বিশ্বের প্রথম দেশে হিসেবে বিট কয়েনকে বৈধতা দিল এল সালভাদর

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২১, ২২: ৫৩

ঢাকা: বিশ্বের প্রথম দেশ হিসেবে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনকে বৈধতা দিল মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। স্থানীয় সময় আজ বুধবার দেশটির কংগ্রেসে এ নিয়ে একটি প্রস্তাব পাস হয়। এর আগে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেল বিটকয়েনের বৈধতার প্রস্তাব কংগ্রেস উত্থাপন করেছিল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এল সালভেদরের কংগ্রেসে বিটকয়েন বৈধতার ইস্যুতে ৮৪টি ভোট পড়ে। এর মধ্যে ৬২টি জন আইন প্রণেতা বিটকয়েন বৈধতার পক্ষে ভোট দেন।

বিটকয়েনকে বৈধতা দেওয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে এল সালভেদরের সম্পর্কে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বিটকয়েন নিয়ে এর আগে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেল বলেছিলেন, এর মাধ্যমে কর্মসংস্থান বাড়বে, দেশের অর্থনীতির বাইরে থেকে যাওয়া হাজারো মানুষকে আর্থিকভাবে সংযুক্ত করা যাবে। এর মাধ্যমে দেশটিতে বিনিয়োগ বাড়বে বলেও আশা করছেন নায়িব বুকেল।

জানা গেছে, দেশটির শতকরা ৭০ ভাগ মানুষেরই ব্যাংক অ্যাকাউন্ট নেই। বিট কয়েনকে বৈধতা দিয়ে তাঁদেরকেই অর্থনীতিতে যুক্ত করতে চাইছেন প্রেসিডেন্ট বুকেলে।

এল সালভাদরের বিটকয়েন আইন অনুযায়ী, দেশটিতে কোনো পণ্য অথবা সেবা ক্রয় করার জন্য বিটকয়েন ব্যবহার করা যাবে। এ ছাড়া করও বিটকয়েনের মাধ্যমে আদায় করা যাবে। আগামী ৯০ দিনের মধ্যে এই আইন কার্যকর হবে।

বিটকয়েন একধরণের ভার্চুয়াল সম্পদ, সত্যিকারের অর্থনীতির সাথে যার সরাসরি কোন যুক্ততা নেই। গত কয়েকবছরে এই মুদ্রার দরে বড় ধরণের ওঠানামা হয়েছে। বর্তমানে বিশ্বের অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকই নিজস্ব ডিজিটাল মুদ্রা চালুর সম্ভাব্যতা খতিয়ে দেখছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত