ওয়ারেন বাফেটের সঙ্গে লাঞ্চ করতে ১৯ মিলিয়ন ডলার দান

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ জুন ২০২২, ১৭: ০৯
Thumbnail image

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি দাতব্য সংস্থার তহবিল সংগ্রহে সহায়তা করতে একটি লাঞ্চের ঘোষণা দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ধনী ওয়ারেন বাফেট। আর এই ঘোষণা অনুসারে বাফেটের সঙ্গে লাঞ্চ করতে ১৯ মিলিয়ন ডলারেরও বেশি দান করার ঘোষণা দিয়েছেন এক ব্যক্তি। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার বাফেটের সঙ্গে লাঞ্চের জন্য অপর ব্যক্তি খুঁজে নেওয়ার জন্য একটি নিলামের আয়োজন করা হয়। আর সেই নিলাম থেকেই পাওয়া যায় সেই ব্যক্তিকে। সান ফ্রান্সিসকোর টেন্ডারলিয়নের দাতব্য সংস্থা গ্লাইডের জন্য তহবিল সংগ্রহেই এই লাঞ্চের ঘোষণা দেন ওয়ারেন বাফেট। 

সান ফ্রান্সিসকোর ওই দাতব্য প্রতিষ্ঠানটি দরিদ্র, গৃহহীন এবং যাঁরা ক্রমাগত বিভিন্ন ধরনের নির্যাতন-নিগ্রহের শিকার হন তাঁদের সহায়তা করে থাকে। এ ছাড়া প্রতিষ্ঠানটি খাদ্য, বাসস্থান সহায়তাও দিয়ে থাকে। এমনকি, এইচআইভি, হেপাটাইটিস সি পরীক্ষা এবং শিশুদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দেয়। 

বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী এরই মধ্যে ২০২০ সাল থেকে ২০টি নিলামের আয়োজন করে। এসব নিলামের মাধ্যমে তিনি গ্লাইডের জন্য প্রায় ৫৩ দশমিক ২ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করে দিয়েছেন। 

ওয়ারেন বাফেট তাঁর প্রয়াত প্রথম স্ত্রী সুসানের হাত ধরে গ্লাইডের সঙ্গে পরিচিত হন। সুসান গ্লাইডের সঙ্গে কাজ করতেন স্বেচ্ছাসেবী হিসেবে। পরে ২০০৪ সালে সুসান মারা যাওয়ার পরও বাফেট গ্লাইডকে সহায়তা করতে থাকেন। 

ওয়ারেন বাফেট বর্তমানে ৯৩ দশমিক ৪ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ নিয়ে বিশ্বের সপ্তম সেরা ধনী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত