Ajker Patrika

পাকিস্তানে আশুরার মিছিলে বোমা হামলা, নিহত ৩

অনলাইন ডেস্ক
পাকিস্তানে আশুরার মিছিলে বোমা হামলা, নিহত ৩

পাকিস্তানে পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মুসলিমদের এক মিছিলে বোমা বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এই বিস্ফোরণে নিহত হয়েছেন আরও ৫০ জন।   আজ বৃহস্পতিবার দেশটির পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর শহরে এ হামলার ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।

বাহাওয়ালনগরের  একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন,  আমরা তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি এবং ৫০ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যায়, বিস্ফোরণের পর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মানুষজন।

বাহাওয়ালনগরের স্থানীয় পুলিশ কর্মকর্তা কাশিফ হোসেনও এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।  আশুরার মিছিল উপলক্ষে পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরের মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

ইসলামের খিলাফত নিয়ে দ্বন্দ্বের জেরে ৬৮০ খ্রিষ্টাব্দে আরবি মহররম মাসে ইরাকের কারবালা প্রান্তরে খিলাফত দাবিদার ইয়াজিদের বাহিনীর সঙ্গে যুদ্ধ হয়েছিল মহানবীর দৌহিত্র ইমাম হোসেন (রঃ) নেতৃত্বাধীন বাহিনীর। মহররমের ১০ তারিখ বা আশুরার দিন যুদ্ধে নির্মমভাবে নিহত হন ইমাম হোসেন (রঃ)।  এই দিনটিকে শিয়া মুসলিমরা অনেক ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেন। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ২০ শতাংশ শিয়া মুসলিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত