ইউক্রেনে হামলার শঙ্কায় বৈঠকে বসছে মার্কিন নিরাপত্তা কাউন্সিল: হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১০: ০৩
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৪৩

যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া। আর এ নিয়ে মার্কিন স্থানীয় সময় রোববার বৈঠকে বসছে মার্কিন নিরাপত্তা কাউন্সিল। মার্কিন স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়। 

হোয়াইট হাউস জানায়, মার্কিন নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

 ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বের সঙ্গে তীব্র উত্তেজনা চলছে রাশিয়ার। এর মধ্যেই শনিবার রাশিয়ার মহড়ায় পরমাণু অস্ত্র পরিবহনে সক্ষম ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মহড়াটি পর্যবেক্ষণ করেন। 

এদিকে গতকাল শনিবার বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিশ্বাস, রাশিয়ান বাহিনী আগামী সপ্তাহে ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে। এই মুহূর্তে আমি নিশ্চিত যে পুতিন হামলার সিদ্ধান্ত নিয়েছেন।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত