আবারও করোনাক্রান্ত জিল বাইডেন, করোনামুক্ত মার্কিন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১০: ৫৮
Thumbnail image

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ও ফার্স্ট লেডি জিল বাইডেন আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষার ফল নেভেটিভ এসেছে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হোয়াইট হাউসের মেডিকেল ইউনিট জানিয়েছে, স্থানীয় সময় বুধবার জিল বাইডেনের করোনা ভাইরাসের অ্যান্টিজেন পরীক্ষার ফল পজিটিভ পাওয়া গেছে। তবে তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ নেই। এর আগের দিনের পরীক্ষায় তাঁর ফল নেগেটিভ এসেছিল।

জিল বাইডেনের উপযোগাযোগ পরিচালক কেলসি ডনোহু এক বিবৃতিতে বলেছেন, ফার্স্ট লেডি করোনায়  আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ অনুভব করেননি। তবে পরীক্ষার ফল যেহেতু পজিটিভ এসেছে, তিনি ডেলাওয়্যারে আইসোলেশনে থাকবেন।

৭১ বছর বয়সী জিল বাইডেন গত ১৬ আগস্ট প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপর তিনি চিকিৎসকের পরামর্শে প্যাক্সলোভিড ওষুধের কোর্স সম্পন্ন করেছেন এবং ২১ আগস্ট পর্যন্ত আইসোলেশনে ছিলেন। এরপর বুধবার তাঁর করোনা পরীক্ষার ফল আবারও পজিটিভ এল।

তবে ওই একই দিনে অ্যান্টিজেন পরীক্ষায় প্রেসিডেন্ট জো বাইডেনের ফল নেগেটিভ এসেছে বলে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন।

হোয়াইট হাউসের কর্মকর্তারা আরও বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন আগামী ১০ দিন নিজ বাড়িতে থাকার সময় মাস্ক পরে থাকবেন। চিকিৎসকেরা নিয়মিত তাঁকে পর্যবেক্ষণ করবেন পরীক্ষা অব্যাহত রাখবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত