অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নাৎসি নন, বরং তিনি এর বিরোধী। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন তাঁর প্রতিদ্বন্দ্বী ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাঁকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নিউইয়র্কের ম্যানহাটানে স্থানীয় সময় গতকাল সোমবার একটি জনসভা করেন ট্রাম্প। সেখানে কয়েক লাখ মানুষ উপস্থিত হয়েছিল। সেখানে ট্রাম্প ও অন্যান্য বক্তারা অভিবাসন ও অন্যান্য বিষয়ে ‘বর্ণবাদী’ ও বৈষম্যমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ বিরোধীদের। একই সময়ে তাঁরা ট্রাম্পের এই জনসভাকে ১৯৩৯ সালে অর্থাৎ ৮৫ বছর আগে একই স্থানে অনুষ্ঠিত নাৎসিদের একটি জনসভার সঙ্গে তুলনা করেছেন।
স্থানীয় সময় গতকাল সোমবার রাতে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় এক নির্বাচনী প্রচার সমাবেশে বলেন, ‘আমি নাৎসি নই বরং আমি নাৎসিদের বিরুদ্ধে।’ তিনি আরও বলেন, ‘হ্যারিসের নির্বাচনী প্রচার দল তাঁকে নাৎসি হিসেবে চিত্রিত করেছে। কমলা এবং তার প্রচারণার নতুন লাইন হলো, যারা তাঁকে ভোট দিচ্ছে না তারা একেজন নাৎসি, তার মানে নাৎসি।’
ট্রাম্প বলেন, ‘তারা আমাকে উদ্দেশ্য করে বলে “তিনি হিটলার” এবং তারপর তারা আরও বলে, “তিনি একজন নাৎসি”। আমি নাৎসি নই, এর বিরোধী।’ এ সময় ট্রাম্প তাঁর সমর্থকদের উল্লাস করতে বলেন।’ ট্রাম্প আরও বলেন, ‘আমার বাবা আমাকে সব সময় বলতেন নাৎসি শব্দটা কখনো ব্যবহার করবে না, কিন্তু আজ মানুষ যেভাবে কথা বলছে তা খুবই জঘন্য।’
এর আগে, ম্যানহাটানে ট্রাম্পের জনসভাকে ইঙ্গিত করে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ গতকাল সোমবার নেভাদার হেন্ডারসনে এক অনুষ্ঠানে, ‘এখানে ১৯৩০-এর দশকের মাঝামাঝি সময়ের এক বড় সমাবেশের সঙ্গে এর সরাসরি মিল আছে।’ ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেন, ‘ট্রাম্প ১৯৩৯ সালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত (নাৎসিদের) র্যালি পুনরায় মঞ্চস্থ করছেন।’
ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ জন কেলি সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, ট্রাম্প নাকি বলেছিলেন, ‘হিটলার কিছু ভালো কাজও করেছেন।’ এ ছাড়া কেলিকে নাকি ট্রাম্প বলেছিলেন, তিনি হিটলারের মতো জেনারেল চান। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির এই মন্তব্যগুলো অস্বীকার করেছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নাৎসি নন, বরং তিনি এর বিরোধী। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন তাঁর প্রতিদ্বন্দ্বী ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাঁকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নিউইয়র্কের ম্যানহাটানে স্থানীয় সময় গতকাল সোমবার একটি জনসভা করেন ট্রাম্প। সেখানে কয়েক লাখ মানুষ উপস্থিত হয়েছিল। সেখানে ট্রাম্প ও অন্যান্য বক্তারা অভিবাসন ও অন্যান্য বিষয়ে ‘বর্ণবাদী’ ও বৈষম্যমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ বিরোধীদের। একই সময়ে তাঁরা ট্রাম্পের এই জনসভাকে ১৯৩৯ সালে অর্থাৎ ৮৫ বছর আগে একই স্থানে অনুষ্ঠিত নাৎসিদের একটি জনসভার সঙ্গে তুলনা করেছেন।
স্থানীয় সময় গতকাল সোমবার রাতে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় এক নির্বাচনী প্রচার সমাবেশে বলেন, ‘আমি নাৎসি নই বরং আমি নাৎসিদের বিরুদ্ধে।’ তিনি আরও বলেন, ‘হ্যারিসের নির্বাচনী প্রচার দল তাঁকে নাৎসি হিসেবে চিত্রিত করেছে। কমলা এবং তার প্রচারণার নতুন লাইন হলো, যারা তাঁকে ভোট দিচ্ছে না তারা একেজন নাৎসি, তার মানে নাৎসি।’
ট্রাম্প বলেন, ‘তারা আমাকে উদ্দেশ্য করে বলে “তিনি হিটলার” এবং তারপর তারা আরও বলে, “তিনি একজন নাৎসি”। আমি নাৎসি নই, এর বিরোধী।’ এ সময় ট্রাম্প তাঁর সমর্থকদের উল্লাস করতে বলেন।’ ট্রাম্প আরও বলেন, ‘আমার বাবা আমাকে সব সময় বলতেন নাৎসি শব্দটা কখনো ব্যবহার করবে না, কিন্তু আজ মানুষ যেভাবে কথা বলছে তা খুবই জঘন্য।’
এর আগে, ম্যানহাটানে ট্রাম্পের জনসভাকে ইঙ্গিত করে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ গতকাল সোমবার নেভাদার হেন্ডারসনে এক অনুষ্ঠানে, ‘এখানে ১৯৩০-এর দশকের মাঝামাঝি সময়ের এক বড় সমাবেশের সঙ্গে এর সরাসরি মিল আছে।’ ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেন, ‘ট্রাম্প ১৯৩৯ সালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত (নাৎসিদের) র্যালি পুনরায় মঞ্চস্থ করছেন।’
ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ জন কেলি সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, ট্রাম্প নাকি বলেছিলেন, ‘হিটলার কিছু ভালো কাজও করেছেন।’ এ ছাড়া কেলিকে নাকি ট্রাম্প বলেছিলেন, তিনি হিটলারের মতো জেনারেল চান। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির এই মন্তব্যগুলো অস্বীকার করেছে।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
২ মিনিট আগেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় জমায়াতের প্রস্তুতি নিয়েছে। তবে এই মিছিল ঠেকাতে মরিয়া এখন দেশটির ক্ষমতাসীন সরকার। এ জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
১ ঘণ্টা আগেতীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খল
৩ ঘণ্টা আগেমিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, এ কারণেই মিয়ানমার জান্তা বাহিনীকে একটি যৌথ নিরাপত্তা কোম্পানি (জেভিএসসি) গঠনের প্রস্তাব দিয়েছে চীন। এটি মিয়ানমারের গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং জান্তার শীর্ষ সামরিক নেতাদের মধ্যে অস্বস্তি
৩ ঘণ্টা আগে