Ajker Patrika

ডেমোক্র্যাটদের হাতেই থাকছে সিনেটের নিয়ন্ত্রণ

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০৯: ৫৯
ডেমোক্র্যাটদের হাতেই থাকছে সিনেটের নিয়ন্ত্রণ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নেভাদায় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্তো তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী অ্যাডাম ল্যাক্সাল্টের বিরুদ্ধে জয় নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ থাকছে ডেমোক্র্যাটদের হাতেই।

বিবিসির খবরে বলা হয়, সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১টি আসন। সবশেষ ফলাফলে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে ৫০টি আসন, আর রিপাবলিকানদের ৪৯টি।

তবে মধ্যবর্তী নির্বাচনের চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ৬ ডিসেম্বর পর্যন্ত। কারণ জর্জিয়া অঙ্গরাজ্যে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় রান-অফ বা পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জর্জিয়ায় রিপাবলিকান প্রার্থী জিতলেও সিনেট ডেমোক্র্যাটদের হাতেই থাকবে। কারণ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘কাস্টিং ভোট’ নিয়ে একটি অতিরিক্ত আসন পাবে ডেমোক্র্যাটরা।

এদিকে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি রয়েছে। প্রতিনিধি পরিষদে ৪৩৫ আসনের মধ্যে এখন পর্যন্ত রিপাবলিকানরা পেয়েছে ২১১টি আর ডেমোক্র্যাটরা ২০৪টি। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন হয় ২১৮টি আসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত