Ajker Patrika

‘যেখানে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, মঙ্গলবার সেখান থেকেই লং মার্চ শুরু’

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৯: ১১
‘যেখানে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, মঙ্গলবার সেখান থেকেই লং মার্চ শুরু’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, গত বৃহস্পতিবার তাঁকে ওয়াজিরাবাদের যে স্থানটিতে যেখানে গুলি করা হয়েছিল, সেখান থেকেই আবার লংমার্চ শুরু হবে। দেশটির সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইমরান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের লং মার্চ আগামী মঙ্গলবার–যেখানে আমাকে এবং আরও ১১ জনকে গুলি করা হয়েছিল, মোয়াজ্জেম শহীদ হয়েছিল সেখান থেকেই শুরু হবে।’ পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান আরও বলেন, ‘আমি এখান (লাহোর) থেকেই লং মার্চে ভাষণ দেব এবং আমাদের লং মার্চ ১০ থেকে ১৪ দিন পর—অবশ্য নির্ভর করে লং মার্চ কোন গতিতে আগাচ্ছে—লং মার্চ রাওয়ালপিন্ডি পৌঁছাবে।’

সেখান থেকেই তিনি লং মার্চে যুক্ত হয়ে তাতে নেতৃত্ব দেবেন বলে তেহরিক-ই ইনসাফের এই নেতা জানান। 

এর আগে ইমরান খান বলেছিলেন, ‘আল্লাহ আমাকে একটি নতুন জীবন দিয়েছেন এবং আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে, আমি আমার লড়াই চালিয়ে যাব। আপনারা প্রস্তুত হন।’ ইমরান খান আরও বলেন, ‘আমাকে হত্যা করার জন্য চারজন লোক রুদ্ধদ্বার বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে এবং বিষয়টি আমি আগেই জাতিকে জানিয়েছিলাম। সে জন্য আমি সেই চারজনের নাম উল্লেখ করে একটি ভিডিও রেকর্ড করেছি।’ 

ইমরান খান তাঁকে হত্যার প্রচেষ্টাকে ‘পরিকল্পিত প্লট’ বলে আখ্যা দিয়ে বলেছেন, ‘এই ঘটনায় দুজন অস্ত্রধারী লং মার্চে আক্রমণের ঘটনায় জড়িত এবং তাঁরা দুজন দুই দিক থেকে গুলি চালিয়েছে।’ তিনি আরও বলেন, ‘এটি কোনো তাৎক্ষণিক ঘটনা ছিল না। বরং আমাকে হত্যার জন্য এটি একটি পরিকল্পিত প্লট ছিল।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত