Ajker Patrika

আবারও সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত পাঠাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২: ২৮
আবারও সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত পাঠাল যুক্তরাষ্ট্র

প্রায় দুই বছর বিরতির পর সংযুক্ত আরব আমিরাতে আবারও রাষ্ট্রদূত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ২০২১ সালের পর এই প্রথম দেশটিতে মার্কিন রাষ্ট্রদূত আসতে যাচ্ছেন। এরই মধ্যে গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন মার্টিনা স্ট্রং। রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত ডেপুটি সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড, নিকট প্রাচ্যবিষয়ক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বারবারা লিফ এবং অন্যান্য সহকর্মীদের উপস্থিতিতে শপথ গ্রহণ করেন। প্রায় এক বছর আগে মার্টিনাকে এই পদের জন্য বাছাই করা হলেও তিনি কেবল গত শুক্রবারেই শপথ নিলেন। 

পেশাদার এই কূটনীতিবিদ এর আগে সৌদি আরবে মার্কিন দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন করেছেন। মার্টিনা আরব আমিরাতে জন রাকোলটার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। জন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত ছিলেন। 

এর বাইরেও মার্টিনা বুলগেরিয়া, ইরাক, চেক রিপাবলিক ও বারবাডোজে মার্কিন দূতাবাসে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি আরবি, চেক, পোলিশ, ফ্রেঞ্চ, জার্মান ও বসনিয়ান ভাষায় অনর্গল কথা বলতে পারেন। 

মার্টিনা রাষ্ট্রদূত হিসেবে শপথ নেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে ভিক্টোরিয়া নুল্যান্ড এক টুইটে বলেন, ‘কমিউনিস্ট চেকোস্লোভাকিয়ায় তাঁর শৈশব কাটিয়ে তিনি মাত্র ১৪ বছর বয়সে টেক্সাসের ফোর্ট ওয়ার্থে নতুন জীবন শুরু করেন। তিনি এখন একজন রাষ্ট্রদূত। আমরা আশা করি, রাষ্ট্রদূত হিসেবে তিনি আমাদের জাতির প্রতিনিধিত্ব করবেন এবং যুক্তরাষ্ট্রের স্বপ্নকে এগিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতে দুর্দান্তভাবে কাজ করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত