যুক্তরাষ্ট্রে চীনা পুলিশের ‘গোপন স্টেশন’ পরিচালনার অভিযোগে গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩, ১৫: ০৫
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৫: ৩১

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চীনের ‘গোপন পুলিশ স্টেশন’ পরিচালনার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্টেশনটি যুক্তরাষ্ট্রে বসবাসকারী চীনা ভিন্নমতাবলম্বীদের ওপর নজরদারি করতে ব্যবহার করা হতো বলে জানিয়েছে মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, সোমবার গ্রেপ্তার হওয়া লু জিয়ানওয়াং (৬১) ও চেন জিনপিং (৫৯) নিউইয়র্কের বাসিন্দা। চীনের ফুজিয়ান প্রদেশে একটি এনজিও পরিচালনা করেন তাঁরা। লু ও চেনের বিরুদ্ধে চীন সরকারের গোয়েন্দা হিসেবে কাজ করার ষড়যন্ত্র ও বিচারে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) ব্রুকলিনের ফেডারেল আদালতে তাঁদের হাজির করা হয়েছিল। 

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে না জানিয়ে ২০২২ সালের শুরুতে ম্যানহাটনের চায়না টাউনে স্থাপন করা স্টেশনটি ওই বছরই বন্ধ হয়ে যায়। চীনের গণতন্ত্রপন্থী কর্মী এবং বিশ্বজুড়ে অন্যান্য রাজনৈতিক বিরোধীদের দমন অভিযানের অংশ হিসেবে এ ধরনের স্টেশন পরিচালনা করে বেইজিং। 

ব্রুকলিনের শীর্ষ ফেডারেল আইন কর্মকর্তা ব্রেয়ন পিস সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের ওপর চীন সরকারের নিপীড়ন আমরা বরদাশত করব না।’ 
 
সোমবার মার্কিন আইন কর্মকর্তারা ভিন্নমতাবলম্বীদের অনলাইনে হয়রানি করার উদ্দেশ্যে কথিত ‘ট্রল ফার্ম’ পরিচালনার জন্য চীনের ৩৪ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। তাঁরা মার্কিন প্রযুক্তি প্ল্যাটফর্মে ভিন্নমতাবলম্বীদের বিভিন্নভাবে হয়রানি করতেন বলে অভিযোগ করা হয়েছে। এর পাশাপাশি আরেক ঘটনায় আট চীনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে ওই কর্মকর্তাদের কাউকেই আটক করা যায়নি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত