Ajker Patrika

ভিসা পাসপোর্ট টিকিট ছাড়াই আমেরিকায় এক রাশিয়ান, ধন্দে পড়েছে এফবিআই

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১০: ১২
ভিসা পাসপোর্ট টিকিট ছাড়াই আমেরিকায় এক রাশিয়ান, ধন্দে পড়েছে এফবিআই

ঘটনাটি গত মাসের। কোনো টিকিট, পাসপোর্ট, ভিসা এমনকি বিমানে উপস্থিতির কোনো রেকর্ড ছাড়াই যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন রাশিয়ার এক নাগরিক। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রগামী একটি বিমানে তিনি কীভাবে চড়ে বসেছিলেন, তা এখন অনেকের কাছে বিস্ময়। এ বিষয়ে বুধবার আদালতের রেকর্ডের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফক্স নিউজ।

এ ঘটনায় বর্তমানে একটি তদন্ত চলছে। অবস্থা এমন যে ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, তা নিয়ে অভিযুক্ত রুশ নাগরিকও বিভ্রান্তি প্রকাশ করছেন। 

আদালতের নথি অনুসারে রাশিয়ার ওই নাগরিকের নাম সের্গেই ভ্লাদিমিরোভিচ ওচিগাভা। স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে কোপেনহেগেন থেকে তিনি রওনা হয়েছিলেন। পরে গত ৪ নভেম্বর কোনো পরিচয়পত্র বা বোর্ডিং পাস ছাড়াই লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

আশ্চর্যের বিষয় হলো, ফ্লাইটের সময় ওচিগাভাকে চারপাশে ঘুরে বেড়াতে, আসন পরিবর্তন করতে, এমনকি খাবার সরবরাহের সময় কেবিন ক্রুদের কাছ থেকে প্রতিবার দুটি খাবারের অনুরোধ করতে দেখা গেছে। একপর্যায়ে তিনি কেবিন ক্রুদের জন্য বরাদ্দ চকলেট খেয়ে ফেলারও চেষ্টা করেছিলেন। 

ঘটনাটি যখন নজরে আসে, শুল্ক কর্মকর্তারা তখন আবিষ্কার করেন, ডেনমার্ক থেকে বহনকারী বিমান তো বটেই, বিমানবন্দরে অবতরণ করা অন্য কোনো ফ্লাইটেও ওচিগাভার নাম ছিল না। 

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির কেবিন ক্রুরা নিজ নিজ বিভাগের দায়িত্ব পালন করতে গিয়ে যাত্রীর সংখ্যা গণনা করেছেন। কিন্তু কেউই বাড়তি যাত্রী হিসেবে ওচিগাভার অস্তিত্ব ধরতে পারেননি। ক্রুদের একজন জানিয়েছেন, বিমানের অন্য যাত্রীদের সঙ্গে কোনো না কোনো বিষয় নিয়ে সব সময় যুক্ত থাকার চেষ্টা করছেন ওচিগাভা। তবে বেশির ভাগ যাত্রীই তাঁকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। রহস্যজনক পুরো বিষয়টি নিয়েই এখন মাঠে নেমেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। 

এফবিআইয়ের এজেন্ট ক্যারোলিন ওয়ালিংয়ের দায়ের করা অভিযোগ অনুসারে ওচিগাভা দাবি করেছেন, তিনি তিন দিন ঘুমাননি এবং কী ঘটছে, তা বুঝতে পারেননি। আর ভ্রমণের সময় বিমানের টিকিট সঙ্গে ছিল বলেও অনুমান করছেন ওচিগাভা। তবে এ বিষয়ে তিনি নিশ্চিত নন। তিনি কীভাবে কোপেনহেগেন থেকে বিমানে উঠেছিলেন, সে বিষয়েও কিছুই মনে নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত