিক নির্যাতন করা হচ্ছে’

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১১: ১৯
Thumbnail image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিয়ালা জেলে ‘মানসিকভাবে নির্যাতন’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী নাঈম হেয়ারদার পাঞ্জোথা। তাঁর অভিযোগ, ইমরান খানকে কারাগারের তৃতীয় শ্রেণির একটি ছোট কক্ষে রাখা হয়েছে এবং হাঁটার জন্যও ওই কক্ষ থেকে বের হতে দেওয়া হচ্ছে না। এআরওয়াই নিউজের বরাত দিয়ে গত রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

সাবেক এই প্রধানমন্ত্রীকে দেওয়া খাবারের মান নিয়েও সন্দেহ প্রকাশ করেন তাঁর আইনজীবী। খাদ্যসংক্রান্ত করা একটি আবেদন এখনো আদালতে বিচারাধীন বলে জানান তিনি।

এর আগে শনিবার ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে মূল অভিযুক্ত দেখিয়ে কূটনৈতিক তারবার্তা ফাঁস মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে একটি বিশেষ আদালতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) এই অভিযোগপত্র জমা দেয়। এতে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড কিংবা দুজনের ১৪ বছর করে কারাদণ্ড হতে পারে।

এফআইএর জমা দেওয়া অভিযোগপত্র প্রত্যাখ্যান করেছে পিটিআই। এ মামলার তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানিয়েছে দলটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত