Ajker Patrika

পাকিস্তানে স্কুলে গুলি করে ৭ শিক্ষককে হত্যা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ মে ২০২৩, ১১: ৫৩
পাকিস্তানে স্কুলে গুলি করে ৭ শিক্ষককে হত্যা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা পারাচিনার একটি স্কুলে বন্দুকধারীরা গুলি করে সাত শিক্ষককে হত্যা করেছে। আগের একটি হামলার প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

জিও টিভি জানিয়েছে, দুটি ঘটনাই গতকাল বৃহস্পতিবার ঘটেছে। উভয় ঘটনায় নিহত শিক্ষকেরা সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলো। 

পাকিস্তানের পারাচিনার এলাকাটি আফগানিস্তান সীমান্তে অবস্থিত। এটি খাইবার পাখতুনখাওয়া রাজ্যের কুররাম উপজেলার একটি উপজাতি অধ্যুষিত এলাকা। এই এলাকায় শিয়া সম্প্রদায়ের মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। তবে স্থানীয় তালেবান আন্দোলনকারী সুন্নিরা প্রায়ই তাদের ওপর হামলা করে। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা আরও তথ্য সংগ্রহ এবং ঘটনার তদন্ত করছে। পুলিশ কর্মকর্তা আব্বাস আলী বলেন, অপর এক হামলায় একই স্কুলের একজন সুন্নি মুসলিম শিক্ষক নিহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত