অনলাইন ডেস্ক
পাকিস্তানের পশতু নাটক এবং মঞ্চ শিল্পের প্রখ্যাত অভিনেত্রী ছিলেন খুশবো খান। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরা জেলার একটি শস্য মাঠ থেকে সোমবার তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় দুই ব্যক্তি তাঁকে গুলি করে হত্যা করেছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, খুশবো খানকে হত্যার ঘটনায় শওকত ও ফজল নিয়াজ নামে দুজনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত হয়েছে। খুশবোর ভাই সন্দেহভাজন দুই ব্যক্তির নাম উল্লেখ করে মামলাটি করেছেন।
এ অবস্থায় অভিযুক্ত দুজনকে খুঁজে বের করতে অভিযান শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুজনের মধ্যে একজনের বিরুদ্ধে অতীতেও আরেক অভিনেত্রীকে হত্যার অভিযোগ ছিল।
মামলায় খুশবোর ভাই অভিযোগ করেছেন, সন্দেহভাজন দুজনের কথা মতো না চলার কারণেই হত্যা করা হয়েছে খুশবোকে। তাঁরা খুশবোকে শুধুমাত্র তাঁদের আয়োজন করা অনুষ্ঠানগুলোতেই কাজ করার প্রস্তাব দিয়েছিল। পাশাপাশি তাঁকে ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার কথাও বলেছিল। কিন্তু খুশবো এসব প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে নিজেদের এলাকায় একটি অনুষ্ঠানের কথা বলে নিয়ে যায় ওই সন্দেহভাজনেরা। পরে তাঁকে পরিকল্পনা করে হত্যা করে।
স্থানীয় আকবরপুরা পুলিশ স্টেশনের কর্মকর্তা নিয়াজ মাহমুদ খান বলেছেন, অনুষ্ঠানে অংশগ্রহণের পর খুশবোকে অন্যত্র নিয়ে গিয়ে হত্যা করে ওই দুই সন্দেহভাজন। হত্যার পর তাঁর মরদেহটি ফসলের মাঠে ফেলে রাখে তাঁরা। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিজেদের বাসস্থানে খুশবোকে প্রথমে হত্যা করে পরে মাঠে ফেলে রাখা হয়।
অভিনেত্রীর মরদেহের ময়নাতদন্তের পর তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পাকিস্তানের পশতু নাটক এবং মঞ্চ শিল্পের প্রখ্যাত অভিনেত্রী ছিলেন খুশবো খান। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরা জেলার একটি শস্য মাঠ থেকে সোমবার তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় দুই ব্যক্তি তাঁকে গুলি করে হত্যা করেছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, খুশবো খানকে হত্যার ঘটনায় শওকত ও ফজল নিয়াজ নামে দুজনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত হয়েছে। খুশবোর ভাই সন্দেহভাজন দুই ব্যক্তির নাম উল্লেখ করে মামলাটি করেছেন।
এ অবস্থায় অভিযুক্ত দুজনকে খুঁজে বের করতে অভিযান শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুজনের মধ্যে একজনের বিরুদ্ধে অতীতেও আরেক অভিনেত্রীকে হত্যার অভিযোগ ছিল।
মামলায় খুশবোর ভাই অভিযোগ করেছেন, সন্দেহভাজন দুজনের কথা মতো না চলার কারণেই হত্যা করা হয়েছে খুশবোকে। তাঁরা খুশবোকে শুধুমাত্র তাঁদের আয়োজন করা অনুষ্ঠানগুলোতেই কাজ করার প্রস্তাব দিয়েছিল। পাশাপাশি তাঁকে ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার কথাও বলেছিল। কিন্তু খুশবো এসব প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে নিজেদের এলাকায় একটি অনুষ্ঠানের কথা বলে নিয়ে যায় ওই সন্দেহভাজনেরা। পরে তাঁকে পরিকল্পনা করে হত্যা করে।
স্থানীয় আকবরপুরা পুলিশ স্টেশনের কর্মকর্তা নিয়াজ মাহমুদ খান বলেছেন, অনুষ্ঠানে অংশগ্রহণের পর খুশবোকে অন্যত্র নিয়ে গিয়ে হত্যা করে ওই দুই সন্দেহভাজন। হত্যার পর তাঁর মরদেহটি ফসলের মাঠে ফেলে রাখে তাঁরা। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিজেদের বাসস্থানে খুশবোকে প্রথমে হত্যা করে পরে মাঠে ফেলে রাখা হয়।
অভিনেত্রীর মরদেহের ময়নাতদন্তের পর তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি শুধু ইউক্রেনের জন্যই নয়, দেশটির ইউরোপীয় মিত্রদের জন্যও বড় একটি ধাক্কা। ইউক্রেনকে সহায়তা চালিয়ে যাওয়ার জন্য ইউরোপের নেতারা মার্কিন প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে আসছিলেন।
১৯ মিনিট আগেধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই ট্যাটু পারলারের মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মালিক ৩৩ বছর বয়সী রকি রঞ্জন বিসোই। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর পারলারের ২৫ বছর বয়সী শিল্পী অশ্বিনী কুমার ইতালীয় ওই নারীর অনুরোধে ট্যাটুটি এঁকেছেন।
২ ঘণ্টা আগেসুদানের গৃহযুদ্ধে নারী ও শিশুদের ওপর ভয়াবহ যৌন সহিংসতার তথ্য প্রকাশ করেছে ইউনিসেফ। এক বছর বয়সী শিশুদেরও ধর্ষণ করা হচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। আধাসামরিক বাহিনী আরএসএফ যৌন সহিংসতাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগেট্রাম্প যে ৩৫০ বিলিয়ন ডলারের হিসাব দিয়েছেন, তার উৎস নিশ্চিত করা যায়নি। কিয়েল ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত সমস্ত দাতা দেশ মিলিয়ে ইউক্রেনের জন্য বরাদ্দ করা মোট ২৮০ বিলিয়ন ডলারের চেয়েও অনেক বেশি। জেলেনস্কির মতে, এখন পর্যন্ত যুদ্ধের মোট খরচ ৩২০ বিলিয়ন ডলার, যার মধ্যে ইউক্রেন নিজেই ১২০ বিলিয়ন
৪ ঘণ্টা আগে