অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় নিজের ডরমিটরিতে মৃত অবস্থায় পাওয়া গেছে ইউটিউবের সাবেক সিইও সুসান ওজিকির ১৯ বছর বয়সী ছেলে মার্কো ট্রপারকে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে আজ রোববার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক কের ডরমিটরিতে একজন শিক্ষার্থী কোনো সাড়া দিচ্ছেন না—এমন অভিযোগের অনুসন্ধান করতে গিয়েই মার্কোকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিস্তেজ মার্কো আবারও চেতনা ফিরে পাবে—এই আশায় বিশ্ববিদ্যালয়ের দমকল বিভাগ নানা উদ্যোগ গ্রহণ করে, দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত মার্কোকে মৃত ঘোষণা করা হয়েছে।
ঠিক কী কারণে মার্কো ট্রপারের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পাসে নিযুক্ত পুলিশ দাবি করেছে, তারা ঘটনাস্থলে কোনো অসংগতি খুঁজে পাননি। তবে মার্কোর দাদি অ্যাস্থার ওজিকি মনে করেন, মাত্রাতিরিক্ত ড্রাগ গ্রহণের ফলেই তাঁর মৃত্যু হয়েছে। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘সে (মার্কো) একটি ওষুধ সেবন করে এবং আমরা জানি না এই ওষুধটি ঠিক কী কাজ করে। শুধু জানতাম, এটা একটা ওষুধ।’
মার্কোর পরিবার বর্তমানে ‘টক্সিকোলজি’ প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে। এই প্রতিবেদন থেকেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই প্রতিবেদন প্রস্তুত হতে অন্তত ৩০ দিন সময় লাগে।
মার্কোকে ‘প্রেমময়’ এবং ‘গণিত জিনিয়াস’ হিসেবে বর্ণনা করেছেন তাঁর দাদি অ্যাস্থার ওজিকি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘মার্কো ছিল সবচেয়ে দয়ালু, প্রেমময়, স্মার্ট, আমোদে এবং সুন্দর মনের মানুষ।’
বিশ্ববিদ্যালয়ে মার্কো গণিত নিয়েই পড়ছিলেন। মাত্র দ্বিতীয় সেমিস্টার শুরু হয়েছিল তাঁর। জেটা সাই নামে একটি ভ্রাতৃত্ব সংগঠনের সঙ্গে যুক্ত মার্কো বিশ্ববিদ্যালয়েও অসংখ্য বন্ধু-বান্ধবের সান্নিধ্যে উপভোগ করতেন।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় নিজের ডরমিটরিতে মৃত অবস্থায় পাওয়া গেছে ইউটিউবের সাবেক সিইও সুসান ওজিকির ১৯ বছর বয়সী ছেলে মার্কো ট্রপারকে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে আজ রোববার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক কের ডরমিটরিতে একজন শিক্ষার্থী কোনো সাড়া দিচ্ছেন না—এমন অভিযোগের অনুসন্ধান করতে গিয়েই মার্কোকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিস্তেজ মার্কো আবারও চেতনা ফিরে পাবে—এই আশায় বিশ্ববিদ্যালয়ের দমকল বিভাগ নানা উদ্যোগ গ্রহণ করে, দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত মার্কোকে মৃত ঘোষণা করা হয়েছে।
ঠিক কী কারণে মার্কো ট্রপারের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পাসে নিযুক্ত পুলিশ দাবি করেছে, তারা ঘটনাস্থলে কোনো অসংগতি খুঁজে পাননি। তবে মার্কোর দাদি অ্যাস্থার ওজিকি মনে করেন, মাত্রাতিরিক্ত ড্রাগ গ্রহণের ফলেই তাঁর মৃত্যু হয়েছে। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘সে (মার্কো) একটি ওষুধ সেবন করে এবং আমরা জানি না এই ওষুধটি ঠিক কী কাজ করে। শুধু জানতাম, এটা একটা ওষুধ।’
মার্কোর পরিবার বর্তমানে ‘টক্সিকোলজি’ প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে। এই প্রতিবেদন থেকেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই প্রতিবেদন প্রস্তুত হতে অন্তত ৩০ দিন সময় লাগে।
মার্কোকে ‘প্রেমময়’ এবং ‘গণিত জিনিয়াস’ হিসেবে বর্ণনা করেছেন তাঁর দাদি অ্যাস্থার ওজিকি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘মার্কো ছিল সবচেয়ে দয়ালু, প্রেমময়, স্মার্ট, আমোদে এবং সুন্দর মনের মানুষ।’
বিশ্ববিদ্যালয়ে মার্কো গণিত নিয়েই পড়ছিলেন। মাত্র দ্বিতীয় সেমিস্টার শুরু হয়েছিল তাঁর। জেটা সাই নামে একটি ভ্রাতৃত্ব সংগঠনের সঙ্গে যুক্ত মার্কো বিশ্ববিদ্যালয়েও অসংখ্য বন্ধু-বান্ধবের সান্নিধ্যে উপভোগ করতেন।
যে রাঁধে, সে চুলও বাঁধে—এই প্রবাদের এক অনন্য উদাহরণ ভোপালের রাজকন্যা আবিদা সুলতান। তিনি ছোট বেলা থেকেই ছিলেন একেবারেই ভিন্নধর্মী এক রাজকন্যা। তিনি ছোট চুল রাখতেন, বাঘ শিকার করতেন এবং দুর্দান্ত পোলো খেলতেন। মাত্র ৯ বছর বয়স থেকেই নিজেই রোলস রয়েস গাড়ি চালাতেন, ওড়াতেন বিমানও। তলোয়ারবাজিতেও ছিলে দুর্দান্
৪৩ মিনিট আগেপূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
২ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য এক নির্বাহী আদেশ নিয়ে দেশটির ট্রান্সজেন্ডার তথা এলজিবিটিকিউআইএ+ সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন একটি আদেশ জারির পরিকল্পনা করছেন, যার ফলে মার্কিন সেনাবাহিনী থেক
২ ঘণ্টা আগে