বৈশ্বিক-আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক জরুরি: বাইডেন

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৪৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পাকিস্তান ও তাঁর দেশের মধ্যে একটি স্থায়ী সম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য জরুরি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ বাইডেনের সরকারি অতিথি ভবন ব্লেয়ার হাউসে তাঁর প্রত্যয়নপত্র জমা দিতে গেলে বাইডেন এই মন্তব্য করেন। 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুসারে, গত বুধবার রিজওয়ান সাঈদ শেখ ব্লেয়ার হাউসে যান তাঁর লেটার অব ক্রেডেন্স বা প্রত্যয়নপত্র জমা দিতে যান। এ সময় শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিজওয়ান যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের ৩০ তম রাষ্ট্রদূত। 

বাইডেন বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে স্থায়ী অংশীদারত্ব বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।’ এ সময় তিনি জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা হুমকি এবং স্বাস্থ্য সমস্যাগুলোর মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করার জন্য মার্কিন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সন্ত্রাসবাদ মোকাবিলায় মার্কিন-পাকিস্তান সহযোগিতারও প্রশংসা করেন এবং নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর জোর দেন। 

এর আগে, পাকিস্তানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সহযোগিতা করার অভিযোগ এনে বেশ কয়েকটি চীনা গবেষণা প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহের বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্ট এই নিষেধাজ্ঞা আরোপ করে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক থাকার পরও এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ থেকে যুক্তরাষ্ট্রকে কেউ ঠেকাতে পারবে না। 

এ বিষয়ে এ ধরনে মার্কিন নিষেধাজ্ঞা অবশ্য এই প্রথম নয়। এর আগে, ২০২৩ সালের অক্টোবরে পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম দিয়ে সহযোগিতা করার অভিযোগ এনে তিন চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত