যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের ধরপাকড়

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ মে ২০২৪, ১১: ৫৫
Thumbnail image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সাত মাস ধরে চলা ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভে চলছে ব্যাপক ধরপাকড়। গতকাল শনিবার পুলিশ অন্তত ২৫ জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে এবং ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ায় (ইউভিএ) বিক্ষোভকারীদের তাঁবু সরিয়ে ফেলেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে যে, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি যখন নিচ্ছে, তখনই ক্যাম্পাসগুলো আরও অশান্ত হয়ে উঠেছে। বিবৃতিতে আরও বলা হয়, বিক্ষোভকারীরা শুক্রবার রাতে তাঁবু স্থাপন এবং মাইকে জোরে শব্দ করাসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি নীতি লঙ্ঘন করেছে।

শার্লটসভিলে ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া ক্যাম্পাসে গতকাল শনিবার সকাল পর্যন্ত বিক্ষোভগুলো শান্তিপূর্ণই ছিল। সেখানের এক ভিডিওতে দাঙ্গা পুলিশকে ক্যাম্পাসের লনে একটি ছাউনিতে চলাফেরা করতে দেখা গেছে। তারা কয়েকজন বিক্ষোভকারীকে মাটিতে ফেলে হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়েছে। বিক্ষোভকারীদের ওপর পুলিশকে রাসায়নিক স্প্রে ছড়াতেও দেখা গেছে।

ইউভিএ প্রেসিডেন্ট জিম রায়ান এক বার্তায় বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পেরেছে যে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন কিছু ব্যক্তি ক্যাম্পাসে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ায় নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছিল।

ইউভিএর কতজন শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছেন, তা এখনো জানা যায়নি।

গতকাল শনিবার শিকাগোর আর্ট ইনস্টিটিউটের বাইরে একটি বিক্ষোভে কয়েক ডজন লোককে অপরাধমূলক অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। আর্ট ইনস্টিটিউট কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ ডেকেছিল। এ তথ্য জানিয়ে শিকাগো পুলিশ বিভাগ সামাজিক প্ল্যাটফরম এক্সে বলেছে, বিক্ষোভকারীরা ইনস্টিটিউটের সম্পত্তি অবৈধভাবে দখল করছে বলে পুলিশকে জানিয়েছিল আর্ট ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

অন্যান্য ক্যাম্পাসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গ্রেপ্তারে গড়ায়নি। অ্যান আর্বারে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের আগমনে ইউনিভার্সিটি অব মিশিগানের সমাবর্তন অনুষ্ঠানের শুরুতে কিছুটা ব্যাঘাত ঘটে।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় সাড়ে ৩৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এই হত্যাযজ্ঞের প্রতিবাদে ১৮ এপ্রিল বিক্ষোভ শুরু করেন নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নিচ্ছে মার্কিন সরকার। এর মধ্যে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন শিক্ষার্থীরা।

পুলিশ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয়গুলো থেকে দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত