অনলাইন ডেস্ক
ধর্ষণের অভিযোগ অস্বীকার করে মার্কিন লেখিকা ই জিন ক্যারলের মানহানি করায় তাঁকে ৮৩ দশমিক ৩ মিলিয়ন বা ৮ কোটি ৩৩ লাখ ডলার জরিমানা দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের একটি আদালত সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এই আদেশ দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
টানা পাঁচ দিন ধরে এই মামলার শুনানি চলেছে। শুনানি শেষে ম্যানহাটনের ফেডারেল আদালত রায়ে পৌঁছাতে মাত্র তিন ঘণ্টা সময় নেন। এই মামলায় ই জিন ক্যারল ন্যূনতম ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছিলেন। কিন্তু আদালত তার ৮ গুণেরও বেশি অর্থ জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্পকে। তবে ট্রাম্পের আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।
আদালতের রায়ের পর এক প্রতিক্রিয়ায় ই জিন ক্যারল এক বিবৃতিতে বলেছেন, ‘এটি প্রত্যেক নারীর জন্য একটি মহান বিজয়, যা তাঁদের আঘাতের পরও উঠে দাঁড়ানোর সাহস জোগাবে।’ তিনি আরও বলেন, ‘এই রায় প্রত্যেক ধর্ষক এবং যারা নারীদের নিচু চোখে দেখার চেষ্টা করে তাদের জন্য এক বিশাল পরাজয়।’
এলি ম্যাগাজিনের সাবেক এই কলামিস্ট ২০১৯ সালের নভেম্বরে ট্রাম্পের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন। ক্যারল অভিযোগ করেন, ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছেন এই অভিযোগ অস্বীকারের মাধ্যমে তাঁর মানহানি করেছেন। সেই মামলায় ক্যারল ন্যূনতম ১০ মিলিয়ন বা ১ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছিলেন।
মামলায় ক্যারল আরও অভিযোগ করেন, ১৯৯৬ সালে ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্টাল স্টোর ড্রেসিং রুমে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। ২০১৯ সালে এই মামলা দায়ের করা হলেও তাঁর বিরুদ্ধে কার্যক্রম চালানো যায়নি। কারণ সে সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেব দায়মুক্তির সুবিধা পাচ্ছিলেন।
পরে ২০২৩ সালের এপ্রিলে তাঁর বিরুদ্ধে দায়ের করা এই মামলার কার্যক্রম শুরু হয়। পরে সেপ্টেম্বরে ই জিন ক্যারলের মামলায় ট্রাম্পকে ধর্ষণকারী বলে আখ্যা দেন আদালত। পাশাপাশি ট্রাম্পকে অর্থদণ্ড দিতে হবে বলেও জানিয়েছেন। তবে জরিমানার পরিমাণ তখনো নির্ধারণ করা হয়নি। অবশেষে সেই বিষয়ে চূড়ান্ত রায় দেওয়া হলো।
ধর্ষণের অভিযোগ অস্বীকার করে মার্কিন লেখিকা ই জিন ক্যারলের মানহানি করায় তাঁকে ৮৩ দশমিক ৩ মিলিয়ন বা ৮ কোটি ৩৩ লাখ ডলার জরিমানা দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের একটি আদালত সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এই আদেশ দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
টানা পাঁচ দিন ধরে এই মামলার শুনানি চলেছে। শুনানি শেষে ম্যানহাটনের ফেডারেল আদালত রায়ে পৌঁছাতে মাত্র তিন ঘণ্টা সময় নেন। এই মামলায় ই জিন ক্যারল ন্যূনতম ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছিলেন। কিন্তু আদালত তার ৮ গুণেরও বেশি অর্থ জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্পকে। তবে ট্রাম্পের আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।
আদালতের রায়ের পর এক প্রতিক্রিয়ায় ই জিন ক্যারল এক বিবৃতিতে বলেছেন, ‘এটি প্রত্যেক নারীর জন্য একটি মহান বিজয়, যা তাঁদের আঘাতের পরও উঠে দাঁড়ানোর সাহস জোগাবে।’ তিনি আরও বলেন, ‘এই রায় প্রত্যেক ধর্ষক এবং যারা নারীদের নিচু চোখে দেখার চেষ্টা করে তাদের জন্য এক বিশাল পরাজয়।’
এলি ম্যাগাজিনের সাবেক এই কলামিস্ট ২০১৯ সালের নভেম্বরে ট্রাম্পের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন। ক্যারল অভিযোগ করেন, ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছেন এই অভিযোগ অস্বীকারের মাধ্যমে তাঁর মানহানি করেছেন। সেই মামলায় ক্যারল ন্যূনতম ১০ মিলিয়ন বা ১ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছিলেন।
মামলায় ক্যারল আরও অভিযোগ করেন, ১৯৯৬ সালে ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্টাল স্টোর ড্রেসিং রুমে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। ২০১৯ সালে এই মামলা দায়ের করা হলেও তাঁর বিরুদ্ধে কার্যক্রম চালানো যায়নি। কারণ সে সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেব দায়মুক্তির সুবিধা পাচ্ছিলেন।
পরে ২০২৩ সালের এপ্রিলে তাঁর বিরুদ্ধে দায়ের করা এই মামলার কার্যক্রম শুরু হয়। পরে সেপ্টেম্বরে ই জিন ক্যারলের মামলায় ট্রাম্পকে ধর্ষণকারী বলে আখ্যা দেন আদালত। পাশাপাশি ট্রাম্পকে অর্থদণ্ড দিতে হবে বলেও জানিয়েছেন। তবে জরিমানার পরিমাণ তখনো নির্ধারণ করা হয়নি। অবশেষে সেই বিষয়ে চূড়ান্ত রায় দেওয়া হলো।
ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
৬ মিনিট আগেট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়ার পরপরই যৌন কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সরে দাঁড়াতে হলো ম্যাট গেটজকে। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরোনো মিত্র পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প।
১ ঘণ্টা আগেকংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১৫ ঘণ্টা আগে