অনলাইন ডেস্ক
পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবানের (টিটিপি) সঙ্গে বৈঠক করতে আফগানিস্তানের কাবুলে পৌঁছেছে দেশটির প্রতিনিধিদল। গতকাল শনিবার ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইফের নেতৃত্বে ১৭ সদস্যের দলটি সেখানে পৌঁছায়।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, উপজাতি নেতাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলটি চার দিন কাবুলে অবস্থান করবে।
এর আগে পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় নেতা মুফতি তাকি উসমানির নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল টিটিপির সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিল।
একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের সংবিধানে ইসলামবিরোধী কিছু নেই এমন মর্মে টিটিপিকে আশ্বস্ত করতে পেরেছেন তাকি উসমান।
তিনি টিটিপিকে আরও বলেছেন, সংবিধানে ইসলামবিরোধী কিছু আছে এমন মনে করলেও সংগঠনটির পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়ানোর কোনো যৌক্তিকতা নেই।
বৈঠকে উপজাতি গোষ্ঠী নিয়ন্ত্রিত আলাদা অঞ্চলের প্রসঙ্গ তুলেছিল টিটিপি। তবে বিষয়টি নিয়ে আলাপে অস্বীকৃতি জানান তাকি উসমানি।
বৈঠকের বিষয়ে তাকি উসমান, পাকিস্তান সরকার বা টিটিপি কারওরই আনুষ্ঠানিক মন্তব্য জানা যায়নি।
এরই মধ্যে পূর্ণাঙ্গ ইসলামি শাসনব্যবস্থা চেয়ে দুই পৃষ্ঠার বিবৃতি প্রকাশ করেছে টিটিপি। একই সঙ্গে নিজেদের দাবির একটি তালিকা তাকি উসমানির প্রতিনিধিদলের কাছেও হস্তান্তর করেছে সংগঠনটি।
পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবানের (টিটিপি) সঙ্গে বৈঠক করতে আফগানিস্তানের কাবুলে পৌঁছেছে দেশটির প্রতিনিধিদল। গতকাল শনিবার ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইফের নেতৃত্বে ১৭ সদস্যের দলটি সেখানে পৌঁছায়।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, উপজাতি নেতাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলটি চার দিন কাবুলে অবস্থান করবে।
এর আগে পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় নেতা মুফতি তাকি উসমানির নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল টিটিপির সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিল।
একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের সংবিধানে ইসলামবিরোধী কিছু নেই এমন মর্মে টিটিপিকে আশ্বস্ত করতে পেরেছেন তাকি উসমান।
তিনি টিটিপিকে আরও বলেছেন, সংবিধানে ইসলামবিরোধী কিছু আছে এমন মনে করলেও সংগঠনটির পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়ানোর কোনো যৌক্তিকতা নেই।
বৈঠকে উপজাতি গোষ্ঠী নিয়ন্ত্রিত আলাদা অঞ্চলের প্রসঙ্গ তুলেছিল টিটিপি। তবে বিষয়টি নিয়ে আলাপে অস্বীকৃতি জানান তাকি উসমানি।
বৈঠকের বিষয়ে তাকি উসমান, পাকিস্তান সরকার বা টিটিপি কারওরই আনুষ্ঠানিক মন্তব্য জানা যায়নি।
এরই মধ্যে পূর্ণাঙ্গ ইসলামি শাসনব্যবস্থা চেয়ে দুই পৃষ্ঠার বিবৃতি প্রকাশ করেছে টিটিপি। একই সঙ্গে নিজেদের দাবির একটি তালিকা তাকি উসমানির প্রতিনিধিদলের কাছেও হস্তান্তর করেছে সংগঠনটি।
সদ্য সমাপ্ত মহাকুম্ভের সাফল্যের গল্প শুনিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য বিধানসভায় দেওয়া এক ভাষণে তিনি জানিয়েছেন, একজন নৌকার মালিক ও তাঁর পরিবার মেলার ৪৫ দিনে ৩০ কোটি রুপি আয় করেছে। মুখ্যমন্ত্রীর মতে, এই নৌকার মালিকের ১৩০টি নৌকা ছিল; যার প্রতিটি থেকে তিনি মেলার সময় গড়ে ২৩ লাখ
১৮ মিনিট আগেপ্রতি বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ১ কোটিরও বেশি ফলখেকো বাদুড় আফ্রিকার বিভিন্ন স্থান থেকে উড়ে এসে জাম্বিয়ার কাসাঙ্কা ন্যাশনাল পার্কে জড়ো হয়। বাৎসরিক এই ঘটনাটিকে বিশ্বের অন্যতম বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর অভিবাসন হিসেবে চিহ্নিত করা হয়। এই পার্কটি বিস্তীর্ণ মিয়োম্বো বনভূমির অংশ।
১ ঘণ্টা আগেইউক্রেনে গোয়েন্দা সহায়তা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য দেন।
১ ঘণ্টা আগেরাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যৎ আলোচনাগুলোতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছে ক্রেমলিন। আজ বুধবার ক্রেমলিন সূত্রে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গত মাসে সৌদি আরবে অনুষ্ঠিত দুই দেশের মধ্যকার প্রাথমিক আলোচনায়ও বিষয়টি ‘আলোচিত হয়েছে’ বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে