অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নাৎসি নন, বরং তিনি এর বিরোধী। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন তাঁর প্রতিদ্বন্দ্বী ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাঁকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নিউইয়র্কের ম্যানহাটানে স্থানীয় সময় গতকাল সোমবার একটি জনসভা করেন ট্রাম্প। সেখানে কয়েক লাখ মানুষ উপস্থিত হয়েছিল। সেখানে ট্রাম্প ও অন্যান্য বক্তারা অভিবাসন ও অন্যান্য বিষয়ে ‘বর্ণবাদী’ ও বৈষম্যমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ বিরোধীদের। একই সময়ে তাঁরা ট্রাম্পের এই জনসভাকে ১৯৩৯ সালে অর্থাৎ ৮৫ বছর আগে একই স্থানে অনুষ্ঠিত নাৎসিদের একটি জনসভার সঙ্গে তুলনা করেছেন।
স্থানীয় সময় গতকাল সোমবার রাতে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় এক নির্বাচনী প্রচার সমাবেশে বলেন, ‘আমি নাৎসি নই বরং আমি নাৎসিদের বিরুদ্ধে।’ তিনি আরও বলেন, ‘হ্যারিসের নির্বাচনী প্রচার দল তাঁকে নাৎসি হিসেবে চিত্রিত করেছে। কমলা এবং তার প্রচারণার নতুন লাইন হলো, যারা তাঁকে ভোট দিচ্ছে না তারা একেজন নাৎসি, তার মানে নাৎসি।’
ট্রাম্প বলেন, ‘তারা আমাকে উদ্দেশ্য করে বলে “তিনি হিটলার” এবং তারপর তারা আরও বলে, “তিনি একজন নাৎসি”। আমি নাৎসি নই, এর বিরোধী।’ এ সময় ট্রাম্প তাঁর সমর্থকদের উল্লাস করতে বলেন।’ ট্রাম্প আরও বলেন, ‘আমার বাবা আমাকে সব সময় বলতেন নাৎসি শব্দটা কখনো ব্যবহার করবে না, কিন্তু আজ মানুষ যেভাবে কথা বলছে তা খুবই জঘন্য।’
এর আগে, ম্যানহাটানে ট্রাম্পের জনসভাকে ইঙ্গিত করে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ গতকাল সোমবার নেভাদার হেন্ডারসনে এক অনুষ্ঠানে, ‘এখানে ১৯৩০-এর দশকের মাঝামাঝি সময়ের এক বড় সমাবেশের সঙ্গে এর সরাসরি মিল আছে।’ ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেন, ‘ট্রাম্প ১৯৩৯ সালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত (নাৎসিদের) র্যালি পুনরায় মঞ্চস্থ করছেন।’
ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ জন কেলি সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, ট্রাম্প নাকি বলেছিলেন, ‘হিটলার কিছু ভালো কাজও করেছেন।’ এ ছাড়া কেলিকে নাকি ট্রাম্প বলেছিলেন, তিনি হিটলারের মতো জেনারেল চান। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির এই মন্তব্যগুলো অস্বীকার করেছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নাৎসি নন, বরং তিনি এর বিরোধী। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন তাঁর প্রতিদ্বন্দ্বী ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাঁকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নিউইয়র্কের ম্যানহাটানে স্থানীয় সময় গতকাল সোমবার একটি জনসভা করেন ট্রাম্প। সেখানে কয়েক লাখ মানুষ উপস্থিত হয়েছিল। সেখানে ট্রাম্প ও অন্যান্য বক্তারা অভিবাসন ও অন্যান্য বিষয়ে ‘বর্ণবাদী’ ও বৈষম্যমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ বিরোধীদের। একই সময়ে তাঁরা ট্রাম্পের এই জনসভাকে ১৯৩৯ সালে অর্থাৎ ৮৫ বছর আগে একই স্থানে অনুষ্ঠিত নাৎসিদের একটি জনসভার সঙ্গে তুলনা করেছেন।
স্থানীয় সময় গতকাল সোমবার রাতে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় এক নির্বাচনী প্রচার সমাবেশে বলেন, ‘আমি নাৎসি নই বরং আমি নাৎসিদের বিরুদ্ধে।’ তিনি আরও বলেন, ‘হ্যারিসের নির্বাচনী প্রচার দল তাঁকে নাৎসি হিসেবে চিত্রিত করেছে। কমলা এবং তার প্রচারণার নতুন লাইন হলো, যারা তাঁকে ভোট দিচ্ছে না তারা একেজন নাৎসি, তার মানে নাৎসি।’
ট্রাম্প বলেন, ‘তারা আমাকে উদ্দেশ্য করে বলে “তিনি হিটলার” এবং তারপর তারা আরও বলে, “তিনি একজন নাৎসি”। আমি নাৎসি নই, এর বিরোধী।’ এ সময় ট্রাম্প তাঁর সমর্থকদের উল্লাস করতে বলেন।’ ট্রাম্প আরও বলেন, ‘আমার বাবা আমাকে সব সময় বলতেন নাৎসি শব্দটা কখনো ব্যবহার করবে না, কিন্তু আজ মানুষ যেভাবে কথা বলছে তা খুবই জঘন্য।’
এর আগে, ম্যানহাটানে ট্রাম্পের জনসভাকে ইঙ্গিত করে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ গতকাল সোমবার নেভাদার হেন্ডারসনে এক অনুষ্ঠানে, ‘এখানে ১৯৩০-এর দশকের মাঝামাঝি সময়ের এক বড় সমাবেশের সঙ্গে এর সরাসরি মিল আছে।’ ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেন, ‘ট্রাম্প ১৯৩৯ সালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত (নাৎসিদের) র্যালি পুনরায় মঞ্চস্থ করছেন।’
ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ জন কেলি সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, ট্রাম্প নাকি বলেছিলেন, ‘হিটলার কিছু ভালো কাজও করেছেন।’ এ ছাড়া কেলিকে নাকি ট্রাম্প বলেছিলেন, তিনি হিটলারের মতো জেনারেল চান। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির এই মন্তব্যগুলো অস্বীকার করেছে।
যুক্তরাষ্ট্র তাদের প্রধান থার্মো-নিউক্লিয়ার বা তাপ-পারমাণবিক অস্ত্র আধুনিকায়নের কাজ শেষ করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসনের (এনএনএসএ) প্রশাসক জিল হ্রুবি জানিয়েছেন, বি৬১-১২ মডেলের নতুন সংস্করণের পারমাণবিক বোমা ইউরোপের সামরিক ঘাঁটিগুলোতে মোতায়েন করা হয়েছে। ন্যাটোর সঙ্গে পারমাণবিক অস
১ ঘণ্টা আগেবলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে চুরির চেষ্টা এবং হামলার অভিযোগে সন্দেহভাজন একজনকে আটক করে ভারতীয় পুলিশ। পুলিশ দাবি করছে, সন্দেহভাজনের নাম শরিফুল ইসলাম শেহজাদ। তিনি বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছেন। ভারতে বিজয় দাস নামে বসবাস করছিলেন।
১ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি। আজ রোববার গাজার স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে চুক্তি কার্যকর হয়। এ ঘোষণার পরই ইসরায়েলে নেতানিয়াহুর জোট সরকার থেকে পদত্যাগ করেছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজির
২ ঘণ্টা আগেফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। এরপর পেরিয়ে গেছে ১৫ মাসের বেশি সময়। এই সময়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ৪৭ হাজার ফিলিস্তিনি। অবশেষে অঞ্চলটিতে যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় আজ রোববার বেলা সোয়া ১১টা থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়।
৩ ঘণ্টা আগে