ফিলিস্তিনপন্থী ছাত্রসংগঠন নিষিদ্ধ করলেন ফ্লোরিডার গভর্নর ডিস্যান্টিস

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ১৮: ১০
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৮: ৩০

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ফিলিস্তিনপন্থী ছাত্রসংগঠন স্টুডেন্টস ফর জাস্টিন ইন প্যালেস্টাইনকে (এসজেপি) নিষিদ্ধ করা হয়েছে। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের পরামর্শে দ্য ইউনিভার্সিটি সিস্টেম অব ফ্লোরিডা গতকাল মঙ্গলবার রাজ্যের কলেজগুলোকে এই নির্দেশ দিয়েছে।

দ্য ইউনিভার্সিটি সিস্টেম অব ফ্লোরিডার স্মারকলিপির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রিপাবলিকান রাজ্য ফ্লোরিডায় ‘সন্ত্রাসী সংগঠনকে সমর্থন’ দেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এসজেপিকে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করা হয়। এসজেপিয়ের সদস্যদের জাতীয় নেতারা ইসরায়েলে হামাসের হামলাকে সমর্থন দেয় বলে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দ্য ইউনিভার্সিটি সিস্টেম অব ফ্লোরিডার আচার্য রয় রড্রিগেজ এক স্মারকলিপিতে বলেন, সন্ত্রাসবাদের প্রতি এসজেপির সমর্থন থাকায় গভর্নর ডিস্যান্টিসের সঙ্গে পরামর্শ করে সংগঠনটিকে অবশ্যই নিষ্ক্রিয় করা হবে।

ফ্লোরিডার অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ে এসজেপি সক্রিয় আছে বলে জানান রড্রিগেজ। সামাজিক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের সূত্রে জানা যায়, জ্যাকসনভিলের নর্থ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় এবং তালাহাসির ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এসজেপির কার্যক্রম রয়েছে। নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে ছাত্রসংগঠনটি এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণ এবং এরপর গাজায় ইসরায়েলি বাহিনীর অনবরত হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলপন্থী এবং ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। হয়রানি ও হামলার ঘটনাও ঘটেছে।

ইসরায়েলে হামাসের হামলাকে ‘ফিলিস্তিনি প্রতিরোধের ক্ষেত্রে একটি ঐতিহাসিক জয়’ বলে অভিহিত করা এবং ১২ অক্টোবর যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় দুই শর বেশি কলেজে একযোগে ‘প্রতিরোধ দিবস’ পালনের আহ্বান জানানোয় এসজেপির সমালোচনা করেছিল যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসকেরা।

হোয়াইট হাউসের প্রার্থী রন ডিস্যান্টিস ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। হামাস ইসরায়েলি বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজার নাগরিকদের পানি ও অন্যান্য সুবিধা থেকে যেন বঞ্চিত করা হয়, সে পরামর্শও দেন তিনি।

ফ্লোরিডার ইউনিভার্সিটি সিস্টেম জানিয়েছে, হামাসের আক্রমণকে ‘প্রতিরোধ’ এবং নির্বাসনে থাকা ফিলিস্তিনিদের এই সংগ্রামের অংশ হিসেবে উল্লেখ করেছিল এসজেপি। এসব মন্তব্যের জেরেই ছাত্রসংগঠনটিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে রড্রিগেজ বলেন, ন্যাশনাল এসজেপি নিজেকে হামাসের আক্রমণের অংশ হিসেবে উল্লেখ করেছে। বিদেশি কোনো সন্ত্রাসী সংগঠনকে সহায়তা দেওয়াকে ফ্লোরিডার আইনে অপরাধ হিসেবে গণ্য করা হয়।

৭ অক্টোবর শুরু হওয়া হামাস-ইসরায়েল সংঘাত ১৯তম দিনে পড়েছে। গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী। তাদের নির্বিচার হামলায় এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা প্রায় আড়াই হাজার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত