অনলাইন ডেস্ক
হ্যারি স্মিথের বয়স ৮১ বছর। বার্ধক্য এবং নানাবিধ রোগের কারণে এখন আর তিনি পায়ে হাঁটতে পারেন না। চলাচলের জন্য তাঁকে এখন ব্যবহার করতে হয় বৈদ্যুতিক হুইলচেয়ার।
প্রতিদিন সেই হুইলচেয়ারে করেই তাঁর একটি পোষা কুকুর সারাহর সঙ্গে দিনে দুবার বাইরে ঘুরতে বের হন। প্রতিদিনের মতোই সম্প্রতি তিনি ঘুরতে বের হন বাড়ির পার্শ্ববর্তী একটি লেকের পাশে। কিন্তু হঠাৎ করেই তিনি হুইলচেয়ারের নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে পড়ে যান।
এ সময় তাঁর সঙ্গে থাকা কুকুরটি মনিবকে বাঁচানোর জন্য চিৎকার শুরু করে। এরপর সারাহর চিৎকারে পাশে থাকা লোকজন এবং স্থানীয় পুলিশ এসে স্মিথকে উদ্ধার করে।
এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের সেন্ট লুসিয়ায়। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
পোর্ট সেন্ট লুসিয়া পুলিশের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, হ্যারি স্মিথ তাঁর হুইলচেয়ারের নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ে গিয়ে গলা পর্যন্ত ডুবে যান। কারণ তিনি সাঁতার কাটতে পারছিলেন না। তাঁর কুকুরের চিৎকারে পাশে থাকা দুই পথচারী প্রথমে ভেবেছিলেন কুকুরটি হয়তো কুমিরের সঙ্গে লড়ছে। কিন্তু পরে তারা গিয়ে দেখেন, স্মিথ পানিতে পড়ে গেছেন। এ সময় তারা পাশে থাকা পুলিশকে জানান। এরপরই পুলিশ এবং ওই পথচারীরা মিলে স্মিথকে উদ্ধার করেন।
স্মিথ বলেন, কুকুরটি তার অনেক প্রিয়। নিয়মিত তিনি তার সঙ্গে ঘুরতে বের হন। তাঁর কুকুর সারাহ হলো ‘হিরো’।
হ্যারি স্মিথের বয়স ৮১ বছর। বার্ধক্য এবং নানাবিধ রোগের কারণে এখন আর তিনি পায়ে হাঁটতে পারেন না। চলাচলের জন্য তাঁকে এখন ব্যবহার করতে হয় বৈদ্যুতিক হুইলচেয়ার।
প্রতিদিন সেই হুইলচেয়ারে করেই তাঁর একটি পোষা কুকুর সারাহর সঙ্গে দিনে দুবার বাইরে ঘুরতে বের হন। প্রতিদিনের মতোই সম্প্রতি তিনি ঘুরতে বের হন বাড়ির পার্শ্ববর্তী একটি লেকের পাশে। কিন্তু হঠাৎ করেই তিনি হুইলচেয়ারের নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে পড়ে যান।
এ সময় তাঁর সঙ্গে থাকা কুকুরটি মনিবকে বাঁচানোর জন্য চিৎকার শুরু করে। এরপর সারাহর চিৎকারে পাশে থাকা লোকজন এবং স্থানীয় পুলিশ এসে স্মিথকে উদ্ধার করে।
এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের সেন্ট লুসিয়ায়। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
পোর্ট সেন্ট লুসিয়া পুলিশের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, হ্যারি স্মিথ তাঁর হুইলচেয়ারের নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ে গিয়ে গলা পর্যন্ত ডুবে যান। কারণ তিনি সাঁতার কাটতে পারছিলেন না। তাঁর কুকুরের চিৎকারে পাশে থাকা দুই পথচারী প্রথমে ভেবেছিলেন কুকুরটি হয়তো কুমিরের সঙ্গে লড়ছে। কিন্তু পরে তারা গিয়ে দেখেন, স্মিথ পানিতে পড়ে গেছেন। এ সময় তারা পাশে থাকা পুলিশকে জানান। এরপরই পুলিশ এবং ওই পথচারীরা মিলে স্মিথকে উদ্ধার করেন।
স্মিথ বলেন, কুকুরটি তার অনেক প্রিয়। নিয়মিত তিনি তার সঙ্গে ঘুরতে বের হন। তাঁর কুকুর সারাহ হলো ‘হিরো’।
লেবাননে এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির হামলায় লেবাননে অন্তত ৩ হাজার ৭০০ জন নিহত হয়েছেন। অবশেষে, এতগুলো মানুষের প্রাণহানির পর আজ মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতির। ওয়াল স্ট্রিট জার্নালসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থে
৩৩ মিনিট আগে৬০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছে। এমন হলে ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিলিশিয়া এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ হবে। এর ফলে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে এবং ওই অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারাও অবস্থান করতে পারবে না।
১০ ঘণ্টা আগেবিশ্বে বর্তমানে ৩ হাজার ৩২৩ জন বিলিয়নিয়ার রয়েছেন। এদের মধ্যে ১৩ শতাংশ বা ৪৩১ জন হলেন নারী বিলিয়নিয়ার। সোমবার ‘আলট্রাটা বিলিয়নিয়ার পরিসংখ্যানের’ তথ্য দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি বলেছে, ধীরে ধীরে নারীরা বৈশ্বিক সম্পদের বড় অংশীদার হয়ে উঠছেন।
১০ ঘণ্টা আগেভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ে অমুসলিম শিক্ষার্থীদের বিরুদ্ধে ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা অভিযোগ করেছেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলো পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করছে।
১১ ঘণ্টা আগে