অনলাইন ডেস্ক
সাবরিনা ক্রাসনিকি একজন কসোভো-আলবেনীয় মডেল। বসবাস করতেন যুক্তরাষ্ট্রে। মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ফ্লোরিডার সাউথ ওশান ড্রাইভে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ওই এলাকাটিতে প্রথমে পাঁচটি গুলির শব্দ শোনা গিয়েছিল। কিছুক্ষণ পর আরও একটি গুলির শব্দ পাওয়া যায়। পরে একটি ড্রোন ফুটেজে দেখা যায়—গোলাগুলির ঘটনাস্থলে একটি হৃদয় আকৃতির বাক্স, গোলাপ ফুল এবং একটি টেডি বেয়ার পড়ে আছে। আর অ্যাপার্টমেন্টের বাইরের বেলকনিতে একটি হলুদ চাদরে জড়ানো অবস্থায় সাবরিনার মরদেহটিও পড়ে ছিল।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, ২৭ বছর বয়সী সাবরিনা ক্রাসনিকি তাঁর ৩৪ বছর বয়সী স্বামী পাইটিমি ক্রাসনিকিকে পাঁচবার গুলি করার পর নিজেও একটি গুলিতে আত্মহত্যা করেছেন। ফ্লোরিডার মায়ামি সংলগ্ন হ্যাল্যান্ডেল বিচ এলাকায় সমুদ্রের পাশেই একটি বিলাসবহুল কন্ডোতে বাস করতেন এই দম্পতি। যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, গত ২৭ নভেম্বর রাত ১২টা ৩০ মিনিটে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
হ্যাল্যান্ডেল বিচ পুলিশ সাবরিনা এবং পাইটিমির মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর ড্রোন ফুটেজে অ্যাপার্টমেন্টের কাচের দরজায় গুলির চিহ্ন এবং রক্তের দাগ দেখা গেছে। ঘটনাস্থলে হৃদয়-আকৃতির বাক্স, গোলাপ এবং একটি টেডি বিয়ার দেখে ধারণা করা হচ্ছে, মর্মান্তিক ঘটনাটির আগে একটি রোমান্টিক পরিবেশ ছিল সেখানে।
এই দম্পতির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন পাইটিমি ক্রাসনিকির বোন আলবানা ক্রাসনিকি। ঘটনার পরদিন গত ২৮ নভেম্বর ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। আলবানা লিখেছেন, ‘থ্যাংকসগিভিংয়ের সন্ধ্যা পরিবারের সঙ্গে কাটানোর বদলে আমি পুলিশ, গোয়েন্দা ও সংবাদমাধ্যমের সঙ্গে কাটিয়েছি। তারা আমার ছোট ভাইয়ের নির্মম এবং অর্থহীন হত্যার কথা বলছিল।’
তিনি আরও লিখেছেন, ‘পাইটিমির স্ত্রী পাঁচটি গুলি করে আমার ভাইয়ের জীবন কেড়ে নিয়েছে। যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, যার সঙ্গে সে জীবন কাটাতে চেয়েছে, সে-ই তার জীবন শেষ করে দিল। সে পাইটিমির ভালোবাসা এবং বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’
সাবরিনা ক্রাসনিকি একজন কসোভো-আলবেনীয় মডেল। বসবাস করতেন যুক্তরাষ্ট্রে। মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ফ্লোরিডার সাউথ ওশান ড্রাইভে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ওই এলাকাটিতে প্রথমে পাঁচটি গুলির শব্দ শোনা গিয়েছিল। কিছুক্ষণ পর আরও একটি গুলির শব্দ পাওয়া যায়। পরে একটি ড্রোন ফুটেজে দেখা যায়—গোলাগুলির ঘটনাস্থলে একটি হৃদয় আকৃতির বাক্স, গোলাপ ফুল এবং একটি টেডি বেয়ার পড়ে আছে। আর অ্যাপার্টমেন্টের বাইরের বেলকনিতে একটি হলুদ চাদরে জড়ানো অবস্থায় সাবরিনার মরদেহটিও পড়ে ছিল।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, ২৭ বছর বয়সী সাবরিনা ক্রাসনিকি তাঁর ৩৪ বছর বয়সী স্বামী পাইটিমি ক্রাসনিকিকে পাঁচবার গুলি করার পর নিজেও একটি গুলিতে আত্মহত্যা করেছেন। ফ্লোরিডার মায়ামি সংলগ্ন হ্যাল্যান্ডেল বিচ এলাকায় সমুদ্রের পাশেই একটি বিলাসবহুল কন্ডোতে বাস করতেন এই দম্পতি। যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, গত ২৭ নভেম্বর রাত ১২টা ৩০ মিনিটে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
হ্যাল্যান্ডেল বিচ পুলিশ সাবরিনা এবং পাইটিমির মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর ড্রোন ফুটেজে অ্যাপার্টমেন্টের কাচের দরজায় গুলির চিহ্ন এবং রক্তের দাগ দেখা গেছে। ঘটনাস্থলে হৃদয়-আকৃতির বাক্স, গোলাপ এবং একটি টেডি বিয়ার দেখে ধারণা করা হচ্ছে, মর্মান্তিক ঘটনাটির আগে একটি রোমান্টিক পরিবেশ ছিল সেখানে।
এই দম্পতির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন পাইটিমি ক্রাসনিকির বোন আলবানা ক্রাসনিকি। ঘটনার পরদিন গত ২৮ নভেম্বর ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। আলবানা লিখেছেন, ‘থ্যাংকসগিভিংয়ের সন্ধ্যা পরিবারের সঙ্গে কাটানোর বদলে আমি পুলিশ, গোয়েন্দা ও সংবাদমাধ্যমের সঙ্গে কাটিয়েছি। তারা আমার ছোট ভাইয়ের নির্মম এবং অর্থহীন হত্যার কথা বলছিল।’
তিনি আরও লিখেছেন, ‘পাইটিমির স্ত্রী পাঁচটি গুলি করে আমার ভাইয়ের জীবন কেড়ে নিয়েছে। যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, যার সঙ্গে সে জীবন কাটাতে চেয়েছে, সে-ই তার জীবন শেষ করে দিল। সে পাইটিমির ভালোবাসা এবং বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাতাসের তীব্রতা কমে দাবানল দুর্বল হয়ে আসায় স্বস্তি ফিরছে উপদ্রুত এলাকার বাসিন্দাদের মধ্যে। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ২৪ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়া এই আগুনে কমপক্ষে ১২ হাজার অবকাঠামো ভস্মীভূত হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ২৭টি মরদেহের সন্ধান পেয়েছেন উদ্ধারকারীরা...
১৭ মিনিট আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে অবশেষে কার্যকর যুদ্ধবিরতি হতে চলেছে। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। আজ শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেটিকটকের বিরুদ্ধে একটি মামলায় রায় দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এই রায়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আইনকে বৈধ ঘোষণা করা হয়েছে। এই আইনের অধীনে চীনা মালিকানাধীন টিকটক অ্যাপটির মালিকানা বদলাতে হবে অথবা এটি মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে। , , যোগাযোগমাধ্যম, সুপ্রিম কোর্ট, আদা
১২ ঘণ্টা আগেইসরায়েলের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত চুক্তি অনুমোদনের সুপারিশ করেছে। আজ শুক্রবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠকের পর চুক্তিটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগে