অনলাইন ডেস্ক
নিজের বাচ্চার নিরাপত্তার ব্যাপারে সবাই খুব সতর্ক। মানুষ তো বটেই, বন্য প্রাণীর বেলায়ও এটি খাটে। এমনিতে হিংস্র বলে বদনাম না থাকলেও পৃথিবীর সবচেয়ে বড় হরিণ এল্ক বা মুজও এ সত্যটাই প্রমাণ করল আবার। সদ্য জন্ম নেওয়া শাবকের ছবি তুলতে গিয়ে মা মুজের আক্রমণে প্রাণ হারিয়েছেন ৭০ বছরের এক বৃদ্ধ।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের আলাস্কার হোমারের। আলাস্কা ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির একজন মুখপাত্র অস্টিন ম্যাকডেনিয়েলের সূত্রে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, গত রোববার এ আক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হোমার শহরেই বাস করতেন। তাঁর নাম ডেল চোরম্যান।
স্ত্রী মুজটি সম্প্রতি বাচ্চা দিয়েছিল। আর মুজের বাচ্চা দেখতে যাওয়া দলটিতে দুজন মানুষ ছিলেন।
‘তাঁরা যখন মুজের খোঁজে ঝোপ-ঝাড়ের মাঝখান দিয়ে যাচ্ছিলেন, তখন মাদি মুজটি আক্রমণ করে ডেলকে,’ বলেন ম্যাকড্যানিয়েল।
দুজন ভয় পেয়ে পালিয়ে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে বলে জানান তিনি। দ্বিতীয় ব্যক্তিটির পরিচয় জানানো হয়নি। তবে তিনি আহত হননি। পালাতে থাকার কারণে তিনি সঙ্গীর ওপর আক্রমণটিও দেখেননি, তাই মুজটি চোরম্যানকে লাথি মেরে, পা দিয়ে পিষে নাকি দুটির মাধ্যমে মেরেছ এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
চিকিৎসকেরা ঘটনাস্থলেই চোরম্যানকে মৃত ঘোষণা করেন। আলাস্কা পুলিশ (আলাস্কা স্টেট ট্রুপারস) একটি অনলাইন পোস্টে বলেছে, স্ত্রী মুজটি এরপর এলাকা ছেড়ে চলে গেছে।
১৯৯৫ সালে ৭১ বছরের এক ব্যক্তি ইউনিভার্সিটি অব আলাস্কা এনকারেজের একটি ভবনে ঢোকার চেষ্টা করলে পা দিয়ে মাড়িয়ে তাঁকে হত্যা করে একটি মুজ।
প্রত্যক্ষদর্শীরা তখন বলেন, যে শিক্ষার্থীরা তুষারের গোলা বানিয়ে ছুড়ে মেরে মুজ এবং তার বাচ্চাটিকে কয়েক ঘণ্টা ধরে বিরক্ত করছিল। বৃদ্ধ লোকটি তাদের পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রাণীগুলো বিরক্তবোধ করে।
উল্লেখ্য ৭ লাখ ৩৭ হাজারের জনসংখ্যার আলাস্কায় দুই লাখের মতো মুজ আছে।
যুক্তরাষ্ট্রের দ্য স্টেট ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড গেমের ওয়েবসাইট সূত্রে জানা যায়, মুজেরা সাধারণত আক্রমণাত্মক হয় না, তবে জ্বালাতন করা হলে আচরণ বদলে যেতে পারে। একটি মাদি মুজ তার বাচ্চাদের ব্যাপারে খুব স্পর্শকাতর আচরণ করে। বাচ্চার খুব কাছাকাছি চলে আসা মানুষকে এদের আক্রমণ করার আশঙ্কা প্রবল।
ম্যাকড্যানিয়েল বলেন, ‘মুজদের সঙ্গে ছোট বাচ্চা থাকলে অবশ্যই তাদের অতিরিক্ত জায়গা দিতে হবে। বাচ্চাসহ স্ত্রী মুজ হরিণের কাছাকাছি আসাটা খুব বিপজ্জনক। লোকজনের পশুদের বিরক্ত করা বা মা এবং বাচ্চার মাঝখানে যাওয়া উচিত নয়।’
ম্যাকড্যানিয়েল আরও জানান, বাচ্চাকে রক্ষা করার জন্য মুজ যেকোনো কাজ করতে পারে। এ সময় এটি কেমন আচরণ করবে বলা মুশকিল।
দ্য স্টেট ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড গেম জানায়, হরিণ পরিবারের সবচেয়ে বড় সদস্য এই মুজেরা। একটি ছোট প্রাপ্তবয়স্ক স্ত্রী মুজের ওজন ৮০০ পাউন্ডের (৩৬৩ কিলোগ্রাম) মতো হয় এবং একটি বড় প্রাপ্তবয়স্ক পুরুষ তার দ্বিগুণ ওজনের হতে পারে। প্রাণীগুলো উচ্চতায় ছয় ফুট পর্যন্ত হতে পারে।
নিজের বাচ্চার নিরাপত্তার ব্যাপারে সবাই খুব সতর্ক। মানুষ তো বটেই, বন্য প্রাণীর বেলায়ও এটি খাটে। এমনিতে হিংস্র বলে বদনাম না থাকলেও পৃথিবীর সবচেয়ে বড় হরিণ এল্ক বা মুজও এ সত্যটাই প্রমাণ করল আবার। সদ্য জন্ম নেওয়া শাবকের ছবি তুলতে গিয়ে মা মুজের আক্রমণে প্রাণ হারিয়েছেন ৭০ বছরের এক বৃদ্ধ।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের আলাস্কার হোমারের। আলাস্কা ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির একজন মুখপাত্র অস্টিন ম্যাকডেনিয়েলের সূত্রে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, গত রোববার এ আক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হোমার শহরেই বাস করতেন। তাঁর নাম ডেল চোরম্যান।
স্ত্রী মুজটি সম্প্রতি বাচ্চা দিয়েছিল। আর মুজের বাচ্চা দেখতে যাওয়া দলটিতে দুজন মানুষ ছিলেন।
‘তাঁরা যখন মুজের খোঁজে ঝোপ-ঝাড়ের মাঝখান দিয়ে যাচ্ছিলেন, তখন মাদি মুজটি আক্রমণ করে ডেলকে,’ বলেন ম্যাকড্যানিয়েল।
দুজন ভয় পেয়ে পালিয়ে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে বলে জানান তিনি। দ্বিতীয় ব্যক্তিটির পরিচয় জানানো হয়নি। তবে তিনি আহত হননি। পালাতে থাকার কারণে তিনি সঙ্গীর ওপর আক্রমণটিও দেখেননি, তাই মুজটি চোরম্যানকে লাথি মেরে, পা দিয়ে পিষে নাকি দুটির মাধ্যমে মেরেছ এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
চিকিৎসকেরা ঘটনাস্থলেই চোরম্যানকে মৃত ঘোষণা করেন। আলাস্কা পুলিশ (আলাস্কা স্টেট ট্রুপারস) একটি অনলাইন পোস্টে বলেছে, স্ত্রী মুজটি এরপর এলাকা ছেড়ে চলে গেছে।
১৯৯৫ সালে ৭১ বছরের এক ব্যক্তি ইউনিভার্সিটি অব আলাস্কা এনকারেজের একটি ভবনে ঢোকার চেষ্টা করলে পা দিয়ে মাড়িয়ে তাঁকে হত্যা করে একটি মুজ।
প্রত্যক্ষদর্শীরা তখন বলেন, যে শিক্ষার্থীরা তুষারের গোলা বানিয়ে ছুড়ে মেরে মুজ এবং তার বাচ্চাটিকে কয়েক ঘণ্টা ধরে বিরক্ত করছিল। বৃদ্ধ লোকটি তাদের পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রাণীগুলো বিরক্তবোধ করে।
উল্লেখ্য ৭ লাখ ৩৭ হাজারের জনসংখ্যার আলাস্কায় দুই লাখের মতো মুজ আছে।
যুক্তরাষ্ট্রের দ্য স্টেট ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড গেমের ওয়েবসাইট সূত্রে জানা যায়, মুজেরা সাধারণত আক্রমণাত্মক হয় না, তবে জ্বালাতন করা হলে আচরণ বদলে যেতে পারে। একটি মাদি মুজ তার বাচ্চাদের ব্যাপারে খুব স্পর্শকাতর আচরণ করে। বাচ্চার খুব কাছাকাছি চলে আসা মানুষকে এদের আক্রমণ করার আশঙ্কা প্রবল।
ম্যাকড্যানিয়েল বলেন, ‘মুজদের সঙ্গে ছোট বাচ্চা থাকলে অবশ্যই তাদের অতিরিক্ত জায়গা দিতে হবে। বাচ্চাসহ স্ত্রী মুজ হরিণের কাছাকাছি আসাটা খুব বিপজ্জনক। লোকজনের পশুদের বিরক্ত করা বা মা এবং বাচ্চার মাঝখানে যাওয়া উচিত নয়।’
ম্যাকড্যানিয়েল আরও জানান, বাচ্চাকে রক্ষা করার জন্য মুজ যেকোনো কাজ করতে পারে। এ সময় এটি কেমন আচরণ করবে বলা মুশকিল।
দ্য স্টেট ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড গেম জানায়, হরিণ পরিবারের সবচেয়ে বড় সদস্য এই মুজেরা। একটি ছোট প্রাপ্তবয়স্ক স্ত্রী মুজের ওজন ৮০০ পাউন্ডের (৩৬৩ কিলোগ্রাম) মতো হয় এবং একটি বড় প্রাপ্তবয়স্ক পুরুষ তার দ্বিগুণ ওজনের হতে পারে। প্রাণীগুলো উচ্চতায় ছয় ফুট পর্যন্ত হতে পারে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১১ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১১ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
১২ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
১২ ঘণ্টা আগে