অনলাইন ডেস্ক
প্রায় দুই বছর বিরতির পর সংযুক্ত আরব আমিরাতে আবারও রাষ্ট্রদূত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ২০২১ সালের পর এই প্রথম দেশটিতে মার্কিন রাষ্ট্রদূত আসতে যাচ্ছেন। এরই মধ্যে গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন মার্টিনা স্ট্রং। রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত ডেপুটি সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড, নিকট প্রাচ্যবিষয়ক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বারবারা লিফ এবং অন্যান্য সহকর্মীদের উপস্থিতিতে শপথ গ্রহণ করেন। প্রায় এক বছর আগে মার্টিনাকে এই পদের জন্য বাছাই করা হলেও তিনি কেবল গত শুক্রবারেই শপথ নিলেন।
পেশাদার এই কূটনীতিবিদ এর আগে সৌদি আরবে মার্কিন দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন করেছেন। মার্টিনা আরব আমিরাতে জন রাকোলটার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। জন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত ছিলেন।
এর বাইরেও মার্টিনা বুলগেরিয়া, ইরাক, চেক রিপাবলিক ও বারবাডোজে মার্কিন দূতাবাসে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি আরবি, চেক, পোলিশ, ফ্রেঞ্চ, জার্মান ও বসনিয়ান ভাষায় অনর্গল কথা বলতে পারেন।
মার্টিনা রাষ্ট্রদূত হিসেবে শপথ নেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে ভিক্টোরিয়া নুল্যান্ড এক টুইটে বলেন, ‘কমিউনিস্ট চেকোস্লোভাকিয়ায় তাঁর শৈশব কাটিয়ে তিনি মাত্র ১৪ বছর বয়সে টেক্সাসের ফোর্ট ওয়ার্থে নতুন জীবন শুরু করেন। তিনি এখন একজন রাষ্ট্রদূত। আমরা আশা করি, রাষ্ট্রদূত হিসেবে তিনি আমাদের জাতির প্রতিনিধিত্ব করবেন এবং যুক্তরাষ্ট্রের স্বপ্নকে এগিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতে দুর্দান্তভাবে কাজ করবেন।’
প্রায় দুই বছর বিরতির পর সংযুক্ত আরব আমিরাতে আবারও রাষ্ট্রদূত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ২০২১ সালের পর এই প্রথম দেশটিতে মার্কিন রাষ্ট্রদূত আসতে যাচ্ছেন। এরই মধ্যে গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন মার্টিনা স্ট্রং। রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত ডেপুটি সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড, নিকট প্রাচ্যবিষয়ক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বারবারা লিফ এবং অন্যান্য সহকর্মীদের উপস্থিতিতে শপথ গ্রহণ করেন। প্রায় এক বছর আগে মার্টিনাকে এই পদের জন্য বাছাই করা হলেও তিনি কেবল গত শুক্রবারেই শপথ নিলেন।
পেশাদার এই কূটনীতিবিদ এর আগে সৌদি আরবে মার্কিন দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন করেছেন। মার্টিনা আরব আমিরাতে জন রাকোলটার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। জন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত ছিলেন।
এর বাইরেও মার্টিনা বুলগেরিয়া, ইরাক, চেক রিপাবলিক ও বারবাডোজে মার্কিন দূতাবাসে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি আরবি, চেক, পোলিশ, ফ্রেঞ্চ, জার্মান ও বসনিয়ান ভাষায় অনর্গল কথা বলতে পারেন।
মার্টিনা রাষ্ট্রদূত হিসেবে শপথ নেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে ভিক্টোরিয়া নুল্যান্ড এক টুইটে বলেন, ‘কমিউনিস্ট চেকোস্লোভাকিয়ায় তাঁর শৈশব কাটিয়ে তিনি মাত্র ১৪ বছর বয়সে টেক্সাসের ফোর্ট ওয়ার্থে নতুন জীবন শুরু করেন। তিনি এখন একজন রাষ্ট্রদূত। আমরা আশা করি, রাষ্ট্রদূত হিসেবে তিনি আমাদের জাতির প্রতিনিধিত্ব করবেন এবং যুক্তরাষ্ট্রের স্বপ্নকে এগিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতে দুর্দান্তভাবে কাজ করবেন।’
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
৬ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
৭ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
১০ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
১১ ঘণ্টা আগে