Ajker Patrika

এআইয়ের ওপর মাস্টার্স ডিগ্রি নিতে ইউনিভার্সিটিতে ভর্তি ৭৩ বছর বয়সী মার্কিন কংগ্রেসম্যান

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১২: ২৪
এআইয়ের ওপর মাস্টার্স ডিগ্রি নিতে ইউনিভার্সিটিতে ভর্তি ৭৩ বছর বয়সী মার্কিন কংগ্রেসম্যান

ভার্জিনিয়া থেকে নির্বাচিত ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান ডন বেয়ার। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে তাঁর পরিবারের গাড়ির ডিলারশিপের ব্যবসা আছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম গাড়ি ডিলারদের একজন, যারা নিজের প্রতিষ্ঠানের ওয়েবসাইট চালু করেছিলেন। 

স্বাভাবিকভাবেই বলা যায়, প্রযুক্তি সম্পর্কে ডন বেয়ারের ধারণা একেবারেই সামান্য নয়। তবে তাতে তিনি সন্তুষ্ট নন। নিজের প্রযুক্তিজ্ঞান আরও শাণিয়ে নিতে ৭৩ বছর বয়সে কলেজে ভর্তি হয়েছেন তিনি। উদ্দেশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা, তথা এআই সম্পর্কে আরও জানাবোঝা তৈরি করা। 

মার্কিন সংবাদমাধ্যম এপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বেশ আলোচনা শুরু হয়েছে। আর সেই আলোচনায় নিজের অবস্থান আরও স্পষ্টভাবে উপস্থাপন করতে ৭৩ বছর বয়সে ডন বেয়ার ভর্তি হয়েছেন জর্জ ম্যাসন ইউনিভার্সিটিতে। 

প্রযুক্তি যত দ্রুত এগিয়ে যাচ্ছে, বয়স্ক মার্কিন আইনপ্রণেতা ও বিচারকেরা প্রায়শই প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্ত বোঝার ব্যাপারে নিজেদের অপারগতা প্রকাশ করছেন। ডন বেয়ার তাঁদেরই একজন। তবে তাঁর নিজের জানাবোঝার কমতি দূর করার এই উদ্যোগ বেশ প্রশংসনীয়। 

সম্প্রতি ভার্জিনিয়া শহরতলিতে জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিকেলের ক্লাস শেষে এপির মুখোমুখি হয়েছিলেন ডন বেয়ার। তিনি বলেন, ‘আমি এআইয়ের ব্যাপারে আশাবাদী হতে চাই। আমরা কল্পনাও করতে পারি না যে, এআইয়ের কারণে আমাদের জীবন আগামী পাঁচ, দশ বা বিশ বছর পর কতটা আলাদা হবে।’ 

মার্কিন এই আইনপ্রণেতা আরও বলেন, ‘...শিগগিরই হয়তো আমাদের পেছনে রোবট চোখ রাঙিয়ে আসবে না কিন্তু এর বাইরেও আমাদের আরও গভীর অস্তিত্ব ঝুঁকি আছে, যা আমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে।’ 

বেয়ার জানান, ছোটবেলা থেকেই কম্পিউটারে তাঁর ভীষণ আগ্রহ। যখন এআই জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় হিসেবে আবির্ভূত হয় তখন থেকেই তিনি বিষয়টি নিয়ে আরও জানতে আগ্রহী হয়ে ওঠেন। নিজের বয়সের চেয়ে অনেক কম বয়সীদের সঙ্গে ক্লাস করার বিষয়ে বেয়ার বলেন, ‘তাঁরা যখন সহপাঠী হিসেবে একজন কংগ্রেসম্যানকে নিজেদের পাশে দেখে তখন তাদের বেশির ভাগই বিচলিত বলে মনে হয় না।’ 

মার্কিন এই আইনপ্রণেতা জানান, তিনি কম্পিউটার কোড কীভাবে লিখতে হয়, তাও শিখছেন। তিনি বলেন, ‘আমি খুঁজে পাচ্ছি যে কোড শেখা একধরনের গাণিতিক, অ্যালগরিদমিক শিক্ষা, যা ধাপে ধাপে শিখতে হয়। বিষয়টি আমাকে অন্য অনেক বিষয়ে আলাদাভাবে চিন্তা করতে সাহায্য করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত