অনলাইন ডেস্ক
এই প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই সফরে বাইডেন সৌদি আরবও সফর করবেন। সৌদি সফরে তিনি দেশটির ডি–ফ্যাক্টো শাসক যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাইডেন প্রশাসনের তরফ থেকে স্থানীয় সময় মঙ্গলবার বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে একাধিকবার বাইডেনের এই সম্ভাব্য সফরের ব্যাপারে বলা হয়েছে। শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হতে যাচ্ছে। মার্কিন প্রশাসন জানিয়েছে এই সফর আগামী ১৩ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।
এই সফরে সৌদি আরবের পাশাপাশি বাইডেন ইসরায়েল এবং ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরেও সফর করবেন। এক সংবাদ বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারি জাঁ পিয়ের বলেছেন, এই সফরে বাইডেন জেদ্দায় মিসর, ইরাক এবং জর্ডানসহ উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।
বাইডেনের এই সৌদি আরব সফর এবং বিশেষ করে মুহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর সাক্ষাৎ বাইডেনের চরিত্রের এক উল্টোদিককে সামনে এনেছে। কারণ, মার্কিন প্রশাসন এবং গোয়েন্দারা সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যার সঙ্গে মুহাম্মদ বিন সালমানের সরাসরি যোগসূত্র রয়েছে বলে জানিয়েছিল। জামাল খাসোগি হত্যার পর সৌদি আরব বিশ্ব থেকে অনেকটাই একঘরে হয়ে পড়েছিল।
ধারণা করা হচ্ছে, সৌদি সফরে বাইডেন সৌদি আরবের তেল উৎপাদন বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবেন।
এই প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই সফরে বাইডেন সৌদি আরবও সফর করবেন। সৌদি সফরে তিনি দেশটির ডি–ফ্যাক্টো শাসক যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাইডেন প্রশাসনের তরফ থেকে স্থানীয় সময় মঙ্গলবার বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে একাধিকবার বাইডেনের এই সম্ভাব্য সফরের ব্যাপারে বলা হয়েছে। শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হতে যাচ্ছে। মার্কিন প্রশাসন জানিয়েছে এই সফর আগামী ১৩ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।
এই সফরে সৌদি আরবের পাশাপাশি বাইডেন ইসরায়েল এবং ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরেও সফর করবেন। এক সংবাদ বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারি জাঁ পিয়ের বলেছেন, এই সফরে বাইডেন জেদ্দায় মিসর, ইরাক এবং জর্ডানসহ উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।
বাইডেনের এই সৌদি আরব সফর এবং বিশেষ করে মুহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর সাক্ষাৎ বাইডেনের চরিত্রের এক উল্টোদিককে সামনে এনেছে। কারণ, মার্কিন প্রশাসন এবং গোয়েন্দারা সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যার সঙ্গে মুহাম্মদ বিন সালমানের সরাসরি যোগসূত্র রয়েছে বলে জানিয়েছিল। জামাল খাসোগি হত্যার পর সৌদি আরব বিশ্ব থেকে অনেকটাই একঘরে হয়ে পড়েছিল।
ধারণা করা হচ্ছে, সৌদি সফরে বাইডেন সৌদি আরবের তেল উৎপাদন বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবেন।
বাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩ থেকে ৫ হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ এবং নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার...
৪৪ মিনিট আগেযে রাঁধে, সে চুলও বাঁধে—এই প্রবাদের এক অনন্য উদাহরণ ভোপালের রাজকন্যা আবিদা সুলতান। তিনি ছোট বেলা থেকেই ছিলেন একেবারেই ভিন্নধর্মী এক রাজকন্যা। তিনি ছোট চুল রাখতেন, বাঘ শিকার করতেন এবং দুর্দান্ত পোলো খেলতেন। মাত্র ৯ বছর বয়স থেকেই নিজেই রোলস রয়েস গাড়ি চালাতেন, ওড়াতেন বিমানও। তলোয়ারবাজিতেও ছিলে দুর্দান্
২ ঘণ্টা আগেপূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
৩ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
৩ ঘণ্টা আগে