অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান রায়ান রেহমান তাঁর বয় স্কাউট গ্রুপের সর্বোচ্চ পদ ‘ইগল স্কাউট’ হয়েছেন। বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের টুইটার ও ফেসবুক পেজে রায়ানকে অভিনন্দনও জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের টুইটার ও ফেসবুক পেজে বলা হয়েছে, নিউজার্সির বাংলাদেশি-আমেরিকান রায়ান রেহমানকে অভিনন্দন। রায়ান তাঁর বয় স্কাউট গ্রুপের সর্বোচ্চ পদ ইগল স্কাউটের কৃতিত্ব অর্জন করেছেন। নিজ দলের জন্য ১০ বছর ধরে কাজ করার ফল হিসেবে এই স্বীকৃতি পেয়েছেন রায়ান।
ওই পোস্টে বাংলাদেশি নাগরিকেরাও রায়ানকে অভিনন্দন জানিয়েছেন। একজন লিখেছেন, অভিনন্দন রায়ান রেহমান। এই সুন্দর সংবাদ দেওয়ার জন্য ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসকেও ধন্যবাদ।
বয়েজ স্কাউটস অব আমেরিকার (বিএসএ) সর্বোচ্চ কৃতিত্ব বা পদমর্যাদা হলো ইগল স্কাউট। ১৯১১ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত স্কাউটদের মাত্র চার শতাংশ দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়ার পর এই পদমর্যাদা অর্জন করেছেন। সংখ্যায় তা ২৫ লাখেরও বেশি। তাঁদের মধ্য রয়েছেন—বিল গেটস, নিল আর্মস্ট্রং এবং কয়েকজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। সেই তালিকায় যুক্ত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান রেহমান।
রায়ান আমেরিকার বয়েজ স্কাউটসের ট্রুপ-১০১-এর সদস্য হিসেবে এই পদমর্যাদা অর্জন করেছেন। এর আগে তাঁর বড় ভাই আয়মান রেহমানও ‘ইগল স্কাউট’ র্যাঙ্ক অর্জন করেছিলেন। দুই ভাইয়ের এমন কৃতিত্ব অর্জন খুবই বিরল।
রায়ান রেহমান ২০১৩ সালে একজন স্কাউট হিসেবে আমেরিকার বয়েজ স্কাউটে যাত্রা শুরু করেন। এরপর টেন্ডারফুট, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, স্টার স্কাউট এবং লাইফ স্কাউটের মতো একের পর এক কৃতিত্ব অর্জনের পর এ বছর ইগল স্কাউটের পদমর্যাদা অর্জন করলেন।
গত ১৩ আগস্ট রায়ান রেহমানকে নিউজার্সির মানলাপান ব্যাটলগ্রাউন্ড কান্ট্রি ক্লাবে ইগল কোর্ট অব অনার অনুষ্ঠানে সম্মানিত করা হয়। রাষ্ট্রীয় স্কাউটিং কর্মকর্তারা, তরুণ স্কাউটদের একটি দল, নিউজার্সির সরকারি কর্মকর্তা এবং নিউজার্সির বাংলাদেশি সম্প্রদায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে ইগল কোর্ট অব অনার অনুষ্ঠানে রায়ান রহমানকে ইগল স্কাউট হিসেবে ঘোষণা করা হয়। মনমাউথ কাউন্টি কমিশনার রস এফ. লিসিট্রা রায়ান রেহমানের হাতে র্যাঙ্ক সার্টিফিকেট তুলে দেন এবং রাজ্যের সিনেটর ভিন গোপাল একটি বিশেষ ঘোষণা দেন।
রায়ান রেহমানের বাবা আজিজ আহমেদ এবং মা পান্না আজিজ ছেলের এই অর্জনে গর্বিত। তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব।
আজিজ আহমেদ অনুষ্ঠানে বক্তব্যে বলেন, রায়ানের অর্জন শুধু নিজের তার নয়, এটি পুরো কমিউনিটির বিজয়। অভিনন্দন জানিয়ে তিনি ছেলেকে সারা জীবন নীতি বজায় রাখতে উপদেশ দেন এবং স্কাউট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান রায়ান রেহমান তাঁর বয় স্কাউট গ্রুপের সর্বোচ্চ পদ ‘ইগল স্কাউট’ হয়েছেন। বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের টুইটার ও ফেসবুক পেজে রায়ানকে অভিনন্দনও জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের টুইটার ও ফেসবুক পেজে বলা হয়েছে, নিউজার্সির বাংলাদেশি-আমেরিকান রায়ান রেহমানকে অভিনন্দন। রায়ান তাঁর বয় স্কাউট গ্রুপের সর্বোচ্চ পদ ইগল স্কাউটের কৃতিত্ব অর্জন করেছেন। নিজ দলের জন্য ১০ বছর ধরে কাজ করার ফল হিসেবে এই স্বীকৃতি পেয়েছেন রায়ান।
ওই পোস্টে বাংলাদেশি নাগরিকেরাও রায়ানকে অভিনন্দন জানিয়েছেন। একজন লিখেছেন, অভিনন্দন রায়ান রেহমান। এই সুন্দর সংবাদ দেওয়ার জন্য ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসকেও ধন্যবাদ।
বয়েজ স্কাউটস অব আমেরিকার (বিএসএ) সর্বোচ্চ কৃতিত্ব বা পদমর্যাদা হলো ইগল স্কাউট। ১৯১১ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত স্কাউটদের মাত্র চার শতাংশ দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়ার পর এই পদমর্যাদা অর্জন করেছেন। সংখ্যায় তা ২৫ লাখেরও বেশি। তাঁদের মধ্য রয়েছেন—বিল গেটস, নিল আর্মস্ট্রং এবং কয়েকজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। সেই তালিকায় যুক্ত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান রেহমান।
রায়ান আমেরিকার বয়েজ স্কাউটসের ট্রুপ-১০১-এর সদস্য হিসেবে এই পদমর্যাদা অর্জন করেছেন। এর আগে তাঁর বড় ভাই আয়মান রেহমানও ‘ইগল স্কাউট’ র্যাঙ্ক অর্জন করেছিলেন। দুই ভাইয়ের এমন কৃতিত্ব অর্জন খুবই বিরল।
রায়ান রেহমান ২০১৩ সালে একজন স্কাউট হিসেবে আমেরিকার বয়েজ স্কাউটে যাত্রা শুরু করেন। এরপর টেন্ডারফুট, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, স্টার স্কাউট এবং লাইফ স্কাউটের মতো একের পর এক কৃতিত্ব অর্জনের পর এ বছর ইগল স্কাউটের পদমর্যাদা অর্জন করলেন।
গত ১৩ আগস্ট রায়ান রেহমানকে নিউজার্সির মানলাপান ব্যাটলগ্রাউন্ড কান্ট্রি ক্লাবে ইগল কোর্ট অব অনার অনুষ্ঠানে সম্মানিত করা হয়। রাষ্ট্রীয় স্কাউটিং কর্মকর্তারা, তরুণ স্কাউটদের একটি দল, নিউজার্সির সরকারি কর্মকর্তা এবং নিউজার্সির বাংলাদেশি সম্প্রদায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে ইগল কোর্ট অব অনার অনুষ্ঠানে রায়ান রহমানকে ইগল স্কাউট হিসেবে ঘোষণা করা হয়। মনমাউথ কাউন্টি কমিশনার রস এফ. লিসিট্রা রায়ান রেহমানের হাতে র্যাঙ্ক সার্টিফিকেট তুলে দেন এবং রাজ্যের সিনেটর ভিন গোপাল একটি বিশেষ ঘোষণা দেন।
রায়ান রেহমানের বাবা আজিজ আহমেদ এবং মা পান্না আজিজ ছেলের এই অর্জনে গর্বিত। তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব।
আজিজ আহমেদ অনুষ্ঠানে বক্তব্যে বলেন, রায়ানের অর্জন শুধু নিজের তার নয়, এটি পুরো কমিউনিটির বিজয়। অভিনন্দন জানিয়ে তিনি ছেলেকে সারা জীবন নীতি বজায় রাখতে উপদেশ দেন এবং স্কাউট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৫ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৫ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৯ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে