অনলাইন ডেস্ক
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় অস্ত্রধারীদের হামলায় ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরকের সাহায্যে একটি ট্রাক উড়িয়ে দেওয়া হলে ওই ১১ জন নিহত হন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আজ রোববার শেয়ার করা এক পোস্টে কাকার বিষয়টি নিশ্চিত করেন।
কাকার তাঁর পোস্টে লেখেন, ‘উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ জন নিরীহ শ্রমিকের নিহত হওয়ার বিষয়টি হৃদয়বিদারক। আমি দৃঢ়ভাবে এ ধরনের নির্মম সহিংসতার বিরোধিতা করছি এবং নিহতদের পরিবারের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’
দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার পুলিশ জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তসংলগ্ন ওয়াজিরিস্তানে এই হামলার ঘটনা ঘটে। সন্দেহ করা হচ্ছে, হামলাকারীরা দূরনিয়ন্ত্রিত কোনো যন্ত্রের সাহায্যে বিস্ফোরক দিয়ে শ্রমিকদের বহনকারী ট্রাকটি উড়িয়ে দেয়। নিহতরা সবাই নিকটস্থ একটি নির্মাণাধীন প্রকল্পে কাজ করতেন।
উত্তর ওয়াজিরিস্তান পুলিশের ডেপুটি কমিশনার রেহান খটক বলেছেন, ‘তাঁরা (নিহতরা) নির্মাণাধীন একটি সেনা চৌকিতে কাজ করতেন। তাঁদের বহনকারী গাড়িটির নিচে আইইডি বিস্ফোরিত হলে তাঁরা নিহত হন।’ কোনো গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি কিংবা পুলিশও নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নাম উল্লেখ করেনি।
পাকিস্তানে সরকারের সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে একটি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রবিরতি ভেস্তে যাওয়ার পর থেকেই সীমান্ত এলাকায় সশস্ত্র হামলার সংখ্যা বেড়ে গেছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান ছাড়াও ইসলামিক স্টেটসের মতো গোষ্ঠীও পাকিস্তানে বেশ কিছু হামলার দায় স্বীকার করেছে। গত মাসে এক হামলার ঘটনায় ৪৫ জন নিহত হয়েছিল।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় অস্ত্রধারীদের হামলায় ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরকের সাহায্যে একটি ট্রাক উড়িয়ে দেওয়া হলে ওই ১১ জন নিহত হন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আজ রোববার শেয়ার করা এক পোস্টে কাকার বিষয়টি নিশ্চিত করেন।
কাকার তাঁর পোস্টে লেখেন, ‘উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ জন নিরীহ শ্রমিকের নিহত হওয়ার বিষয়টি হৃদয়বিদারক। আমি দৃঢ়ভাবে এ ধরনের নির্মম সহিংসতার বিরোধিতা করছি এবং নিহতদের পরিবারের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’
দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার পুলিশ জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তসংলগ্ন ওয়াজিরিস্তানে এই হামলার ঘটনা ঘটে। সন্দেহ করা হচ্ছে, হামলাকারীরা দূরনিয়ন্ত্রিত কোনো যন্ত্রের সাহায্যে বিস্ফোরক দিয়ে শ্রমিকদের বহনকারী ট্রাকটি উড়িয়ে দেয়। নিহতরা সবাই নিকটস্থ একটি নির্মাণাধীন প্রকল্পে কাজ করতেন।
উত্তর ওয়াজিরিস্তান পুলিশের ডেপুটি কমিশনার রেহান খটক বলেছেন, ‘তাঁরা (নিহতরা) নির্মাণাধীন একটি সেনা চৌকিতে কাজ করতেন। তাঁদের বহনকারী গাড়িটির নিচে আইইডি বিস্ফোরিত হলে তাঁরা নিহত হন।’ কোনো গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি কিংবা পুলিশও নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নাম উল্লেখ করেনি।
পাকিস্তানে সরকারের সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে একটি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রবিরতি ভেস্তে যাওয়ার পর থেকেই সীমান্ত এলাকায় সশস্ত্র হামলার সংখ্যা বেড়ে গেছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান ছাড়াও ইসলামিক স্টেটসের মতো গোষ্ঠীও পাকিস্তানে বেশ কিছু হামলার দায় স্বীকার করেছে। গত মাসে এক হামলার ঘটনায় ৪৫ জন নিহত হয়েছিল।
যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী কানাডা ও মেক্সিকো তাদের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্ক আরোপের কঠোর সমালোচনা করেছে। ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের ওপরও শুল্ক বাড়ানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বেইজিং
৭ ঘণ্টা আগেদুই মাস ধরে টেক মোগল ইলন মাস্ক জার্মানির উগ্র ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’কে (এএফডি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তিনি দলটির পক্ষে প্রচারণার জন্য ৭০টির বেশি পোস্ট দিয়েছেন। তাঁর ২১৯ মিলিয়ন ফলোয়ারকে বলেছেন, এই দলই জার্মানির ‘একমাত্র ভরসা’।
৭ ঘণ্টা আগেহলিউড তারকা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার রহস্যময় মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠেছে। নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজেদের বিলাসবহুল বাড়ি থেকে গত ২৬ ফেব্রুয়ারি তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মরদেহ পাওয়ার এক সপ্তাহেরও বেশি সময় আগে তাঁদের মৃত্যু হয়েছে।
৭ ঘণ্টা আগেইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
৮ ঘণ্টা আগে