অনলাইন ডেস্ক
প্রতিরক্ষাবিষয়ক বেশ কিছু অতি গোপনীয় নথি ফাঁস করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ম্যাসাচুসেটস ন্যাশনাল গার্ডের ২১ বছর বয়সী এক সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। স্থানীয় সময় বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, গ্রেপ্তার তরুণের নাম জ্যাক টেক্সেইরা। তিনি ভিডিও গেমারদের কাছে জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রের গোপন নথি পোস্ট করেছিলেন। পরে এফবিআই দ্রুত অনুসন্ধান করে তাঁর পরিচয় শনাক্ত করে।
অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড জানিয়েছেন, ম্যাসাচুসেটস থেকে গ্রেপ্তার হওয়া ওই তরুণকে খুব শিগগির ফেডারেল আদালতে হাজির করা হবে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। উপযুক্ত সময়ে তাঁর ব্যাপারে আরও তথ্য জানানো হবে।
অ্যাটর্নির কার্যালয় বলেছে, শুক্রবারে টেক্সেইরাকে প্রথমবারের মতো বোস্টনে আদালতে হাজির করা হবে।
এফবিআই এক বিবৃতিতে বলেছে, টেক্সেইরাকে ম্যাসাচুসেটসের নর্থ ডাইটনের একটি বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাসভবনটিতে এখনো অভিযান চলছে।
গত ৬ এপ্রিল রুশ বাহিনীর বসন্তকালীন আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে প্রস্তুত করার যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পরিকল্পনার বিশদ বিবরণের গোপন নথি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, গোপন নথিগুলোতে অস্ত্র সরবরাহ, সামরিক শক্তি ও অন্যান্য সংবেদনশীল তথ্যের বিবরণ ও তালিকা দেখা গেছে।
নথি ফাঁস হওয়ার পরপরই প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এটি বিপজ্জনক। ধারাবাহিকভাবে এসব নথি ফাঁসের পেছনে কারা রয়েছে এবং কেন তা করছে, আমরা জানি না। আমরা জাতীয় নিরাপত্তায় এর প্রভাব মূল্যায়ন করছি। এ নিয়ে একটি ফৌজদারি তদন্তও চলছে। আমরা এর গভীরে যেতে চাই; কে এটা করেছে এবং কেন করেছে, তা খুঁজে বের করতে চাই।’
এরপর কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জোরেশোরে মাঠে নামে এবং বৃহস্পতিবার সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে।
প্রতিরক্ষাবিষয়ক বেশ কিছু অতি গোপনীয় নথি ফাঁস করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ম্যাসাচুসেটস ন্যাশনাল গার্ডের ২১ বছর বয়সী এক সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। স্থানীয় সময় বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, গ্রেপ্তার তরুণের নাম জ্যাক টেক্সেইরা। তিনি ভিডিও গেমারদের কাছে জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রের গোপন নথি পোস্ট করেছিলেন। পরে এফবিআই দ্রুত অনুসন্ধান করে তাঁর পরিচয় শনাক্ত করে।
অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড জানিয়েছেন, ম্যাসাচুসেটস থেকে গ্রেপ্তার হওয়া ওই তরুণকে খুব শিগগির ফেডারেল আদালতে হাজির করা হবে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। উপযুক্ত সময়ে তাঁর ব্যাপারে আরও তথ্য জানানো হবে।
অ্যাটর্নির কার্যালয় বলেছে, শুক্রবারে টেক্সেইরাকে প্রথমবারের মতো বোস্টনে আদালতে হাজির করা হবে।
এফবিআই এক বিবৃতিতে বলেছে, টেক্সেইরাকে ম্যাসাচুসেটসের নর্থ ডাইটনের একটি বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাসভবনটিতে এখনো অভিযান চলছে।
গত ৬ এপ্রিল রুশ বাহিনীর বসন্তকালীন আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে প্রস্তুত করার যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পরিকল্পনার বিশদ বিবরণের গোপন নথি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, গোপন নথিগুলোতে অস্ত্র সরবরাহ, সামরিক শক্তি ও অন্যান্য সংবেদনশীল তথ্যের বিবরণ ও তালিকা দেখা গেছে।
নথি ফাঁস হওয়ার পরপরই প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এটি বিপজ্জনক। ধারাবাহিকভাবে এসব নথি ফাঁসের পেছনে কারা রয়েছে এবং কেন তা করছে, আমরা জানি না। আমরা জাতীয় নিরাপত্তায় এর প্রভাব মূল্যায়ন করছি। এ নিয়ে একটি ফৌজদারি তদন্তও চলছে। আমরা এর গভীরে যেতে চাই; কে এটা করেছে এবং কেন করেছে, তা খুঁজে বের করতে চাই।’
এরপর কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জোরেশোরে মাঠে নামে এবং বৃহস্পতিবার সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে।
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
১৬ মিনিট আগেযুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা রায়ান বর্গওয়ার্ট। সম্প্রতি এই কায়াকার নিজের ডুবে যাওয়ার নাটক সাজিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রায়ান বর্তমানে পূর্ব ইউরোপের কোথাও জীবিত আছেন।
২৯ মিনিট আগেগাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ছয়টি মহাদেশের ১২৪টি দেশে তাঁরা আটক হতে পারেন।
১ ঘণ্টা আগেকলকাতার মেট্রোরেলে এক নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলতে জোরাজুরি করেছেন আরেক নারী। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে হিন্দিতে কথা বলতে না পারা নারীকে ‘বাংলাদেশি’ বলেও তাচ্ছিল্য করা হয়েছে।
২ ঘণ্টা আগে