ট্রাম্পের ওপর হামলায় যে রাইফেল ব্যবহার করেছিলেন ক্রুকস 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১১: ২৯
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১২: ২৬

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সভায় বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে যায়। এই কাণ্ডে নিহত বন্দুকধারী থমাস ক্রুসক ট্রাম্পের ওপর হামলা চালানোর জন্য একটি রাইফেল ব্যবহার করেছিলেন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, থমাস ক্রুকস ট্রাম্পের ওপর হামলায় এআর-১৫ স্টাইল-৫৫৬ মডেলের রাইফেল ব্যবহার করেছিলেন। অস্ত্রটি সেমি অটোমেটিক লাইটওয়েট রাইফেল ক্যাটাগরির। রাইফেলটির নির্মাতা প্রতিষ্ঠান কোল্ট’স ম্যানুফ্যাকচারিং কোম্পানি। 

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কর্মকর্তারা জানিয়েছেন, থমাস ক্রুকস যে এআর-স্টাইল-৫৫৬ রাইফেল ব্যবহার করেছিলেন, সেটি বৈধভাবেই কেনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ক্রুকসের বাবা রাইফেলটি কিনেছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তির গাড়িতে একটি ‘সন্দেহজনক ডিভাইস’ পাওয়া গেছে। পরে সেটিকে বোমা বিশেষজ্ঞরা পরিদর্শন করেন এবং নিরাপদে সরিয়ে নেন। 

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটার তালিকা থেকে দেখা গেছে, ক্রুকস একজন নিবন্ধিত রিপাবলিকান। আসন্ন ৫ নভেম্বরের নির্বাচনটিতে প্রথমবারের মতো ভোট দেওয়ার যোগ্য ছিলেন তিনি। ট্রাম্পের ওপর গুলি করার স্থান থেকে ক্রুকস প্রায় এক ঘণ্টা দূরের বেথেল পার্ক এলাকায় বসবাস করতেন। ২০২১ সালের ফেডারেল নির্বাচন কমিশনের ফাইলিং অনুসারে, ক্রুকস যখন ১৭ বছর বয়সী ছিলেন সে সময় তিনি ডেমোক্রেটিক পার্টির প্রচারণা সহযোগী অ্যাক্টব্লুকে ১৫ ডলার দান করেছিলেন। 

এদিকে ক্রুকসের বাবা ৫৩ বছর বয়সী ম্যাথিউ ক্রুকস সিএনএনকে বলেছেন, কী ঘটেছে তিনি তা বোঝার চেষ্টা করছেন। আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কথা বলার পরই তিনি ছেলের বিষয়ে কথা বলবেন। পিটসবার্গ ট্রিবিউন-রিভিউ অনুসারে, থমাস ক্রুকস বেথেল পার্ক হাইস্কুল থেকে ২০২২ সালে স্নাতক হন। তিনি ‘জাতীয় গণিত ও বিজ্ঞান উদ্যোগের’ পক্ষ থেকে ৫০০ ডলারের ‘তারকা পুরস্কার’ পেয়েছিলেন। 

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অনুষ্ঠিত একটি স্নাতক অনুষ্ঠানের ভিডিওতে দেখা গেছে, ক্রুকস তাঁর হাইস্কুল ডিপ্লোমা গ্রহণ করছেন। অনলাইনে পোস্ট করা সেই অনুষ্ঠানের ভিডিওতে কালো গ্র্যাজুয়েশন গাউনে চশমা পরা ক্রুকসকে দেখা যাচ্ছে। এ সময় তিনি স্কুলের কর্মকর্তাদের সঙ্গে পোজ দিচ্ছিলেন। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। 

আইন প্রয়োগকারীৎ সংস্থাগুলোর মধ্যে এফবিআইয়ের বিশেষ এজেন্ট কেভিন রোজেক বলেছেন, ‘আমরা এখন ফটোগ্রাফগুলো দেখছি এবং আমরা তার ডিএনএ এবং বায়োমেট্রিক জানার চেষ্টা করছি।’ 

ইউএসএ টুডে জানিয়েছে, ক্রুকসের ভোটার নিবন্ধন রেকর্ডে যে ঠিকানা দেওয়া আছে, সেই বাসভবনের বাইরে আইন প্রয়োগকারী সংস্থার কয়েক ডজন যানবাহন অবস্থান করছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, উপস্থিত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক ব্যুরোর এজেন্টরা ছাড়াও বোমা বিশেষজ্ঞরাও ছিলেন। বাড়িটিকে পুলিশের সতর্কীকরণ হলুদ টেপ দিয়ে ঘিরে রাখা হয়েছে। 

রয়টার্স তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য মাধ্যমে ক্রুকসের মতামত যাচাই করতে পারেনি। ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা প্ল্যাটফর্মগুলো থেকে সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোনো অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে কি না, সেই প্রশ্নেরও উত্তর পাওয়া যায়নি।

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা সম্পর্কিত আরও খবর পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত