অনলাইন ডেস্ক
কানাডার রাজধানী অটোয়ার বেরিগান ড্রাইভে একটি বাড়িতে চার শিশু ও দুই প্রাপ্তবয়স্কের মরদেহ পাওয়া গেছে। বন্দুকধারীদের গুলিতে তাঁরা মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কানাডার সংবাদমাধ্যম সিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল বুধবার আনুমানিক রাত ১০টা ৫২ মিনিটে একটি জরুরি ফোন পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।
এরপর তাঁরা ছয়জনের মরদেহ খুঁজে পান। এ ছাড়া অন্তত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যার আঘাত প্রাণঘাতী না হলেও গুরুতর। বাড়িটি কানাডার রাজধানী থেকে প্রায় ১৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি উপশহরে অবস্থিত।
এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়ে অটোয়া পুলিশ এক বিবৃতিতে বলেছে, এটি একটি দুঃখজনক ঘটনা। এর তদন্ত জটিল হতে চলেছে। তদন্তকারী দল বেরিগান ড্রাইভে রয়েছে। এখন আর জননিরাপত্তার কোনো হুমকি নেই।
সিবিসি বলেছে, বারহাভেন জেলায় বাড়ির বাইরে পুলিশের গাড়ি পার্ক করা দেখা গেছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। প্রাপ্তবয়স্ক ও শিশুদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কি না তা-ও জানা যায়নি।
অটোয়ার মেয়র এ ঘটনাকে তাঁর শহরের ইতিহাসে সহিংসতার সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর মধ্যে একটি বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মেয়র মার্ক সাটক্লিফ বলেছেন, ‘আমরা নিরাপদে বসবাস করা নিয়ে সব সময়ই গর্বিত। কিন্তু এই খবরটি অটোয়ার সব বাসিন্দার জন্য খুবই দুঃখজনক। সর্বোপরি জরুরি ঘটনাস্থলে পৌঁছানো ও তদন্ত কর্মকর্তাদের ধন্যবাদ।’
সিবিসি বলেছে, অটোয়া পুলিশ হোমিসাইড ইউনিটে আজ তদন্ত সম্পর্কে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কানাডার রাজধানী অটোয়ার বেরিগান ড্রাইভে একটি বাড়িতে চার শিশু ও দুই প্রাপ্তবয়স্কের মরদেহ পাওয়া গেছে। বন্দুকধারীদের গুলিতে তাঁরা মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কানাডার সংবাদমাধ্যম সিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল বুধবার আনুমানিক রাত ১০টা ৫২ মিনিটে একটি জরুরি ফোন পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।
এরপর তাঁরা ছয়জনের মরদেহ খুঁজে পান। এ ছাড়া অন্তত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যার আঘাত প্রাণঘাতী না হলেও গুরুতর। বাড়িটি কানাডার রাজধানী থেকে প্রায় ১৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি উপশহরে অবস্থিত।
এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়ে অটোয়া পুলিশ এক বিবৃতিতে বলেছে, এটি একটি দুঃখজনক ঘটনা। এর তদন্ত জটিল হতে চলেছে। তদন্তকারী দল বেরিগান ড্রাইভে রয়েছে। এখন আর জননিরাপত্তার কোনো হুমকি নেই।
সিবিসি বলেছে, বারহাভেন জেলায় বাড়ির বাইরে পুলিশের গাড়ি পার্ক করা দেখা গেছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। প্রাপ্তবয়স্ক ও শিশুদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কি না তা-ও জানা যায়নি।
অটোয়ার মেয়র এ ঘটনাকে তাঁর শহরের ইতিহাসে সহিংসতার সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর মধ্যে একটি বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মেয়র মার্ক সাটক্লিফ বলেছেন, ‘আমরা নিরাপদে বসবাস করা নিয়ে সব সময়ই গর্বিত। কিন্তু এই খবরটি অটোয়ার সব বাসিন্দার জন্য খুবই দুঃখজনক। সর্বোপরি জরুরি ঘটনাস্থলে পৌঁছানো ও তদন্ত কর্মকর্তাদের ধন্যবাদ।’
সিবিসি বলেছে, অটোয়া পুলিশ হোমিসাইড ইউনিটে আজ তদন্ত সম্পর্কে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৭ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৭ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
১১ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
১১ ঘণ্টা আগে