অনলাইন ডেস্ক
কানাডার শিখ সম্প্রদায়ের অন্যতম নেতা ও দেশটির নাগরিক হরদীপ সিং নিজার হত্যার তদন্তে দেশটিকে গোয়েন্দা পর্যায়ে ‘নিবিড় সহযোগিতা’ করছে যুক্তরাষ্ট্র। কানাডার সরকারের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।
রয়টার্সকে কানাডীয় সরকারের সূত্র জানিয়েছে, ‘এই ইস্যুতে যুক্তরাষ্ট্র গোয়েন্দা পর্যায়ে আমাদের নিবিড়ভাবে সহযোগিতা করছে। দুই দেশের গোয়েন্দারা ইতিমধ্যে কাজও শুরু করেছে।’
প্রসঙ্গত, ভূরাজনীতিতে ভারত ও কানাডা—উভয়ই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ও অংশীদার। দুই কৌশলগত মিত্রের মধ্যে টানাপোড়েন স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তিকর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তা স্বীকারও করেছেন।
রয়টার্সকে এ সম্পর্কে ওই কর্মকর্তা বলেন, ‘কানাডার সরকারের সঙ্গে আমরা নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছি। আমাদের কানাডীয় সহকর্মীরা সম্প্রতি যে অভিযোগ এনেছেন, তাতে সত্যিই আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মনে করছি, এ ব্যাপারে একটি পরিপূর্ণ ও মুক্ত তদন্ত হওয়া প্রয়োজন এবং এতে ভারতের সরকারেরও সহযোগিতা করা উচিত।’
তবে এই ইস্যুতে ভারতের সরকারের তরফ থেকে কোনো প্রকার সহযোগিতার আশা তেমনভাবে করছে না কানাডা। ট্রুডোর সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রোনাল্ড প্যারিস বলেন, ‘বর্তমানে দুই দেশের যে সম্পর্ক, তাতে এই ইস্যুতে কানাডাকে সহায়তা করা ভারতের জন্য খুবই কঠিন হবে বলে আমার মনে হচ্ছে।’
শিখ সম্প্রদায়ের নেতা হরদীপ শিখদের জন্য একটি পৃথক খালিস্তানি রাষ্ট্র গঠনের সংগঠক ছিলেন। ১৯৮০-এর দশকে খালিস্তান আন্দোলন গণমাধ্যমে আসলেও শিখ এবং পাঞ্জাবের সার্বভৌমত্বের দাবির সূচনা হয় সেই ’৪৭-এর দেশভাগের সময়।
কিন্তু ভারতে শিখদের এই আন্দোলনকে দমন করা হয়। শিখ সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়া হয়। ভারতী সরকার হরদীপের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনে এবং তাঁকে ধরিয়ে দিতে পারলে পুরস্কারও ঘোষণা করে। ফলে ১৯৯৭ সালে কানাডায় পাড়ি জমান তিনি। সর্বশেষ কানাডার গোয়েন্দা সংস্থা তাঁকে হত্যার হুমকির বিষয়ে সতর্ক করলেও দুষ্কৃতকারীদের হাত থেকে রক্ষা পাননি।
খালিস্তান টাইগার ফোর্সের সঙ্গে কথিত যোগসূত্রের জন্য ২০২০ সালে হরদীপ সিংকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করে ভারত সরকার। তাঁর সমর্থকদের দাবি, খালিস্তান আন্দোলনে যুক্ত হওয়ার জন্য আগেও বহুবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল হরদীপ সিংকে।
ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন বলেছে, হরদীপ সিং নিজার নিজেই হত্যার ষড়যন্ত্রের বিষয়ে গত গ্রীষ্মে কানাডার গোয়েন্দা সংস্থাকে জানিয়েছিলেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, মৃত্যুর আগে একটি স্বাধীন শিখ রাষ্ট্র গঠনে ভারতে বেসরকারি গণভোট আয়োজনে কাজ করছিলেন হরদীপ সিং নিজার।
একাধিক সূত্র কানাডার গ্লোবাল নিউজকে জানায়, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে হরদীপকে হত্যার আগে বারবার হুমকি দেওয়া হয়েছিল। বার্নাবির স্পাইস রেডিও ১২০০-এএমের সঙ্গে গত ১৮ মে একটি সাক্ষাৎকারেও হরদীপ এ বিষয়ে কথা বলেছিলেন।
এরপরই গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় একটি শিখ উপাসনালয়ের বাইরে গুলি করে হত্যা করা হয় নিজারকে। ভ্যাঙ্কুভার থেকে ৩০ কিলোমিটার পূর্বে সারে শহরে গুরু নানক শিখ গুরুদুয়ারার গাড়ি পার্কিংয়ে নিজের গাড়িতে বসা নিজারকে গুলি করে হত্যা করে মুখোশ পরা দুই বন্দুকধারী।
সম্প্রতি জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিষয়টি উত্থাপন করেন ট্রুডো। এরই ধারাবাহিকতায় গত সোমবার হাউস অব কমনসে বক্তৃতার সময় ট্রুডো বলেন, ‘কানাডার মাটিতে একজন কানাডীয় নাগরিককে হত্যার সঙ্গে বিদেশি সরকারের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এটি আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন, যা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এমন ঘটনা মুক্ত, স্বাধীন ও গণতান্ত্রিক সমাজের পরিপন্থী।’
হরদীপের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু কানাডার শিখ সম্প্রদায়কে গভীরভাবে শোকাহত করেছে। গত সপ্তাহে তাঁর শেষকৃত্যে হাজারো সমর্থকেরা এসেছিল। গতকাল সোমবার ট্রুডোর বক্তব্যর পর তাঁরা ভারতের কনস্যুলেট অফিসের সামনে বিক্ষোভও করেছেন।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) কানাডিয়ান শাখার প্রধান পবন কুমার রাইকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে অনেকটা ট্রুডোর বক্তব্যরই পুনরাবৃত্তি করেছেন।
কানাডার জননিরাপত্তামন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক অটোয়ায় সাংবাদিকদের বলেছেন, কুইবেক কোর্ট অব আপিলের বিচারপতি মেরি-জোসি হোগ এই ঘটনায় তদন্তের নেতৃত্ব দিচ্ছেন। তিনি প্রাপ্ত আলামত অনুযায়ীই কাজ করবেন। এখানে নতুন উত্থাপিত গোয়েন্দা তথ্য অন্তর্ভুক্ত করা হবে।
এদিকে এক বিবৃতিতে ‘শিখস ফর জাস্টিস’ কানাডায় ভারতীয় হাইকমিশনার সঞ্জয় ভার্মাকে বহিষ্কারের জন্য ট্রুডোকে অনুরোধ করেছে। এ মানবাধিকার সংগঠন খালিস্তানকে সমর্থন করে। এ বিষয়ে অটোয়াতে অবস্থিত ভারতীয় কনস্যুলেট মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
কানাডার শিখ সম্প্রদায়ের অন্যতম নেতা ও দেশটির নাগরিক হরদীপ সিং নিজার হত্যার তদন্তে দেশটিকে গোয়েন্দা পর্যায়ে ‘নিবিড় সহযোগিতা’ করছে যুক্তরাষ্ট্র। কানাডার সরকারের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।
রয়টার্সকে কানাডীয় সরকারের সূত্র জানিয়েছে, ‘এই ইস্যুতে যুক্তরাষ্ট্র গোয়েন্দা পর্যায়ে আমাদের নিবিড়ভাবে সহযোগিতা করছে। দুই দেশের গোয়েন্দারা ইতিমধ্যে কাজও শুরু করেছে।’
প্রসঙ্গত, ভূরাজনীতিতে ভারত ও কানাডা—উভয়ই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ও অংশীদার। দুই কৌশলগত মিত্রের মধ্যে টানাপোড়েন স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তিকর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তা স্বীকারও করেছেন।
রয়টার্সকে এ সম্পর্কে ওই কর্মকর্তা বলেন, ‘কানাডার সরকারের সঙ্গে আমরা নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছি। আমাদের কানাডীয় সহকর্মীরা সম্প্রতি যে অভিযোগ এনেছেন, তাতে সত্যিই আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মনে করছি, এ ব্যাপারে একটি পরিপূর্ণ ও মুক্ত তদন্ত হওয়া প্রয়োজন এবং এতে ভারতের সরকারেরও সহযোগিতা করা উচিত।’
তবে এই ইস্যুতে ভারতের সরকারের তরফ থেকে কোনো প্রকার সহযোগিতার আশা তেমনভাবে করছে না কানাডা। ট্রুডোর সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রোনাল্ড প্যারিস বলেন, ‘বর্তমানে দুই দেশের যে সম্পর্ক, তাতে এই ইস্যুতে কানাডাকে সহায়তা করা ভারতের জন্য খুবই কঠিন হবে বলে আমার মনে হচ্ছে।’
শিখ সম্প্রদায়ের নেতা হরদীপ শিখদের জন্য একটি পৃথক খালিস্তানি রাষ্ট্র গঠনের সংগঠক ছিলেন। ১৯৮০-এর দশকে খালিস্তান আন্দোলন গণমাধ্যমে আসলেও শিখ এবং পাঞ্জাবের সার্বভৌমত্বের দাবির সূচনা হয় সেই ’৪৭-এর দেশভাগের সময়।
কিন্তু ভারতে শিখদের এই আন্দোলনকে দমন করা হয়। শিখ সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়া হয়। ভারতী সরকার হরদীপের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনে এবং তাঁকে ধরিয়ে দিতে পারলে পুরস্কারও ঘোষণা করে। ফলে ১৯৯৭ সালে কানাডায় পাড়ি জমান তিনি। সর্বশেষ কানাডার গোয়েন্দা সংস্থা তাঁকে হত্যার হুমকির বিষয়ে সতর্ক করলেও দুষ্কৃতকারীদের হাত থেকে রক্ষা পাননি।
খালিস্তান টাইগার ফোর্সের সঙ্গে কথিত যোগসূত্রের জন্য ২০২০ সালে হরদীপ সিংকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করে ভারত সরকার। তাঁর সমর্থকদের দাবি, খালিস্তান আন্দোলনে যুক্ত হওয়ার জন্য আগেও বহুবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল হরদীপ সিংকে।
ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন বলেছে, হরদীপ সিং নিজার নিজেই হত্যার ষড়যন্ত্রের বিষয়ে গত গ্রীষ্মে কানাডার গোয়েন্দা সংস্থাকে জানিয়েছিলেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, মৃত্যুর আগে একটি স্বাধীন শিখ রাষ্ট্র গঠনে ভারতে বেসরকারি গণভোট আয়োজনে কাজ করছিলেন হরদীপ সিং নিজার।
একাধিক সূত্র কানাডার গ্লোবাল নিউজকে জানায়, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে হরদীপকে হত্যার আগে বারবার হুমকি দেওয়া হয়েছিল। বার্নাবির স্পাইস রেডিও ১২০০-এএমের সঙ্গে গত ১৮ মে একটি সাক্ষাৎকারেও হরদীপ এ বিষয়ে কথা বলেছিলেন।
এরপরই গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় একটি শিখ উপাসনালয়ের বাইরে গুলি করে হত্যা করা হয় নিজারকে। ভ্যাঙ্কুভার থেকে ৩০ কিলোমিটার পূর্বে সারে শহরে গুরু নানক শিখ গুরুদুয়ারার গাড়ি পার্কিংয়ে নিজের গাড়িতে বসা নিজারকে গুলি করে হত্যা করে মুখোশ পরা দুই বন্দুকধারী।
সম্প্রতি জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিষয়টি উত্থাপন করেন ট্রুডো। এরই ধারাবাহিকতায় গত সোমবার হাউস অব কমনসে বক্তৃতার সময় ট্রুডো বলেন, ‘কানাডার মাটিতে একজন কানাডীয় নাগরিককে হত্যার সঙ্গে বিদেশি সরকারের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এটি আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন, যা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এমন ঘটনা মুক্ত, স্বাধীন ও গণতান্ত্রিক সমাজের পরিপন্থী।’
হরদীপের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু কানাডার শিখ সম্প্রদায়কে গভীরভাবে শোকাহত করেছে। গত সপ্তাহে তাঁর শেষকৃত্যে হাজারো সমর্থকেরা এসেছিল। গতকাল সোমবার ট্রুডোর বক্তব্যর পর তাঁরা ভারতের কনস্যুলেট অফিসের সামনে বিক্ষোভও করেছেন।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) কানাডিয়ান শাখার প্রধান পবন কুমার রাইকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে অনেকটা ট্রুডোর বক্তব্যরই পুনরাবৃত্তি করেছেন।
কানাডার জননিরাপত্তামন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক অটোয়ায় সাংবাদিকদের বলেছেন, কুইবেক কোর্ট অব আপিলের বিচারপতি মেরি-জোসি হোগ এই ঘটনায় তদন্তের নেতৃত্ব দিচ্ছেন। তিনি প্রাপ্ত আলামত অনুযায়ীই কাজ করবেন। এখানে নতুন উত্থাপিত গোয়েন্দা তথ্য অন্তর্ভুক্ত করা হবে।
এদিকে এক বিবৃতিতে ‘শিখস ফর জাস্টিস’ কানাডায় ভারতীয় হাইকমিশনার সঞ্জয় ভার্মাকে বহিষ্কারের জন্য ট্রুডোকে অনুরোধ করেছে। এ মানবাধিকার সংগঠন খালিস্তানকে সমর্থন করে। এ বিষয়ে অটোয়াতে অবস্থিত ভারতীয় কনস্যুলেট মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
১০ মিনিট আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
১৪ মিনিট আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৪ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে