অনলাইন ডেস্ক
নিরাপত্তা সমস্যা মোকাবিলার জন্য মার্কিন বিমান নির্মাতা বোয়িংয়ের সামনে এখন সুদীর্ঘ পথ। এ কথা বলেছেন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রধান মাইক হুইটেকার। নিরাপদ উড়োজাহাজ তৈরি নিশ্চিতের জন্য বোয়িংয়ের পরিকল্পনা এফএএ শুনতে প্রস্তুত বলেও তিনি জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে এফএএ প্রশাসক মাইক হুইটেকার ‘সিস্টেমিক কোয়ালিটি-কন্ট্রোল সমস্যা’ মোকাবিলার জন্য একটি পরিকল্পনা তৈরি করতে বোয়িংকে ৯০ দিন সময় দিয়েছিলেন। সে সময় তিনি বোয়িংকে ৭৩৭ এমএএক্স উৎপাদন সম্প্রসারণেও বাধা দেন।
গত ৫ জানুয়ারি আলাস্কা এয়ারলাইনস ৭৩৭ এমএএক্স ৯-এর ফ্লাইটের সময় একটি দরজার প্যানেল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। ভূপৃষ্ঠ থেকে ১৬ হাজার ফুট ওপরে থাকা অবস্থায় যাত্রীরা দেখতে পান, তাদের পাশে বিমানের গায়ে তৈরি হয়েছে বেশ বড় একটি গর্ত। পাইলট তখন জরুরি অবতরণে বাধ্য হন। এরপরেই নিরাপত্তাজনিত নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে বোয়িং। এফএএ পরীক্ষা নিরীক্ষা করে গুরুতর সমস্যা খুঁজে পেয়েছে।
হুইটেকার এবিসি নিউজকে বলেন, ‘৯০ দিনের সেই সময়সীমা আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে। তবে প্রক্রিয়াটি শেষ হচ্ছে না। এটি কেবল শুরু এবং বোয়িংয়ের জন্য নিরাপদ উড়োজাহাজ তৈরিতে এখনো যেতে হবে সুদীর্ঘ পথ।’
তিনি বলেন, বোয়িংয়ের গুণগত মান ফিরিয়ে আনার পরিকল্পনাটি কেমন হবে তা নির্ধারণে এফএএ গত ৯০ দিন ধরে বোয়িংয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা যেমনটা হওয়া দরকার সেখানে নিয়ে আসতে হবে। এবং এমন একটি সংস্কৃতি তৈরি করা দরকার যাতে কর্মীরা যখন উদ্বেগজনক কিছু দেখে তখন তারা যেন কথা বলতে পারে।’
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বলেছে যে, সেই প্লেনের চারটি ‘কি বোল্ট’ হারিয়েছিল। অন্যদিকে বোয়িং বলেছে যে, তাদের ধারণা—নির্মাণের সময়ই দরজার বিবরণের প্রয়োজনীয় নথি তৈরি করা হয়নি।
ফেব্রুয়ারি মাসে মাইক হুইটেকার বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ ক্যালহাউনের সঙ্গে সারা দিন বৈঠক করেন। এফএএ আগামী সপ্তাহে বোয়িংয়ের সঙ্গে আরেক দফা বৈঠকের পরিকল্পনা করছে। ডোর প্লাগ খুলে যাওয়া সম্পর্কিত একটি বিচার বিভাগীয় তদন্তের মুখোমুখি এখন বোয়িং।
এই বছরের শেষের দিকে বোয়িংয়ের সিইও পদ থেকে পদত্যাগ করার পরিকল্পনা করছেন ডেভ ক্যালহাউন। তিনি বলেছেন যে, এফএএ-এর চাহিদা অনুসারেই নিরাপত্তা সমস্যা মোকাবিলার জন্য ব্যাপক কর্মপরিকল্পনা তৈরি করবে বোয়িং।
নিরাপত্তা সমস্যা মোকাবিলার জন্য মার্কিন বিমান নির্মাতা বোয়িংয়ের সামনে এখন সুদীর্ঘ পথ। এ কথা বলেছেন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রধান মাইক হুইটেকার। নিরাপদ উড়োজাহাজ তৈরি নিশ্চিতের জন্য বোয়িংয়ের পরিকল্পনা এফএএ শুনতে প্রস্তুত বলেও তিনি জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে এফএএ প্রশাসক মাইক হুইটেকার ‘সিস্টেমিক কোয়ালিটি-কন্ট্রোল সমস্যা’ মোকাবিলার জন্য একটি পরিকল্পনা তৈরি করতে বোয়িংকে ৯০ দিন সময় দিয়েছিলেন। সে সময় তিনি বোয়িংকে ৭৩৭ এমএএক্স উৎপাদন সম্প্রসারণেও বাধা দেন।
গত ৫ জানুয়ারি আলাস্কা এয়ারলাইনস ৭৩৭ এমএএক্স ৯-এর ফ্লাইটের সময় একটি দরজার প্যানেল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। ভূপৃষ্ঠ থেকে ১৬ হাজার ফুট ওপরে থাকা অবস্থায় যাত্রীরা দেখতে পান, তাদের পাশে বিমানের গায়ে তৈরি হয়েছে বেশ বড় একটি গর্ত। পাইলট তখন জরুরি অবতরণে বাধ্য হন। এরপরেই নিরাপত্তাজনিত নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে বোয়িং। এফএএ পরীক্ষা নিরীক্ষা করে গুরুতর সমস্যা খুঁজে পেয়েছে।
হুইটেকার এবিসি নিউজকে বলেন, ‘৯০ দিনের সেই সময়সীমা আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে। তবে প্রক্রিয়াটি শেষ হচ্ছে না। এটি কেবল শুরু এবং বোয়িংয়ের জন্য নিরাপদ উড়োজাহাজ তৈরিতে এখনো যেতে হবে সুদীর্ঘ পথ।’
তিনি বলেন, বোয়িংয়ের গুণগত মান ফিরিয়ে আনার পরিকল্পনাটি কেমন হবে তা নির্ধারণে এফএএ গত ৯০ দিন ধরে বোয়িংয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা যেমনটা হওয়া দরকার সেখানে নিয়ে আসতে হবে। এবং এমন একটি সংস্কৃতি তৈরি করা দরকার যাতে কর্মীরা যখন উদ্বেগজনক কিছু দেখে তখন তারা যেন কথা বলতে পারে।’
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বলেছে যে, সেই প্লেনের চারটি ‘কি বোল্ট’ হারিয়েছিল। অন্যদিকে বোয়িং বলেছে যে, তাদের ধারণা—নির্মাণের সময়ই দরজার বিবরণের প্রয়োজনীয় নথি তৈরি করা হয়নি।
ফেব্রুয়ারি মাসে মাইক হুইটেকার বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ ক্যালহাউনের সঙ্গে সারা দিন বৈঠক করেন। এফএএ আগামী সপ্তাহে বোয়িংয়ের সঙ্গে আরেক দফা বৈঠকের পরিকল্পনা করছে। ডোর প্লাগ খুলে যাওয়া সম্পর্কিত একটি বিচার বিভাগীয় তদন্তের মুখোমুখি এখন বোয়িং।
এই বছরের শেষের দিকে বোয়িংয়ের সিইও পদ থেকে পদত্যাগ করার পরিকল্পনা করছেন ডেভ ক্যালহাউন। তিনি বলেছেন যে, এফএএ-এর চাহিদা অনুসারেই নিরাপত্তা সমস্যা মোকাবিলার জন্য ব্যাপক কর্মপরিকল্পনা তৈরি করবে বোয়িং।
বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগে সন্দেহভাজন একজনকে আটক করেছে মুম্বাই পুলিশ। পুলিশের দাবি, সন্দেহভাজন ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক। তবে আটক ব্যক্তির আইনজীবী ‘বাংলাদেশি নাগরিকত্ব’ নিয়ে পুলিশের দাবিকে চ্যালেঞ্জ করেছেন।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র তাদের প্রধান থার্মো-নিউক্লিয়ার বা তাপ-পারমাণবিক অস্ত্র আধুনিকায়নের কাজ শেষ করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসনের (এনএনএসএ) প্রশাসক জিল হ্রুবি জানিয়েছেন, বি৬১-১২ মডেলের নতুন সংস্করণের পারমাণবিক বোমা ইউরোপের সামরিক ঘাঁটিগুলোতে মোতায়েন করা হয়েছে। ন্যাটোর সঙ্গে পারমাণবিক অস
৬ ঘণ্টা আগেবলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে চুরির চেষ্টা এবং হামলার অভিযোগে সন্দেহভাজন একজনকে আটক করে ভারতীয় পুলিশ। পুলিশ দাবি করছে, সন্দেহভাজনের নাম শরিফুল ইসলাম শেহজাদ। তিনি বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছেন। ভারতে বিজয় দাস নামে বসবাস করছিলেন।
৬ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি। আজ রোববার গাজার স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে চুক্তি কার্যকর হয়। এ ঘোষণার পরই ইসরায়েলে নেতানিয়াহুর জোট সরকার থেকে পদত্যাগ করেছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজির
৭ ঘণ্টা আগে